সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০৪
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
---------------------------------
আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ ।
সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ ।
আজ শনিবার , ১২ই অগ্রহায়ণ ১৪১৮ বঙ্গাব্দ , ১লা মহররম ১৪৩৩ হিজরী , ২৬ নভেম্বর ২০১১ ঈসায়ী ।
সৌদি আরব সময় ০৭ : ৪৫ সকাল ।
প্রবাসী বাংলাদেশ , আল মদিনা , সৌদি আরব থেকে
সকলকে হিজরী ( আরবী ) নববর্ষ ও প্রভাতী শুভেচ্ছা ।
-------------------------------------------------------------------------
আজ হিজরী ( আরবী ) নববর্ষের প্রথম দিন পহেলা মুহররম ১৪৩৩ হিজরী । সেইসাথে সৌদি আরবের সপ্তাহের প্রথম দিন । সৌদি আরবে সপ্তাহ গণনা হয় শনিবার থেকে । নতুন বৎসরের নতুন দিনে সকলকে জানাই একরাশ ভালোবাসা এবং একগুচ্ছ ফুলেল শুভেচ্ছা ।
খ্রীষ্টিয় নববর্ষ আমরা মুসলীমরা যেভাবে আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করি , সেভাবে হিজরী সন তথা মুসলমানদের দিন গণনার বৎসরকে মুসলীমরা পালন করিনা ! হয়তো কারো জানাও নেই হিজরী সন সম্পর্কে । যদি আমাদের মুসলীমদের তা জানা থাকতো তবে আজকের মুসলমানদের এই নববর্ষের দিনে নববর্ষ পালন করে বিশ্বকে তাক লাগিয়ে দিতাম আমরা মুসলমানরা ।
অল্প ক’দিন পর আসছে ইংরেজী খ্রীষ্টীয় নববর্ষ । যা পালনের জন্য এখন থেকেই মুসলীমরা উঠে পড়ে লেগেছেন ! থার্টি ফাস্ট নাইট উদযাপনে মুসলীম তরুণ তরুণীরা এখন থেকেই তাদের সঙ্গীদের কন্টাক্ট করছেন কোন ক্লাবে গিয়ে তারা উলঙ্গ হয়ে উম্মত্ব নৃত্যের মধ্য দিয়ে খ্রীষ্টানদের সঙ্গ দিবেন ! বাজারে শুরু হয়েছে খীষ্টীয় নববর্ষ উদযাপনে শুভেচ্ছা কার্ডের রমরমা ব্যবসা । মুসলীম প্রধান দেশ বাংলাদেশের সর্বত্র চলবে থার্টি ফাস্ট নাইটে খ্রীষ্টীয় নববর্ষ উদযাপনের নামে মুসলীম নারী পুরুষদের উলঙ্গ নৃত্য সহ বিবিধ অসামাজিক কর্মকান্ড ।
আফসোস লাগে আমরা মুসলীম জাতী নিজেদের জাত পরিচয় - সংস্কৃতি - সভ্যতা ভুলে গিয়ে বিজাতীয় সংস্কৃতি - সভ্যতাকে আঁকড়ে ধরে তাদের পরিচয়ে পরিচিতি পেতে চাই । আমাদের জন্ম পরিচয় ভুলে গিয়ে ভিন্ন পরিচয়ে তুলে ধরতে আনন্দবোধ করি ! অথচ আমরা মুসলীম এই বলে গৌরান্বিত হতেও ছাড়িনা । আমাদের কর্ম সকল খ্রীষ্টীয় আর নাম সকল মুসলীম - নাম সর্বস্ব মুসলীম আমরা আমাদের জীবন অলঙ্কৃত করে নিয়েছি খ্রীষ্টিয় সব অলঙ্কারে !
কথা হচ্ছিল - আমরা মুসলীম হয়ে মুসলীমদের নববর্ষ পালন করিনা , পালন করি খ্রীষ্টীয় নববর্ষ । আজকের মুসলমানদের এই নববর্ষের দিনে ফেইসবুকে কারো কোন শুভেচ্ছা বাণী পাইনা , অথচ সমাগত খ্রীষ্টীয় নববর্ষে শুভেচ্ছা বাণীতে ভরে যাবে ফেইসবুকের প্রতিটি পাতা । আর তা ভরাবে মুসলীমরাই ! কারণ , ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে সংখ্যার দিক থেকে মুসলীমরাই বেশী । এই হলো মুসলীমদের বিবেকের প্রদর্শনী !
যা হোক , আরব বিশ্বে যে সকল মুসলীম প্রবাসী রয়েছেন , এই নববর্ষের নতুন দিন তাদের জীবনে নিয়ে আসুক সুন্দর জীবনের প্রতিশ্রুতি । তাদের সকলের জীবন পরিচালিত হোক নতুন বৎসরের নতুন আরাধনায় । তাদের জীবন প্রস্ফুটিত হোক নতুন রূপে । তাদের জীবন আলোকিত হোক নতুন বৎসরের নতুন আলোয় । আর অন্যান্য ধর্মাবলম্বী যাঁরা প্রবাস জীবন অতিবাহিত করছেন তাদেরকে জানাচ্ছি হিজরী নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা ।
প্রবাসী বাংলাদেশ , মদিনা , সৌদি আরব থেকে বিশেষ ফেইসবুক কলাম আজ এ পর্যন্তই - আপনাদের সকলের জীবন সুন্দর ও স্বচ্ছল হোক - এ কামনায় সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ ।
MOHAMMED ZAKARIA SHAHNAGARI
=======================================