আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা
বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী
সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত
সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
বিষয় সূচী
APNAKE SHAGOTOM
সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা
অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি ।
conduit-banners
Powered by Conduit |
শুক্রবার, ১৭ জুন, ২০১১
বর্ণমালার রুবাঈ ( পর্ব - ৭ )
বর্ণমালার রুবাঈ ( পর্ব - ৬ )
আমার চিন্তা
মাসিক দীন দুনিয়া
জুলাই ২০০৪ ইংরেজী সংখ্যায় পূর্ব - প্রকাশিত )
------------------------------------
আমার চিন্তা সামগ্রিক ,
একক নয় -
তাই আমার চিন্তা সকলকে নিয়েই ,
শুধু আমাকেই নিয়ে নয় ।
আমার চিন্তা মিলনের ,
বিচ্ছেদের নয় -
তাই আমি সকলের সাথে মিলেমিশে থাকি ,
কারো থেকে বিচ্ছেদ বা পৃথক হওয়া নয় ।
আমার চিন্তা শান্তি কেন্দ্রীক ,
অশান্তিতে নয় ।
তাই আমি শান্তির জন্যেই কাজ করি ,
অশান্তিকর চিন্তার জন্য আমার এই মাথা নয় ।
আমার চিন্তা বন্ধুত্ব সৃষ্টিতে ,
বিবাদে নয় -
তাই আমি সকলের দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চেষ্ঠা করি ,
বিবাদে জড়িয়ে শান্তির বিরুদ্ধে যুদ্ধ করতে আমার জন্ম নয় ।
পরের স্বার্থ রক্ষায়ও আমার চিন্তা ,
কেবল নিজ স্বার্থেই নয় -
তাই আমি পরের স্বার্থ রক্ষায়ও দৃষ্টি দিই ,
শুধু নিজ স্বার্থ রক্ষায়ই আমার কাম্য নয় ।
আমার চিন্তা বুভুক্ষ নিরন্ন মানুষদের জন্য ,
ধনীদের জন্য নয় -
তাই আমার সকল চেষ্ঠা - বুভুক্ষ নিরন্ন মানুষদের প্রয়োজনে ,
ধনীদের জন্য আমার কোনই মাথাব্যথা নয় ।
আমার চিন্তা আত্মীয়তার বন্ধন রক্ষায় ,
ছিন্নতায় নয় -
তাই আমি আত্মীয়তার বন্ধন রক্ষার্থে সচেষ্ঠ থাকি ,
আত্মীয়দের সাথে সম্পর্কহীনতা আমার কাম্য নয় ।
আমার চিন্তা কলহমুক্ত পরিবার গঠনে ,
কলহের সুত্রপাতে নয় -
তাই কলহমুক্ত পরিবার গঠনে আমি ভূমিকা রাখি ,
পারিবারিক কলহের পরিস্থিতি কখনো আমার পছন্দ নয় ।
আমার নমনীয়তার চিন্তা আমার সরলতাতে ,
ভীরুতায় নয় -
তাই আমি শান্তির লক্ষ্যে সরলভাবে নমনীয়তাকে বরণ করি ,
কারো সাথে নমনীয় হওয়া মানে আমার ভীরুতা নয় ।
আমার চিন্তা বয়স্কদের সম্মান দানে ,
তাঁদের উপর ভয়ে নয় -
তাই আমি সম্মান রক্ষায় তাঁদের সিদ্ধান্ত নমনীয় ভাবে মেনে নিই ,
ভয়ের কারনে বয়স্কদের সাথে আমার নমনীয়তা নয় ।
আমর চিন্তা উন্নয়নের ,
অবনতির নয় -
তাই আমি উন্নয়নের কর্ম করি ,
উন্নয়নের পথে প্রতিবন্ধকতা আমার কর্ম নয় ।
আমার চিন্তা ভালো হবার উপর ,
খারাপে নয় -
তাই আমি ভালো হতে ভালো কর্ম করার চেষ্ঠা করি ,
আমার গমনাগমন কোন খারাপ পথে নয় ।
আমার চিন্তা অপচয় নিয়ন্ত্রণে ,
জন্মনিয়ন্ত্রণে নয় -
তাই আমি অপচয় করা থেকে বিরত থাকি ,
জন্মনিয়ন্ত্রণ করে মানুষ হত্যা করা আমার লক্ষ্য নয় ।
আমার চিন্তা সুশৃন্খল জীবন গঠনে ,
বিশৃন্খলতা আমার সাধনা নয় -
তাই আমি সুশৃন্খল জীবন গঠনে উদ্যোগী হই ,
বিশৃন্খলা সৃষ্ঠি করে সমাজে অশান্তি আনায়ন আমার উদ্দেশ্য নয় ।
আমার চিন্তা সৃষ্টিকর্তা তথা আল্লাহ ও তাঁর রাসুল (সঃ) এর পথ অবলম্বনে ,
তাঁদের নির্দেশ অমান্যে নয় -
তাই আমি আল্লাহ - রাসূলের (সঃ) পথ অনুসরণে নিজকে সাজাতে চেষ্ঠা করি ,
আমার সময় ব্যয় তাঁদের নির্দেশীত পথ অমান্যে নয় ।
( ঈষৎ সংশোধিত )
========================================
খন্ড কাব্য ( পর্ব - ১৬ )
খন্ড কাব্য ( পর্ব - ১৫ )
কি করবে এখন ?
লুকিয়ে থেকে লাভ কি বলো
সবাই জেনে গেছে যখন ?
অভিনয় করে ভালো থাকিবার ,
শত চেষ্ঠা করেও থাকেনা ভালো
তাই দেখায় শুধু ভালো সাজিবার ।
খন্ড কাব্য ( পর্ব - ১৪ )
খন্ড কাব্য ( পর্ব - ১৩ )
বলতে চাই যে আজ ,
মনের মাঝে আজ পড়েছি
ভালোবাসার সাজ ।
আমার ছবিগুলো
MOHAMMED ZAKARIA SHAHNAGARI - 010