মহান দেশপ্রেমিক শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমান
স্মরণ করি
মহান দেশপ্রেমিক শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে
===================================================================
হে মহান দেশপ্রেমিক ! দেশ মৃত্তিকার গর্ব !
মানব প্রেমিক আপনি জিয়াকে এই স্মরণ দিনে
আমাদের সশ্রদ্ধ সালাম আর মরণোত্তর সংগ্রামী অভিনন্দন ।
আপনাকে নিয়ে আজ আমরা গর্ব করি আপনার উত্তরসূরীরা ,
আপনার আদর্শের পথ ধরে চলমান আমরা
প্রতিনিয়ত স্মরণ করি আপনার মহান কীর্তিসমূহ ।
আপনার সৈনিক জীবনের চাতুর্যপনায়
এসেছিল সহসা আমাদের জাতীয় মুক্তি ;
অবনত মস্তক উন্নীত হয়েছিল তড়িৎ গতিতে
সমগ্র বাংলাদেশর আপামর জনতার ।
একাত্তরের সেই রাতে সুবহে সাদিকের যাত্রালগ্নে
দুমড়ানো মোছরানো কালুর ঘাটের ট্রানজিষ্টার থেকে
ভেসে আসা সেই আপনি জিয়ার কন্ঠধ্বনি -
আমি মেজর জিয়া বলছি , আমাদের দেশ আজ স্বাধীন হলো !
মুক্তির লড়াইয়ে আজ আমরা জয়ের মুকুট ছিনিয়ে এনেছি !
আমরা এখন মুক্ত , আমরা এখন স্বাধীন !
আমরা আজ স্বাধীন একটা জাতিতে পরিণত হলাম !
আমরা আজ হাতে পেলাম স্বাধীনতার লাল টুকটুকে সূর্য !
পরাধীণতার গ্লানী দূর করে স্বধীনতার সবুজ আবরন
গায়ে জড়িয়ে নিতে আজ আমরা সক্ষম হয়েছি !
পরাধীণতার শৃন্খল থেকে মুক্ত বিহঙ্গ
আজ আমরা সকল বাংলাদেশী !
আপনি জিয়ার সেই স্বাধীন কন্ঠধ্বণি ধ্বণিত হলো
সমগ্র দেশের আপামর জনতার কর্ণকুহরে !
মুহুর্তেই পাল্টে গেলো সমগ্র দেশের জনপদ জনগন !
বিজয়োল্লাসে মেতে উঠল দেশবাসী ।
আপনি জিয়ার সেই ঘোষনা
ম্লান হয়ে এলো যেন কিছুদিন পর ;
স্বাধীন দেশের স্বাধীন মানুষেরা অক্টোপাশে আটকে গেলো ।
স্বাধীন দেশের অবারিত রাজপথে দেখা দিল পরাধীণতার মিশ্রন ।
হতে লাগলো ব্যাংক লুঠ - চুরি - ডাকাতি - রাহাজানী ,
নির্যাতন - নিষ্পেষন আর অত্যাচারের খড়ক হাতে
স্বাধীন দেশের মসনদে যেন আসীন হলেন স্বৈরাচারের দোসর ।
রইলোনা তাই তাদের মসনদে থাকার ক্ষমতা ।
পাল্টে গেলো স্বাধীন দেশের রাজনৈতিক ক্যানভাস ।
পূণর্বার স্বাধীনতার ডাক দিলো সিপাহী - জনতা ,
বিপ্লবের মাধ্যমে সাতই নভেম্বর লাল দালানের জিঞ্জির ভেঙ্গে
ছিনিয়ে এনে বসালো সেই মসনদে আপনাকে ।
স্বাধীনতার উজ্জ্বল আলো বিকিরনের দীক্ষা নিয়ে
মসনদে আসীন হলেন আপনি
সেই স্বাধীনতার মহান ঘোষক - মেজর জিয়া !
স্বাধীন দেশের মসনদ আপনাক পেয়ে হলো ধন্য !
আপনার স্পর্শ পেয়ে আন্দোলিত হলো সমগ্র দেশ !
স্বাধীনতার উজ্জ্বল আলোর বিচ্ছুরণ ঘটতে থাকলো সমগ্র দেশ ব্যাপী ।
আপনার উনিশ দফা কর্মসূচীর আলোকে আলোকিত হতে থাকলো
দেশের সকল জনপদ - জনগন !
শহর বন্দর ছাড়িয়ে গ্রাম থেকে গ্রামান্তরে
গণমানুষের মুখে মুখে ধ্বণিত হতে লাগলো আপনার যশ - খ্যাতি ,
আপনার মহান কীর্তি গাঁথা গাইতে থাকলো
দেশের আবাল - বৃদ্ধ - বণিতা সহ সকল শ্রেনীর জনসাধারণ !
আপনার দেশ প্রেমের অতুলনীয় নিদর্শন প্রদর্শিত হতে থাকলো
সমগ্র দেশের আনাচে কানাচে , জনপদ জনসঙ্গমে ।
আপনার দেশ প্রেমের ছোঁয়ায় ফুটতে থাকলো দেশব্যাপী প্রেমের ফুল !
ফুটন্ত ফুলের বাগান রূপে বিকশিত হতে লাগলো পুরোটা দেশ ।
চারিদিকে ছড়িয়ে যেতে থাকলো ফুটন্ত ফুলের সুরভিত সৌরভ !
নিন্দুক আর হিংসুকদের নাসিকায় সেই সৌরভ সহ্য হলোনা ।
ভাড়াটে দিয়ে খতম করলো তারা আপনাকে ।
বন্ধ করলো প্রেমের ফুল ফোটানো ,
আপনার সাজানো বাগান ধ্বংস করলো ,
সুরভিত সৌরভ বন্ধ করে ঢেলে দিলো দূর্গন্ধযুক্ত বিষের বোতল !
চারিদিকে প্রকৃতি আজ বিষাক্ত দ্রবণে দাহ্য ।
পঁচে গলে নষ্ট হচ্ছে পরিবেশ ,
দুর্গন্ধে ছেয়ে গেছে সমস্ত লোকালয় ।
বড়ই প্রয়োজন আজ এ সময় - সুবাসিত সৌরভের আয়োজন ।
তাইতো , মনের আঙ্গিনায় দোল খায় সেই প্রেমের ফুল ;
এই সময়ে - আমাদের নাসিকায় এসে ধরা দেয়
আপনার ফুটানো ফুলের সেই সুবাসিত সৌরভ ।
আপনার অনুপস্থিতিতে স্মরণ করি আজ আপনাকে ,
হে মহান দেশপ্রেমিক !
হে ফুটন্ত ফুলবাগানের মহান রূপকার !
আমরা আবার পেতে চাই সুবাসিত সৌরভ
আপনার সেই সাজানো বাগান থেকে ;
স্বাধীনতার স্বাদ পেতে চাই আমরা পূনর্বার
স্বাধীনতার মহান ঘোষক - আপনি জিয়ার কাছ থেকেই ।
হে আমাদের পথ প্রদর্শক জিয়া !
আপনার আদর্শের রজ্জু ধরিয়া
আমরা আপনার উত্তরসূরী চলিতেছি সকলে মিলিয়া -
দেশ মাতৃকার উন্নয়নে বন্ধুর পথ সকল পশ্চাতে ফেলিয়া ।
করবোনা আপনার সম্মানের অপমান -
আপনার আদর্শের রোশনী যতদিন থাকবে
আমাদের মনে প্রবাহমান ।
আপনাকে স্মরণ করার এই দিনে
আমাদের জীবনে জেগে উঠুক নব উদ্দীপনা
আপনার উনিশ দফা কর্মসূচির বাস্তবায়ন যেন হয় -
আপনার এই উত্তরসূরীদের মাধ্যমেই ।
=========================================================