প্রিয়া ! আমার প্রিয়তমা !! প্রিয়তমা সহধর্মীনি !!!
প্রেমময়ী জীবন সঙ্গিনী ! প্রিয়তম এই জীবনের অর্ধাঙ্গিনী !!
আমার প্রেমময় হৃদয়ের কাব্য !!!
তোমার কি যেন নাম ছিল ? “ শিল্পী ’’?
না , মনে পড়েছে , নাম ছিল তোমার -
“ মমতাজ সুলতানা শিল্পী ’’ ।
নামটি আমার ভালো লাগলোনা ,
কারন ও নামে তোমায় সবাই চিনে ।
কিন্তু আমি তা চাইনি , আমি চেয়েছি
আমার প্রেমের ভুবনে তোমাকে একজনেই চিনুক
আমার প্রেমের ভুবনে শুধু আমিই চিনব তোমাকে
আজ আমার কাছে তোমার পরিচয় - “ প্রিয়া ’’ !
স্মরণ করো - সম্রাট শাহজাহানের প্রেমকে !
স্মরণ করো - সম্রাট শাহজাহানের প্রেমপাত্রী মমতাজ মহলকে !!
স্মরণ করো - আগ্রার তাজমহল নির্মানের ইতিহাসকে !!!
বুঝতে পারবে - কেন তোমার পরিচয় আসল থেকে নকলে ?
বুঝতে পারবে - কেন তোমার মূলনামের ছন্দপতন ?
বুঝতে পারবে - কেন তুমি শিল্পী থেকে প্রিয়া ?
হে আমার প্রিয়তমা ! হ্যাঁ , মনে করো -
তোমার প্রেমে আমি এক উম্মাদ ।
বাংলার বুকে দ্বিতীয় তাজমহল গড়ার স্বপ্নে বিভোর আমি !
আমি তো সেই প্রেমের উম্মাদ -
যে প্রেমে উম্মাদ হয়েছিলেন মোঘল সাম্রাজ্যের অধিপতি
এক সম্রাজ্ঞী মমতাজের প্রেমে
যেভাবে উম্মাদ হয়েছিলেন বদ্ধ এক উম্মাদ ।
মমতাজের নাম পাল্টে যেমন “ তাজমহল ’’ নামে
প্রেমের পরিচয় দিলেন সম্রাট পরিচয়ধারী এক উম্মাদ ।
আর এক মমতাজের নাম পাল্টে তেমন “ প্রিয়ামহল ’’ নামে
প্রেমের পরিচয় দিতে চাই সৌরভ পরিচয়ধারী এই উম্মাদ ।
এক “ তাজমহল ’’ গড়ে বিশ্বের বুকে যেমন
প্রিয়তমাকে পরিচয় করালেন এক উম্মাদ ।
আর এক “ প্রিয়ামহল ’’ গড়ে বিশ্বের বুকে তেমন
প্রিয়াকে পরিচয় করাতে চাই এই উম্মাদ !
সম্রাট শাহজাহানের নিত্য জপ নাম ছিল যেমন “ তাজ ’’।
তেমনই “ প্রিয়া ’’ আমার নিত্য জপ নাম আজ !
=================================================
দৃষ্টি নিবদ্ধ রাখো আমার উপর
---------------------
[ এই লেখাটি ছিল মূল উর্দূতে লেখা , সৌদি আরবের উর্দূ নিউজে প্রকাশ উপলক্ষ্যে লিখিত হয়েছিল । এখানে উর্দূ থেকে বঙ্গানুবাদ করা হলো । মূল উর্দূ লেখাটি নিম্নে ইংরেজী শব্দাকারে লিপিবদ্ধ করা হলো । আমার উর্দূ টাইপ ঠিক হয়ে গেলে মূল লেখাটি পরবর্তীতে উর্দূতেই লিপিবদ্ধ করার আশা রাখি । ]
তোমার দৃষ্টি নিবদ্ধ রাখো আমার উপর
প্রতিটি সময় , প্রতিটি মুহুর্ত ;
যেভাবে তুমি দৃষ্টি রাখো নিজের প্রতি ,
তেমনি ভাবে সুদৃঢ় রাখো দৃষ্টি তোমার
বুঝে নাও আমার প্রমের মূল ,
জেনে নাও আমার ভালোবাসার কারণ ।
শুনে নাও তুমি কি বলছি আমি ,
জেনে নাও তুমি কি বুঝাচ্ছি আমি -
আমার প্রেমের শিকার তো সেই -
আমার ভালোবাসার দৃষ্টি পড়ে যাতে -
ভুলে যেওনা আমার এ প্রেমকথন ,
তুমি করবে আমায় অস্বীকার -
এ তো হবে তোমার বড় ভুলের কারন ।
=================================
RAKHO TERE NOJORON MUJH FOR
-----------------------------------------------------
TERE NOJORON KO MASRUP RAKHNA HUM FOR
JEYSA TU NE NOJOR RAKHTEHU FOR APNA ,
OICHAHI TERA NOJOR KO DHALO
MERA INTEJAR KI RASTE MEIN .
SOMOJLO MERE PEYAR KI HAQIKOT ,
JAANLO MERE MOHABBAT KI ILLOT .
KIA BOLTAHU MAIN SUNLE TUM ,
KIA SOMJATAHU MAIN JAANLE TUM -
MERE PEYAR KI NISHANA HAY WHO -
MERE MOHABBAT KI NOJOR PORDTA HAY JIS FOR -
VUL NA JANA YE PEYAR KI BAATEEN ,
YE HOGA TERE BORDE WAJA HAY GOLTEEN .
=================================================================
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন