প্রেমাভিষারের কথন
----------------
প্রিয়া !
মরুভুমির উষ্ণ হাওয়ার তালে তালে দোল খেয়ে সারাদিনের কর্মে অবগাহন করা শরীর নিয়ে যখন নিদ্রাদেবীর সাথে সংগম প্রত্যাশী ঠিক তখনি তোমার মনকাড়া মুখটি ঝলসে উঠলো অক্ষি যুগলের মার্বেলে। এমতাবস্থায় কি আর করা ? নিদ্রাদেবীর সাথে সংগমের বিরতি দিয় বসে গেলাম লিখতে আমার প্রেমাভিষারের কথন। শুরুতেই জানাচ্ছি লাল গোলাপের সুরভী মাখা করাশ প্রীতি ও শুভেচ্ছা। আশা করি ভালো আছ। কামনা ও হোক তাই।
কে তুমি ওগো ! মোরে রূপের মায়ায় জড়ালে?
কে তুমি ওগো ! মন মোর কেড়ে নিলে আড়ালে?
কে তুমি ওগো ! সারাটা দিন মোর কেড়ে নিলে?
কে তুমি ওগো ! সারাটা রাত মোরে সঙ্গ দিলে?
কে তুমি ওগো ! মোর প্রতিটি মুহূর্তের সঙ্গী হলে?
কে তুমি ওগো ! মোরে কথা দিলে ভালোবাসবে বলে?
হ্যাঁ , প্রিয়া !
আমার একটি কবিতার উপরোক্ত ক’টি পংক্তি দিয়েই শুরু করছি তোমার সাথে দূর থেকে প্রেমাভিষার । আচ্ছা বলো তো -
ওগো মোর নীল নয়না !
তুমি কি করো মোর সাথে ছলনা?
বলনা - তুমি আমার হবে?
না , কিছু পর তুমি বলবে -
তোমার সাথে আর আমার হলোনা !
ওগো মোর হরিণী নয়ন !
তুমি কেন কর মোরে জ্বালাতন?
বলনা - আসলে কি তুমি আমার হবে?
না , দাও মোরে -
মিছে আশা শুধু বারবার !
ওগো মোর প্রাণহরিণী !
তুমি তো করেছো আমায় ঋণী!
কিভাবে তুমি মোর প্রাণ হরিলে?
এই মন কেন কেড়ে নিলে?
আসলে কি দিয়েছো তুমি মনটা আমায়?
না , তোমার রূপসাগরে ঝাঁপ দিতে মোরে দিয়েছ থামায়?
ওগো মোর মনবিহারী !
তুমি এ কেমন করেছ মোরে শিকারী?
তোমারই পাছে পাছে ঘুরছি আমি,
তোমারই শিকারে আছি আমি দিবস-যামী।
কেন যে তুমি দাওনা ধরা?
এ বুকে লেগেছে আজ বিশেষ খরা !
পিপাসা লেগেছে দারুন আমার মনে,
জানিনা হায় মিলবো কখন তোমার সনে।
আজকে এলাম আমি এ চিঠি হাতে নিয়ে ,
এসো মোরা মিলি দু’জনে , বললাম চিঠি হাতে দিয়ে।
আসবে কি প্রিয়া ওগো ! আমার সাথে?
রাখবে কি হাত দু’টো আমার হাতে?
বলবে কি কানে কানে ভালোবাসি?
তবে তোমায় দেব প্রেম রাশি রাশি।
বলব কথা মোরা বসে বসে,
দিব ভালোবাসা তোমার মনেতে বসে।
বসে প্রেমের আলাপ করব মোরা রসে রসে,
মিষ্টি আদর দিব আমি প্রেমের যশে।
আসবে কি প্রিয়া তুমি?
দিবে কি তব মনভূমি?
মিটাবে কি মনের আশা?
ভরাবে কি প্রেমের বাসা?
বুঝ কি চোখের ভাষা?
দেখনা চোখ মোর কি করে আশা?
দিবে কি ভালোবাসা?
মিটবে কি মোর চোখের নেশা?
তবে এসো গো প্রিয়া তুমি,
আবাদ কর মোর মনভূমি।
ভাসাব প্রমের ভেলা,
মিটাব মনের জ্বালা।
ফেলবো মোরা মনেরই শাঁস,
করব মোরা প্রেমেরই চাষ।
প্রেমের ভেলায় মোরা করব যে বাস,
ঝুলাব গলে মোদের প্রেমেরই ফাঁস।
সহেনা প্রমের জ্বালা,
রচিব মিলন মালা।
হবে যে তবে ভালোবাসা,
করব দু’জন যাওয়া আশা -
হাতে মোরা হাত রেখে,
ভালোবাসার জোড়া এঁকে।
প্রিয়া !
এই হোক আমার আজকের প্রেমাভিষারর আলাপন । আমাদের ভবিষ্যত যাত্রায় দিশারী হোক আমার এই প্রেমাভিষারের কথন । এ কামনায় -
তোমার “ সৌরভ ’’।
==========