অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস
- মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
******************
ঘুমন্ত মানুষেরা নিত্যদিন অনেক কিছুই স্বপ্ন দেখে। এমনকি কেউ কেউ তার পুরাটা নিদ্রাসময় কাটিয়ে দেয় এক একটা স্বপ্নের মাধ্যমে। এতে কেউ সুখ-স্বপ্ন দেখে আবার কেউ দেখে দুঃস্বপ্ন, কেউ আনন্দময় স্বপ্ন দেখে আবার কেউ দেখে বিষাদময় স্বপ্ন, কেউ নীল স্বপ্ন দেখে আবার কেউ দেখে কালো ভয়াল স্বপ্ন, কেউ ভবিষ্যত সুন্দর জীবনের স্বপ্ন দেখে আবার কেউ দেখে অতীত জীবনের দুঃসহ যন্ত্রণাময় সব স্বপ্ন, কেউ সফলতার স্বপ্ন দেখে আবার কেউ দেখে বিফলতার স্বপ্ন, কেউ আকাশ রাজ্যের রাজা হবার স্বপ্ন দেখে আবার কেউ দেখে পাতালপুরের রাজাধিরাজ হবার স্বপ্ন – এভাবেই বিভিন্ন ধরণের স্বপ্নের মধ্য দিয়েই ঘুমন্ত মানুষেরা নিত্যদিনের নিদ্রাসময় অতিবাহিত করে।
আমিও স্বপ্ন দেখি। ঘুমিয়ে গেলেই আমার নিদ্রাজগত রূপান্তরিত হয়ে যায় স্বপ্নজগতে। যে জগত ঘীরে রাখে আমায় বিভিন্ন স্বপ্নের সমারোহে। পৃথিবীতে জন্ম নেয়ার পর থেকে এ পর্যন্ত যতগুলো নিদ্রাসময় পেরিয়ে এসেছি তার বেশিরভাগই গেছে স্বপ্নের সাথে নিদ্রাবাস করে। যদি সেসব স্বপ্নের বয়ান লিখে রাখা হতো হয়তো এতদিনে গীনেজবুকে আমার নাম উঠে যেতো। কিন্তু কোন স্বপ্নই লিখে রাখিনি। লেখার অভ্যাস থাকলেও প্রতিদিনের দিনলিপি লিপিবদ্ধ করে রাখা কখনো সম্ভব হয়ে উঠেনি।
অনেকবার চেষ্ঠা করেছি আমার জীবনের দৈনন্দিন ঘটনাগুলো নিয়ে ডাইরী লিখে যাবো। কিন্তু দু’একদিন লিখেই আবার তা বন্ধ করে দিতে হয়েছে। আলস্যতা বলেন আর বিরক্তিতাই বলেন এক অজানা প্রতিবন্ধকতায় যেন আমার ডাইরী লেখা প্রতিবারই বন্ধ হয়ে যেতো। তাই এ পর্যন্ত আর আমার ডাইরী লেখা হয়ে উঠেনি।
কিন্তু উচিত ছিল দৈনিক লিখতে না পারলেও অন্ততঃ দু’একদিন পর পর হলেও যদি জীবনের ঘটনাগুলো লিপিবদ্ধ করা হতো হয়তো বেশ কিছু লেখা এতোদিনে ডাইরী হিসেবে জমা হয়ে যেতো। এমন হয়ে যেতো কয়েকটা বই ও। বেশী না যদি দু’তিন দিন পর পর এক পৃষ্ঠায় একটা করে স্বপ্নের বিবরণ লেখা হতো তবে এতোদিনে পাঁচশো’ এর অধিক স্বপ্নের বই প্রকাশ হয়ে যেতো।
যাক এখন আর সে চিন্তা করে লাভ নেই। কারণ, প্রবাদ আছে – “যা পঁচে গেছে,যা মরে গেছে তাকে সিল্কের কাপড় দিয়ে জড়িয়ে রেখে লাভ নেই”। অতীত ভেবে দুঃখ না করে ভবিষ্যত ভেবে সম্মুখে অগ্রসর হওয়াই হবে বুদ্ধিমানের কাজ। তাই, ভাবছি এখন থেকে নিত্যদিনকার দেখা স্বপ্নগুলো অবহেলায় ধ্বংস না করে লিপিবদ্ধ করনের মাধ্যমে চিরজীবন্ত করে রাখার চেষ্ঠাই হবে কল্যানকর। সেইসব স্বপ্ন যেমনই হোকনা কেন। স্বপ্ন তো স্বপ্নই। স্বপ্ন নিয়েইতো প্রতিটা মানুষের বেঁচে থাকা। আমিও না হয় বেঁচে থাকবো স্বপ্ন নিয়ে।