সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০৯
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
---------------------------------
আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ ।
সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ ।
আজ বৃহস্পতিবার , ১৭ই অগ্রহায়ণ ১৪১৮ বঙ্গাব্দ , ৬ মহররম ১৪৩৩ হিজরী , ১ ডিসেম্বর ২০১১ ঈসায়ী । সৌদি আরব সময় ০৮ : ১৫ সকাল ।
প্রবাসী বাংলাদেশ , আল মদিনা , সৌদি আরব থেকে সকলকে বিজয় মাসের সংগ্রামী এবং প্রভাতী শুভেচ্ছা ।
-------------------------------------------------------------------------
বন্ধুগণ !
আশাকরি সবাই ভাল আছেন । ভাল থাকুন তাই হোক কামনা । প্রবাসীদের সুখ - দুঃখ নিয়েই আমার ধারাবাহিক আয়োজনের আজ ৯ম পর্ব । আশা করছি এ পর্বেও কিছু সুখ - দুঃখ আপনাদের শেয়ার করতে পারব । গতকাল বলেছিলাম প্রবাসীদের মুল লক্ষ্য নিয়েই প্রবাস জীবন কাটানো জরুরী । মুল লক্ষ্য থেকে সরে গেলেই প্রবাসে দেখা দিতে পারে পদে পদে বিপদ ।
আমি গতকাল রাতে ডিনারের সময় আমার ইটিং পার্টনারের সাথে আলাপচারিতায় এমন কিছু তথ্য জানতে পেরেছি , যা জানার জন্য কখনো উদ্গ্রীব ছিলাম না । ইটিং পার্টনার বললো - তার একজন রুমমেট হোন্ডা নিয়ে বের হয়ে ৪দিন ধরে আর বাসায় ফিরেনি । চারদিন পর জানা গেলো লোকটি জেলে । পুলিশ তাকে ধরে নিয়ে গেছে হোন্ডাসহ সিগারেট পরিবহনের দায়ে । শুনেছি তার ভাই তাকে ছাড়ানোর চেষ্ঠা করছে । কিন্তু সিগারেট বিক্রির অপরাধে অপরাধী হওয়ায় তাকে ছাড়ানো যাচ্ছেনা । এমন ও হতে পারে , লোকটিকে দেশে চলে যেতে হবে , কয়েকদিন জেল খেটে ।
আর একজন লোকের কথা জানতে পারলাম - লোকটি আবাসিক হোটেলে কাজ করত সেই ফাঁকে হাজিদের কাছে সগারেট বিক্রি করত । একদিন লোকটি সিগারেট বিক্রি করে টাকা নেয়ার সময় সিগারেটের মুল্য নিয়ে এক হাজির সাথে তর্ক বিতর্ক শুরু হয় । এ দেখে অন্য এক হাজি হোটেল কর্তৃপক্ষকে ফোন করে । হোটেল কর্তৃপক্ষ এসেও যখন তাদের তর্ক থামাতে পারছিলনা , তখন অন্য হাজি পুলিশে ফোন করে । সাথে সাথে পুলিশ এসে লোকটিকে সিগারেট সহ হাতে নাতে ধরে ফেলে । তখন হাজিটি তার তর্কের কারণ জানাতে গিয়ে পুলিশকে বলে , ৭ রিয়ালের সিগারেট তার কাছ থেকে নেয়া হয়েছে ২০ রিয়াল । পুলিশ তখন লোকটিকে জব্ধ করার আরো একটা মুক্ষম সুযোগ পেল । চুরি তো চুরি , চুরির উপর সিনাচুরির মত ঘটনা ঘটায় লোকটিকে সাথে সাথে গাড়িতে তোলে পুলিশ নিয়ে যায় । তার স্পন্সর এসে তার পক্ষে সাফাই গাইবার সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে তাকে চালান করে দেয়া হয় আউটর জেলে । যেখান থেকে প্রবাসীদের তাদের স্বদেশে পাঠিয়ে দেয়া হয় । একদিন পরই তাকে দেশে ফেরত পাঠানো হয় ।
প্রবাসী ভাইয়েরা বলছিলাম কখনো লক্ষ্যচ্যুৎ হবেননা । তাতে হিতে বিপরীত হতে পারে , অতি লোভে তাতী নষ্ঠের মতো ঘটনা ঘটা অবশ্যাম্ভাবি । আপনার মুল কাজটিতেই সন্তুষ্ঠ থাকতে চেষ্ঠা করুন । যদি তাতে আপনার লক্ষ্যপূরণ না হয় তবে আপনার স্পন্সরকে বলে কয়ে লিগাল ভাবে ভিন্ন কাজ করতে চেষ্ঠা করুন । তাতেও যদি আপনি সফল না হন , তবে নিজের জীবন তক্বদীরের উপর ছেড়ে দেয়া ছাড়া আর কোন বিকল্প নেই ।
প্রবাসী বাংলাদেশ , মদিনা , সৌদি আরব থেকে বিশেষ ফেইসবুক কলাম আজ এ পর্যন্তই । সবাই ভালো থাকুন , প্রবাসী সকল বন্ধুদের জীবন নিরাপদ থাকুক - এ কামনায় সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ ।
MOHAMMED ZAKARIA SHAHNAGARI
======================================
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন