জীবনাবধি লিখে যাব প্রেমের কবিতা
-----------------------------------
আমার লেখালেখি বন্ধ হবে শুধু সেইদিন ,
আমার জীবন থেকে ভালোবাসা বিলীন হবে যেইদিন ।
তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে আমি লিখছি অবিরত ,
আমাকে নিয়ে পড়শীরা তাই কানাঘুষা করছে সতত ।
আমাদের প্রেমের কারনে কি ক্ষতি তাদের !
কেন যে তারা বন্ধ করতে বলে প্রেম আমাদের !
অসম্ভব , কখনো তা হতে দেবোনা ,
স্বইচ্ছায় শত্রুর বুলেট বুক পেতে নেবোনা ।
থাকবে আমাদের প্রেম এই পৃথিবীতে যতদিন থাকি ,
এসো এ প্রতিজ্ঞায় নিজেদের রাখি ।
জীবনাবধি প্রেমের কবিতা লিখে যাব -
জীবনে যতদিন ভালোবাসা থাকে ;
তোমাকেই শুধু ভালোবেসে যাবো ;
জীবন মোর যতদিন রহে এ খাকে ।
======================================
আমার জীবন : আমার অর্ধাঙ্গিনী
---------------------------
কৈশোর পেরিয়ে সদ্য ঊষালগ্ন
আচানক পারিবারিক কলরোল উদ্ভাসিত হলো
সেই উত্তর বাড্ডার সেমিপাকা দালানে !
মধ্যখানে টেবিল আর চতুর্পার্শে পাতানো চেয়ার ;
পারিবারিক ট্যাবুলেশান বৈঠক !
বড় বুবুর জামাই আর তার বড় ভাই
আমাকে নিয়ে কি যেন বলছে তারা !
আঁড়ি পেতে শুনলাম - আমার বিয়ের আলাপ !
কিংকর্তব্যবিমুঢ় আমি - বেকার যুবক ,
এরই মাঝে বিয়ের সানাইয়ের সূর !
প্রথম নয় , দ্বিতীয় নয় , তৃতীয় নাম্বারেই
একটা মেয়ে দর্শনে আমাকে ও নাকি যেতে হবে !
পরনে কালো প্যান্ট , সফেদ পাঞ্জাবী গায়ে ,
চোখে রেভন সানগ্লাস , আর পায়ে সেণ্ডেল সু -
এভাবেই বর সেজে বেরিয়ে গেলাম ।
সেজ ভাবী ভরসার মাকে ( চাচাতো ভগ্নিপতি
চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের
জনাব মুফতী মামুনুর রশীদ আল আজহারী কর্তৃক প্রদত্ত নাম ) ।
ত্রিচক্রযানের হুড তোলে উঠে পড়লাম আমরা ।
ভিন্ন যানে বড় বুবু ও তার স্বামী ।
অর্ধঘন্টা পথ মাড়িয়ে যখন
হবুস্ত্রীর পিতৃ আঙ্গিনায় আমরা -
গ্রাম্যবালাদের উঁকিঝুঁকিতে সচকিত আমি
হাঁটতে লাগলাম সকলের পীঁছু ।
আমি আর দুলাভাই আসন পাতলাম ।
আপ্যয়ন করানো হলো আমাদের ;
অল্পক্ষণপর আমার হবু স্ত্রী
লাল - খয়েরী জরীর কাঁচ করা সেলোয়ার কামিজ
আর মাথায় মেজেন্ট রঙ্গের দোপাট্টা জড়িয়ে
আার সম্মুখে পাতানো সোপায় আসীন হলো ।
আর মনের মাধুরী মেশানো স্বর্গীয়সঙ্গিতের রাগ
পুরোটা ঘরে ঝমঝম করে উঠলো !
আন্দোলিত হলো আমার সর্বাঙ্গ ,
এক পুলকিত শিহরিত মধুর গুঞ্জনে ,
স্বর্গীয় আবেশে আমুদিত হলো
চাতক পাখির মতো চেয়ে থাকা
কি যেন আলাপচারিতা করেছিলাম তখন -
ইংরেজীতে নাম ঠিকানা লিখে দাও ।
খসখস করে লিখতে লাগলো সে -
MISS. MOMTAJ SULTANA SHILPI …
আর আমি ও লিখে দিলাম ইংরেজীতেই
যদিও ইচ্ছা ছিলোনা তাকে অর্ধাঙ্গিনী বানাবার ,
তবুও সৃষ্টিকর্তার অমোঘ বিধান ;
যার সাথে আমার বন্ধনের কলম
তিনি তাঁর দফতরে মেরে রেখেছেন ,
তা কি কখনো খন্ডানো যায় ?
তাই , সানাইয়ের সুরে সুরে
সেই মমতাজ সুলতানা শিল্পীই
আমার জীবনের সাথে মিশে গেলো !
আমার রক্তকণিকায় তার অবাধ বিচরন ;
অহর্নিশ করে শুধু আমায় জ্বালাতন ,
তার আড়াল হয়েও যদি - কোথাও কভু লুকাই ,
হঠাৎ করেই দেয় হানা - সামনে এসে দাঁড়ায় !
অর্ধাঙ্গিনী আমার বলে শুধু -
আমি না তোমার সাকী ! ’’
===============================