ভুলতে পারিনি তোমায়
-------------------------
আমার হৃদয়োদ্যানে
উজ্জ্বলতর হয়ে ফুটে আছ
তুমি ।
আশা সব পূর্ণ হবে
যদি তোমায় আমার করে পাই ,
সবকিছুকেই ভুলতে পেরেছি ;
তবুও ,
ভুলতে পারিনি তোমায় !
উতলা মন ছুটে যেতে চায়
কেবলি - তুমিআছো যেথায় ।
======================================================
নতুন পরিচয়ে আমার অর্ধাঙ্গিনী
-------------------------------
আমার অর্ধাঙ্গিনী হয়ে সে
যেদিন কাবিন নামায় স্বাক্ষর করলো ,
তার পূর্বে ছিলো সে
নিতান্তই এক দূরন্ত বালিকা ;
নাম ছিল তার
“ মিস মমতাজ সুলতানা শিল্পী ’’।
উনিশ শ’ তিরান্নবই সাল
জুন মাসের তেইশ তারিখ ,
কাবিন নামায় স্বাক্ষর দানের মাধ্যমে
নতুন পরিচয়ে সে
যাত্রা করলো জীবনতরী নিয়ে ;
যাত্রা শুরুতে তার নাম ছিল
“ মিসেস মমতাজ সুলতানা শিল্পী ’’ ।
সেই দূরন্ত বালিকা
পরিণত হলো একজন রমণীতে ,
অথবা তখন সে
নারীতে হলো রূপান্তরিত ।
যৌবনের ঊষাকাল তখন তার ,
চঞ্চলা যুবতীর মতো
যৌবন সুধা আহরন করার মানসে
মানস সরোবর ভেবে
আমার জীবন সাগরে অবগাহন করলো ,
হয়ে গেলো আমার অর্ধাঙ্গিনী !
অতিক্রান্ত হলো যৌবনের সাতটি বসন্ত
আমার জীবন সাগরে অবগাহনর মাধ্যমে ।
মায় - মমতা - প্রেম - প্রীতি
আশা - কামনা - ভালোবাসা
আদর - সোহাগ - মান - অভিমান
ইত্যাদিতে কেটে গেলো যৌবনের সাতটি সিঁড়ি ।
প্রেমের মাঝে সাময়িক বিচ্ছেদ
প্রেমকে করে মধুময় ,
আর ভালোবাসার মাঝে এনে দেয়
সুদৃঢ় ভিত্তি ।
তাইতো , হঠাৎ সাময়িক বিচ্ছদের সুর বেজে উঠলো ,
ছিটকে পড়লাম দু’জন দু’দিকে ;
যেমন ছিটকে পড়েছিলেন
বাবা আদম ( আঃ ) এবং মা হাওয়া ( আঃ )
চির শান্তির আবাস থেকে ।
দূর-দূরান্তে দু’দিক পালে
আমরা দু’জনার বসতি আজ ,
বিচ্ছেদের অনলদাহে দগ্ধমান আমরা
অহর্নিশ প্রেমের বানে ডুবে মরছি ,
ভালোবাসার টানে সাঁতার কাটছি
বিচ্ছেদের তাপদগ্ধ জীবন নদীতে ,
প্রেমের স্বীকারোক্তি দিচ্ছি দু’জন দু’জনকে
চিঠিতে - ক্যাসেটের ফিতায় - টেলিফোন আর মুঠোফোনে ,
ভালোবাসার অনুরাগে পাগল করছি দু’জন দু’জনকে
শব্দচয়নে - কবিতা লিখে - হৃদয়ের কথা দিয়ে ।
সত্যিই এমন করে ভালোবাসতে পারিনি দু’জন দু’জনকে
যতদিন কাছে ছিলাম একে অপরের ,
যতদিন ছিলাম একে অপরের সহিত নিবীড়ভাবে আবদ্ধ ।
তাই , বিচ্ছেদর বিয়োগ ব্যথায় জর্জরিত
আমি একদিন বললাম তাকে -
“ প্রিয়া ! আর পারছিনা সইতে বিচ্ছেদের তাপদাহ্ ’’।
যেদিন প্রিয়া সম্বোধনে চিঠি লিখলাম
সেদিন থেকেই তার আবার নতুন পরিচয় - “ প্রিয়া ’’ ।
আমার অর্ধাঙ্গিনী এখন আমার “ প্রিয়া ’’ ;
যাকে নিয়ে রচনা করছি অহর্নিশ শব্দের মালা ।
আমার প্রেমের পরিচিতি - “ প্রিয়া ’’;
যা একান্তই আমার প্রেমের ভুবনে সৌরভ ছড়াবে ।
বাহিরের কোন আঙ্গিনায় “ প্রিয়া ’’ প্রকাশ পাবেনা ,
বহিঃরাঙ্গনে তার পরিচয় হবে ভিন্ন ।
যেদিন আমি থাকবোনা ,
কখনো ফিরে আসবোনা ,
আর তখন যদি সে চায় -
বহিঃরাঙ্গনে পরিচিতি লাভ করবে সে
আমার অর্ধাঙ্গিনী হয়েই ;
ঠিক তখনই হবে তার আর এক নতুন পরিচয় ,
যার নির্ধারণ করার একমাত্র অধিকার তারই ... ।
===================================================================
রঙ্গীন হোক তোমার জীবন
----------------------------
আনন্দময় ছন্দের তানে সুরের ঝংকার উদ্ভাসিত হোক
তোমার জীবনে ,
সুখের পায়রা উড়ে এসে দোলা দিক
তোমার মননে ।
শান্তির শীতল সমীরণ এসে জুড়িয়ে দিক
তোমার দেহ ,
হাসি-খুশি আর উচ্ছলতায় ভরে উঠুক
তমার জীবন যাত্রার রাঙ্গাপথ ।
=========================================================================