বিভিন্ন খবরে প্রকাশ ঢাকার আরও কয়েকটি গার্মেন্টস ভবনে ফাটল দেখা দিয়েছে। সেসব ভবন থেকে শ্রমিকদের সরিয়ে নেয়া হচ্ছে ,'রানা প্লাজা ট্র্যাজেডি'র মত আর কোন ঘটনা যাতে না ঘটে সেসব ভবনের মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযোগ্য পদক্ষেপ নেয়া উচিত বলে মনে করছি।
'রানা প্লাজা ট্র্যাজেডি'তে শ্রমিক ভাই-বোনদের মৃত্যুতে আমরা শোকাহত, আমরা মর্মাহত, আমরা নির্বাক, আমরা হতবাক, আমরা নিস্তব্ধ, আমরা আতঙ্কিত, আমরা স্বজনহারা, আমরা দিকহারা, আমরা হতাশাগ্রস্থ, আমরা বেদনাগ্রস্থ, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। শোকাহত, মর্মাহত সমগ্র বাংলাদেশ।
এই ট্র্যাজেডিতে নিহত,আহত,ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। এই ট্র্যাজেডির লাশের মিছিলে আমরাও হয়ে গেছি জীবন্ত লাশ। আমরা এই ট্র্যাজেডিতে নিহতদের আত্মার শান্তি কামনা করছি। তাদের পরিবারের প্রতি জানাচ্ছি সমবেদনা। যারা আহত হয়ে চিকিৎসাধীন তাদের দ্রুত আরোগ্যতা কামনা করছি। যারা ক্ষতিগ্রস্থ তারা এই ক্ষতি থেকে যাতে শীঘ্রই বেরিয়ে আসতে পারে তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।
প্রসঙ্গত উল্লেখ করতে চাই, সরকার হেফাজতে ইসলাম বাংলাদেশ (আল্লাহর সন্তুষ্টির একমাত্র পথ ইসলামের হেফাজতকারী বাংলাদেশের নির্ভরযোগ্য সংগঠন) – এর ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের বিরুদ্ধে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে অবস্থান করতে গিয়ে এখন সরকার নিজেই সেই গার্মেন্টস শ্রমিকদের তোপের মুখে পড়েছে।
গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নেমে গেছে। সর্বত্র চলছে তাদের বিক্ষোভ, অবরোধ। 'রানা প্লাজা ট্র্যাজেডি'র ক্ষোভের আগুন ধাউ ধাউ করে জ্বলছে চারিদিকে। চলছে সরকারী নিরাপত্তারক্ষীদের সাথে তাদের সংঘর্ষ। এ সব সংঘর্ষে আহত হয়ে লুটিয়ে পড়ছে তারা রাজপথে। তবুও তাদের ক্ষোভের আগুন নির্বাপিত হচ্ছেনা। তারা চালাচ্ছে বিভিন্ন গার্মেন্টসে ভাংচুর। তাদের প্রতিবাদ জানাতে করছে তারা যানবাহনের উপর হামলা। রাজধানীর বৃহদাংশ গার্মেন্টস শ্রমিক এখন ঘীরে রেখেছে বিজিএমই ভবন সহ বিভিন্ন সাংগঠনিক দফতর। পুরা রাজধানী তথা সমগ্র দেশের গার্মেন্টস শ্রমিকরা হাজার হাজার গার্মেন্টস শ্রমিকদের হত্যার প্রতিশোধ নিতে হয়ে গেছে বেপরোয়া। যেন সমগ্র দেশ আজ জ্বলন্ত এক অগ্নিকুন্ড। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক হত্যা ও নির্যাতনকারী অপরাধী মালিক ও কর্তৃপক্ষের গ্রেফতার ও সর্বোচ্ছ শাস্তির দাবীতে সমগ্র রাজধানী সহ দেশের সর্বত্র চলছে প্রতিবাদের উত্থাল জোয়ার।
সরকার কয়েকদিন ধরে এসব শ্রমিকদের নিয়েই হেফাজতে ইসলাম বাংলাদেশ (আল্লাহর সন্তুষ্টির একমাত্র পথ ইসলামের হেফাজতকারী বাংলাদেশের নির্ভরযোগ্য সংগঠন) – এর ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের বিরুদ্ধে অবস্থানের মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিল। কিন্তু, মনে হয় সরকারের স্রষ্টাবিরোধী সেই মহাপরিকল্পনায় প্রতিবন্ধকতা করতেই সংঘটিত হয়েছে 'রানা প্লাজা ট্র্যাজেডি'।