-: কৃতজ্ঞতা প্রকাশ :-
আমার এই সৃষ্টিশীল কর্মের পিছনে যাঁদের বিশেষ অবদান ,যাঁদের প্রেরণা ও উৎসাহ এই লিখনীজগতেপদার্পন করতে আমাকে আমাকে সাহস যুগিয়েছিল , আমি তাঁদের নাম এখানে আমার এই ব্লগমঞ্চে কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি ।
যাঁদের প্রেরণায় ও উৎসাহে আমার কলম সম্মুখে অগ্রসর হয়েছে , যাঁদের কাছ থেকে বারবার তাগিদ পাবার ভিত্তিতে লেখনী জগতে প্রবেশের সিদ্ধান্ত নিতে পেরেছি, তাঁদের মধ্যে ভাগিনা মাস্টার জসিমউদ্দিন মনসুর( শাহনগর , ফটিকছড়ি,চট্টগ্রাম) , জনাব রানা সন্ধীপ তন্ময় ( উপন্যাসিক-রাহেলা প্রকাশনী , চট্টগ্রাম ) , প্রবাসীবন্ধু -জনাব ইন্জিনিয়ার নুরুল আমীন (আলমদিনা প্রবাসী জরূপ সমবায় সমিতির প্রতিষ্ঠাতা , রামগতি,লক্ষ্মীপুর ),এমরান হোসেন রিয়াদ ( ফেনী ) এবং হাবিবুর রহমান ( ময়মনসিংহ ) ।
আরও যাঁদের স্মরণ না করে পারছিনা - Facebook , Netlog , Yahoo , Google , Msn , Shtyle.fm , Mocospace , Mygamma , Zorpia , Orkut , Myspace সহ অন্যান্য আমার সকল Network এর সেইসব প্রাণপ্রিয় বন্ধুদের যাঁরা সর্বদা আমাকে লেখার জন্য উৎসাহ যুগিয়েছেন , আমার লেখাগুলোতে মন্তব্য লিখে এ পর্যন্ত প্রেরণা দিয়ে যাচ্ছেন তাঁদের সকলকেই ।
বিশেষ করে - Pinky Moon Moon , Islamrobibd.Bd , Ajoy Kumar Chokroboti , Nancy Aida Hidalgi , Md Anisul Hque , Ranjit Dey , Samia Tazrin এবং Imran Hossain Tulon . এদের নাম উল্লেখ না করলেই নয় ।
এ মুহর্তে বিশেষ ভাবে স্মরণ করছি প্রবাসের বিশিষ্ঠ বন্ধু - যে আমাকে প্রবাসের কবি হিসাবে সৌদি আরবের সর্বত্র পরিচিতি দিয়েছে , সেই সহজ - সরল অকৃত্রিম বন্ধুত্বের প্রতীক আমার দুঃসময়ের একান্ত সাথী - বন্ধু আনোয়ার হোসেন আনোয়ার ( লোহাগড়া , চট্টগ্রাম ) কে ।
বিশেষ কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সেই মহান প্রবাসী বন্ধুকে , যাঁর উপস্থিতি আমার প্রবাস জীবনে না হলে আমার এ লেখাসমুহের এ পর্যন্ত আসা হতোনা । যিনিআমার অগ্রযাত্রায় হয়েছেন সহচর , সম্মুখে এগিয়ে যাবার লক্ষ্যে যিনি আমাকে বিশেষ দুষ্প্রাপ্য শক্তি যুগিয়েছেন সেই মানব কল্যানকামী বিশেষ ব্যক্তিত্ব জনাব আবুল বাশার ( রামগতি , লক্ষ্মীপুর ) , যাঁর কছে হয়ে গেলাম আমি বিশেষভাবে ঋনী ।
আমার এই ব্লগ সাইট খোলার লগ্নে আরও যেই চারজনকে স্মরণ না করলে আমার ব্লগ সাইট খোলার কীর্তি অসম্পূর্ণ রয়ে যাবে , সেই তিনজনের মধ্যে প্রথম দু’জন হলেন - যাঁরাআমাকে দেখিয়েছেন এই রঙীন ভুবনের মোহনীয় রূপ , যাঁদের মাধ্যমে দেখছি এই পৃথিবীর আলো , যাঁরা না হলে হতোনা আমার জন্ম , হতোনা কভু রচিত এইসব লেখা । সেই দু’জন বিশেষ ব্যক্তিত্ব হলেন আমার মরহুম জন্মদাতা পিতা এবং আমার মরহুম গর্ভধারিনী মমতাময়ী মা (মহান আল্লাহ রাহমানুর রাহীম তাঁদের দু’জনকে বেহেস্ত নসীব করুন - আমীন ) - যাঁদের কাছে ঋণী থাকবো অনন্তকাল অবধি ।
আর চারজনের মধ্যে অন্য দু’জন হলেন - যাঁদের মধ্যস্থতায় পেয়েছি আমার এই কর্মের উপলক্ষ ,বিষয়বস্তু । যাঁরা মধ্যস্থতা না করলে হয়তো আমার করে পেতামনা আমার জীবনসঙ্গীনীকে , খোলা হতোনা আমার এই ব্লগ সাইট । তাঁরা দু’জন হলেন -আমার মা রূপী বড়বোন মুহতারামা ছখিনা বেগম এবং তাঁর স্বামী জনাব আবদুল মাবুদ সওদাগর ( হিলভিউ , চট্টগ্রাম ) , তাঁদের দুজনের কাছেও আমি চিরঋণী ।
আরও যাঁদেরকে স্মরণ করতে বাধ্য সেইসব মহান ব্যক্তিত্বদের -যারা ছিলেন আমার মহান শক্ষক । যাঁদের কাছে শিখেছি অক্ষরজ্ঞান , যাঁদের মাধ্যমে পেয়েছি জ্ঞান-প্রদীপের আলো , আমার এই ব্লগ লেখা শুরুলগ্নে সেইসব মহান জ্ঞানগুরু শিক্ষকদের প্রতি রইলো শ্রদ্ধাঞ্জলী ।
- লেখক
==========