বাংলা আমার মাতৃভাষা
[ মহান একুশে ফেব্রোয়ারী ও
বায়ান্ন’র ভাষা আন্দোলনে
মহান শহীদদের স্মরণে ]
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
-----------------------
সেই যে আমার মাতৃভাষা
সকল ভাষার সেরা ।
বাংলা মায়ের দামাল ছেলের
রক্ত যাতে ভাসা ,
সেই যে আমার ঠোঁটে ফুটা
আমার মাতৃভাষা ।
যেই ভাষাতে লিখন লিখি
যেই ভাষাতে কথা বলি
যেই ভাষাতেই জুড়াই আমার
মনের সকল আশা ,
সেই যে আমার মুখেরই ভাষা ।
বিশ্বমাঝে স্বীকৃত যেই
মহান বাংলা ভাষা ,
সেই যে আমার ঠোঁটের বাংলাভাষা ।
বাংলা মায়ের দামাল ছেলে
দেখিয়েছিলো এক স্বপ্ন - আলোআশার ,
বায়ান্ন এর আটই ফাল্গুন -
স্মৃতিস্মারক ,সেই যে আমার ভাষার ।
সেই আলোতেই পথ দেখেছি ,
সেই আশাতেই পদ রেখেছি ,
মিটলো আমার আশা ,
রক্তসাগর পাড়ি দিয়ে
পেলাম আমার ভাষা ।
বাংলা মায়ের দামাল ছেলে
রক্ত দিয়ে কিনেছিলো যেই ভাষা ,
সেই যে আমার মুখের বুলি
সেই যে বাংলা ভাষা ।
আবাল - বৃদ্ধ - বণিতা -
আর দেশের সকল চাষা
গাত্র মাঝে বুলেট মেখে
এনেছিলো যেই ভাষা ,
সেই যে আমার মুখের বুলি
আমার মাতৃভাষা -
সেই যে আমার প্রাণের ভাষা
মহান বাংলা ভাষা ।