আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা
বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী
সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত
সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
বিষয় সূচী
APNAKE SHAGOTOM
সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা
অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি ।
conduit-banners
Powered by Conduit |
সোমবার, ২৫ জুন, ২০১২
সাংবাদিক সমাজের আজকের ঐক্যকে আমরা ভাবতে পারি দেশোন্নতির লক্ষ্যে লগ্নি করা একটা শক্তিশালী নতুন পূঁজি । যা দিয়ে অর্জিত হবে ধ্বংসমান বাংলাদেশের সফলতা ।
ইতিহাসে ২৫শে জুন
১। ১৫২৯ সালে বঙ্গ বিজয়ের পর মোগল সম্রাট বাবর আগ্রা প্রত্যাবর্তন করেন।
২। ১৮৯১ সালে ভারতীয় সংবাদপত্রের উপর ব্রিটিশরাজ সেন্সর আরোপ করেন।
৩। ১৯০৩ সালে ব্রিটিশ কথাসাহিত্যিক জর্জ অরওয়েলের জন্ম।
৪। ১৯১৩ সালে আফ্রিকান-ফরাসি কবি এমে সেজেয়ারের জন্ম।
৫। ১৯২২ সালে ছন্দের জাদুকর নামে খ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যু।
৬। ১৯৩২ সালে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সর্বপ্রথম সরকারি টেস্ট ক্রিকেট খেলা শুরু হয়।
৭। ১৯৩৩ সালে বিজ্ঞান লেখক জগদানন্দ রায়ের মৃত্যু।
৮। ১৯৩৮ সালের এইদিনে ভাষাবিজ্ঞানীকোলাই ত্রুবেৎস্কোয় মৃত্যুবরণ করেন ।
৯। ১৯৪৯ সালের এইদিন ভারতের সোনারপুরের তিউড়িয়া গ্রামের কৃষকনেতা দাশুরথী মণ্ডল ও মতি ধাড়ার। জোতদারের বিরুদ্ধে কৃষকের অধিকার রক্ষার আন্দোলনে পুলিসের গুলিতে নিহত হয়েছিলেন । জোতদারদের দোসর পুলিসের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন নিপীড়িত, বঞ্চিত ঐ দুই কৃষক। আহত হয়েছিলেন আরও অনেকে। এখনও সোনারপুরের তিউড়িয়া গ্রামে প্রতি বছর এইদিন শহীদ দিবস পালিত হয়। গ্রামে খেলারমাঠের ধারে এই দুই বীর শহীদের স্মৃতিতে শহীদস্তম্ভ মাথা উঁচু করে রয়েছে। সোনারপুরের কৃষক আন্দোলনের ইতিহাসে জ্বলজ্বল করছে প্রথম শহীদ দুই কৃষকনেতা দাশুরথী মণ্ডল ও মতি ধাড়ার নাম।
১০। ১৯৫০ সালের এইদিন উত্তর কোরীয় সেনাবাহিনী দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে কোরিয়ার যুদ্ধ শুরু হয় , ঐ যুদ্ধে ২০টি রাষ্ট্র অংশ নিয়েছিল ।
১১। ১৯৬০ সালের এইদিনে বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি সুধীন্দ্রনাথ দত্ত মৃত্যুবরণ করেন ।
১২। ১৯৬৩ সালের এইদিনে , বুকার পুরস্কার বিজয়ী কানাডীয় সাহিত্যিক ইয়ান মার্টেল জন্মগ্রহণ করেন ।
১৪। ১৯৭৫ সালের এইদিন ছিল ভারতের গণতন্ত্রের ইতিহাসে এক কালো দিন।ওই দিন মধ্যরাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরী অবস্থা জারি করে দেশের মানুষের সমস্ত রকমের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিলেন।কায়েম করেছিলেন এক চরম স্বৈরাচারী ব্যবস্থা।সঙ্গে সঙ্গে প্রেস সেন্সরশিপ জারি করে তিনি সংবাদপত্রের কণ্ঠরোধ করেছিলেন। সেই মধ্যরাতে জরুরী অবস্থা জারি করে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের হাজারে হাজারে গ্রেপ্তার করে সারা দেশটাকেই প্রায় জেলখানায় পরিণত করেছিলেন।ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই দিনটি তাই এক কলঙ্কিত দিন হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। ঐদিন মধ্যরাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অভ্যন্তরীণ জরুরী অবস্থা জারি করেছিলেন। এর মধ্যদিয়ে সংসদীয় গণতন্ত্রকে পদদলিত করে সারা দেশে ২৫শে জুন ১৯৭৫ থেকে সারাদেশে ২০৮টি দৈনিক পত্রিকা, ১৪৩৪টি সাপ্তাহিক পত্রিকা বন্ধ করে দেওয়া হয়।এমনকি গান্ধীজী, নেহরুর কোনো কোনো বক্তৃতার উদ্ধৃতি পর্যন্ত ছাপা যেতো না। বিনা বিচারে ৩০ হাজারের বেশি রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করা হয়।
১৫। ১৯৭৫ সালের এইদিন মুজাম্বিক পূর্ণ স্বাধীনতা অর্জন করে । পঞ্চদশ শতকের শেষ দিকে ভাস্কো দ্যা গামার নেতৃত্বে এক দল পর্তুগীজ নাগরিক মুজাম্বিকে পৌঁছে । আর এরমধ্য দিয়েই দেশটিতে ঔপনিবেশিক শাসনের সূচনা ঘটে এবং তা প্রায় পাঁচ'শ বছর ধরে অব্যাহত ছিল । প্রাকৃতিক সম্পদে ভরপুর এই দেশটিতে পর্তুগীজরা শত শত বছর ধরে লুটপাট চালায়, আর এ ক্ষেত্রে বাধা দিতে গিয়ে অসংখ্য মানুষ প্রাণও হারিয়েছিল । তবে ব্যাপক হত্যা-নির্যাতনের মাধ্যমেও তারা স্থানীয় জনগণের প্রতিরোধ সংগ্রাম স্তব্ধ করতে পারেনি। এরই ধারাবাহিকতায় স্বাধীনতাকামী সংগঠন ফ্রেলিমো পর্তুগীজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম জোরদার করে । দীর্ঘ সংগ্রামের পর অবশেষে ১৯৭৫ সালের এইদিনে মুজাম্বিক পূর্ণ স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়।
১৬। ২০০৬ সালের এইদিন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং তাঁকে পূর্ণ মর্যাদায় এদিনই শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে পুনরায় দাফন করা হয় । বীরশ্রেষ্ঠ মতিউর রহমান (২৯শে অক্টোবর, ১৯৪১—২০শে আগস্ট, ১৯৭১) একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা । তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত হন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তাদের মধ্যে অন্যতম । এই বীরমুক্তিযোদ্ধা যুদ্ধকালীন সময়ে শাহাদাত বরণ করলে পাকিস্তান সরকার তাঁকে পাকিস্তানেই দাফন করেছিল ।
১৮। ২০১০ সালের এইদিন বত্রিশ বছর বয়সী অলিভার ফ্রিকারকে পাঁচ মাসের কারাদণ্ড ও তিনটি বেত্রাঘাতের শাস্তি প্রদান করা হয়েছে সিঙাপুরের এক ট্রেন ডিপোতে অনধিকার প্রবেশ করে ট্রেনের বগিতে রং করার অপরাধে।