" i love you " !
তখন ছেলেটি বললো - কি বললে , বুঝিনাই?
মেয়েটি এবার বাংলায় বললো - " আমি তোমায় ভালবাসি " !
ছেলেটি বললো - বুঝিয়ে বল, এখনও বুঝিনাই ?
মেয়েটি তখন বললো - " তুমি কি কানে কম শুন ? "
ছেলেটি বললো - " এইযে এতক্ষণ কথা বলে আসলাম তোমার কি মনে হয়েছে, আমি কানে কম শুনি ? "
- না, তাতো মনে হয়নি !
- তবে এখন মনে হবার কারণ ?
- সেটা তো আমিও বুঝছিনা, একটা কথা দুইবার দুইভাবে বললাম , তুমি বলছ বুঝনি।
- না বুঝলে বুঝে নাও , কেন আমি বুঝছিনা ?
- তবে কি তুমি ইচ্ছা করেই কথাটা বুঝতে পারছনা ?
- যদি বলি তাই ?
- তবে কেন ?
- তোমাদের ভালোবাসার প্রতি আমার প্রচন্ড ঘৃণা।
- কেন ?
- কেন এর উত্তর দিতে চাইনা।
- কেন ?
- এই উত্তরটা তোমার বুঝে আসবেনা।
- তুমি বল , দেখি বুঝে আসে কিনা ?
- তোমার খারাপ লাগবে।
- খারাপ লাগলে আমার লাগবে , তোমার ক্ষতি কি ?
- আমি চাইনা , তোমকে যা তা শুনাতে।
- যা তা মানে ?
- আমার মুখ ছুটলে তোমাকেও গালি দিতে হবে ।
- আমাকে গালি দিতে হবে কেন ?
- কারন , উত্তরটাই সেইরকম।
- তবে কি বলছ কাউকে ভালবাসা অন্যায় ?
- ভালবাসা অন্যায় নয়, ভালবাসার নামে ছলনা করা অন্যায় ।
- তুমি কি আমাকে ছলনাকারী ভাবছ।
- মনে কর তাই।
- তবে কি তোমার বিয়ে করার ইচ্ছে নেই ?
- সেটা কেন বলছ ?
- যখন কোন মেয়ের প্রতিই তোমার বিশ্বাস নেই , তবে বিয়ে করবে কিভাবে ?
- বিয়ে তো করেই ফেলেছি ।
- কি ?
- কি মানে ? তোমার বিশ্বাস হয়না ?
- না ।
- না হলে কি করা, বিয়ে তো আমি করেছি সেটাই সত্য।
- আমাকে নাচাচ্ছ।
- তোমাকে নাচিয়ে আমার কি লাভ ?
- সত্যিই কি বিয়ে করেছ ?
- তুমি যদি মিথ্যা মনে কর , তাতে আমার কিছু করার নেই।
- বয়স কত তোমার ?
- প্রকৃত বয়স ৪৩ বৎসর।
- মিথ্যা বলছ। তোমার ছবিতে তা বুঝায়না ।
- আমার ছবিতে কি বুঝায় ?
- তোমার বয়স ৩০শে উপরে নয় ।
- তাই ! তবে তো তোমাকে বিয়ে করতে পারি।
- সেইজন্যই তো বললাম - তোমায় ভালবাসি।
- থাক আমাকে ভালবেসে তোমার জীবন নষ্ট করতে হবেনা। আমি তিন সন্তানের জনক।
- আর নাচিওনা তো !
- তোমার যদি নাচতে ইচ্ছে হয় নাচো । কিন্তু মনে রেখো - আমি আমার সত্যটাই বলেছি।
- আমি বিশ্বাস করিনা।
- ঠিক আছে , আজ তুমি আমার প্রোফাইল ও বিস্তারিত দেখে তারপর সিদ্ধান্ত নিও , বিশেষ করে আমার ছবির এ্যালবামগুলো দেখতে ভুলবেনা।
- ওকে , ভাল থেকো।
- তুমিও ভাল থেকো। পারলে মাথা থেকে ভালবাসার ভুতটা তাড়িয়ে দিও।
- খোদা হাফেজ ।
- খোদা হাফেজ।
-------------