বিরোধী দল ও সরকারী দলের প্রতি জানাই সহানুভুতি
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
------------------------
মরিয়া হইয়া উঠিয়াছে বি এন পি তথা বিরোধীদল শেখ হাসিনা তথা বর্তমান সরকারের উৎখাতে । কিন্তু হেডামে ( একটা আঞ্চলিক শব্দ যার অর্থ ক্ষমতা , শক্তি ইতাদি ) কুলাইয়া আসিতে পারিতেছেনা শক্তিধর এই লৌহমানবী শেখহাসিনা আর তার সরকারকে উৎখাত করিতে ।
দিন ঘনাইয়া আসিতেছে । যদি শেখ হাসিনার মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের দিন হইতে হিসাব করি তবে তাঁহার ক্ষমতায় অধিষ্টিত থাকিবার মেয়াদ আরও ( 2009 / 01 / 06 - 2014 / 01 / 06 = 01 / 08 / 04 ) এক বছর আট মাস চার দিন ।
যদি বিরোধী দল শেখ হাসিনাকে সদলবলে উৎখাত করিতে চায় , তবে তাঁহার মেয়াদ শেষ হইবার পূর্বেই তাঁহাকে উৎখাত করিতে হইবে । এই সময়ের পূর্বে তাঁহাকে উৎখাত করিবার চেষ্ঠায় সফল না হইলে খালেদা জিয়া ও তাঁহার দল ইঁদুরের গর্তে ডুকিয়া লজ্জা নিবারনের চেষ্ঠা চালাইলেও তাহাতেও তাহারা সফল হইবেনা ।
তাই খালেদা জিয়া ও তাঁহার দলকে এখনই চিন্তা করিতে হইবে যে তাঁহারা কি ইঁদুরের গর্তে ডুকিয়া আরাম পাইতে চাইবেন নাকি শেখ হাসিনা ও তাঁহার দলকে উৎখাত করিয়া বিরত্ব গাঁথা গাইতে চাইবেন । যদি তাঁহারা বিরত্ব গাঁথা গাইতে চান , তবে তাঁহাদের হাতে সময় আর নেই ভাবিয়া লইয়া কোমর বান্ধিয়া বিজয় অর্জনের লাগিয়া মাঠে নামিয়া যাইতে হইবে এখনই । তাঁহাদের বউ / স্বামী লইয়া সুখে রাত কাটাইবার সময় আর নেই ।
অন্যদিকে শেখ হাসিনা ও তাঁহার দল যদি তাঁহাদের আসন পাকাপোক্ত করিতে চান ,তবে তাঁহাদের উচিৎ হইবে তাহাদের ভাবিয়া লওয়া যে , তাহারা কি মানুষদের গুম - খুন করিয়া আসন পাকাপোক্ত করিতে পারিবেন , নাকি তাঁহাদের বিকল্প পদ্ধতি গ্রহণ করিতে হইবে । নাকি তাঁহাদের আসন পাকাপোক্ত করিবার মন্ত্রটি শিখিয়া লইতে হইবে । আর যদি তাঁহারা আসন পাকাপোক্ত করিবার তাঁহাদের বর্তমান নিয়মটি চালু রাখেন , মনে করিতে হইবে যে , খালেদা জিয়া ও তাঁহার দল নাগরিক সমাজকে লইয়া খুব শীঘ্রই তাঁহাকে আসন সহ তুলিয়া লইয়া বঙ্গোপ সাগরের মাঝখানে ভাসমান নৌকাতে তুলিয়া নিমজ্জিত করিয়া ইন্না লিল্লাহি পড়িয়া থুক্কু রাম রাম বলিয়া নিজেরাই নতুন আসন বানাইয়া বিজয়ের গান গািয়া যাইবেন । তাই শেখ হাসিনা ও খালদা জিয়া দুইজনের হাতেই এখন কোন সময় নাই । একজনকে যদি ছাড়িতে হয় তাঁহার বাবার কাসুন্ধি ঘাঁটা , তবে অন্যজনকেও ছাড়িতে হইবে তাঁহার স্বামীর বিরত্ব গাঁথা ।
দুইজনকেই আসন গ্রহণ করিতে চাহিলে , নতুন করিয়া ভাবিয়া নতুন রূপে সাপের খোলস ছাড়ানোর মত নিজেদের গায়ের চামড়া ঘসিয়া মাজিয়া সুন্দর করিয়া লইতে হইবে । মনের ভিতরে বাড়িয়া উঠা সকল প্রকার ঝোপ জঙ্গল পরিস্কার করিয়া লইতে হইবে । মানুষ জন যাহাতে তাঁহাদের ঘরে ডুকিতে পারে , সেইজন্য তাহাদের ঘরে যাইবার রাস্তাটি পীচঢালা পথের মত মসৃণ করিয়া লইতে হইবে ।
এখন তাঁহারাই ভাবিয়া লইবেন এই অল্প সময়ে তাঁহাদের কি করা উচিত ? কিভাবে তাঁহারা মানুষের মন জয় করিয়া মানুষের সম্পদ কাড়িয়া লইতে আসনে বসিতে পারিবেন ?
=====================