তুমি তো সেই
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
তুমি তো সেই নও !
যারে আমি
অর্ধেক কাঁচ আর অর্ধেক কাঠ দিয়ে বানানো
সো-কেইসে যত্ন করে সাজিয়ে রাখা
ক্যাসেটের মতোন
সাজিয়ে রেখে এসেছি ।
তুমি তো সেই নও !
যারে আমি
পরশ পাথরে ঘষা আর আগুনের ছাঁচ দিয়ে জোড়ানো
ইতিহাসের সাক্ষী
প্রেমের দেবীর মতোন
প্রেমের ভূবনে রেখে এসেছি ।
তুমি তো সেই নও !
যারে আমি
নীল আকাশের মতো নির্মল আর স্বচ্ছ কাঁচের মতো নির্দাঘ
নিষ্পাপ মন নিয়ে পথ চলা
সেই নারীর মতোন
এক শান্ত নারীকে দেখে এসেছি ।
তুমি তো সেই নও !
যারে আমি
নিখাদ আশ্বাস আর সুদৃঢ় বিশ্বাসর মতো পূজিধারী
আশ্বাস আর বিশ্বাসে ভরপুর
সেই নারীর মতোন
এক আশ্বাস ও বিশ্বাসী নারীকে রেখে এসেছি ।
আজ মনে হয় -
তুমি তো সেই !
যারে আমি
ভেঙ্গে যাওয়া অর্ধেক কাঁচ
আর অর্ধেক কালো ফিতায় মোড়ানো
মূর্তির মতোন সাজিয়ে রাখা
কোন এক শিল্পীর কারুকাজ দেখছি !
আজ মনে হয় -
তুমি তো সেই !
যারে আমি
পরশ পাথরে ঘষে যাওয়া
আর আগুনের ছাঁচে পুড়ে যাওয়া
ভেজাল বেসনের কালো পিঠার মতোন কয়লা হওয়া
কোন এক হৃদয়হীন নারীকেই দেখছি !
আজ মনে হয় -
তুমি তো সেই !
যারে আমি
নীল আকাশে উড়ে চলা কোকিলের মতোন
আর স্বচ্ছ কাঁচের উপরে পড়া এক ফোটা রঙের মতোন
নজরে পড়া
এক নায়িকাকেই দেখছি !
আজ মনে হয় -
তুমি তো সেই !
যারে আমি
নিস্ফল আশ্বাস
আর কচুপাতার উপর টলমান জলবিন্দুর মতো অবিশ্বাসী
কোন মানবীর মতোন রূপধরা
কোন এক বহুরূপা নারীকেই দেখছি !
আজ মনে হয় -
নও তুমি নও , আমার সেই !
যে আমায় সামনে নিয়ে
দেয়ালে গাঁথা স্বচ্ছ কাঁচে মুখ দেখে দেখে -
আমায় দেখাতে কেবল নিজেকে সাজিয়ে যেতো ।
আজ মনে হয় -
তুমি তো সেই , আমার দেখা সেই নারী !
যে ভিডিও ক্যামেরা সামনে নিয়ে
ড্রেসিং টেবিলের স্বচ্ছ কাঁচে রূপ দেখে দেখে -
অন্যদের দেখাতে কেবল সাজ নিয়ে বেরিয়ে যেতো ।
===================================