সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০৩
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
---------------------------------
আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ ।
সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ ।
আজ শুক্রবার , ১১ই অগ্রহায়ণ ১৪১৮ বঙ্গাব্দ , ২৯ জিলহজ ১৪৩৩ হিজরী , ২৫ নভেম্বর ২০১১ ঈসায়ী । সৌদি আরব সময় ০৬ : ৫০ সকাল ।
প্রবাসী বাংলাদেশ , আল মদিনা , সৌদি আরব থেকে
সকলকে প্রভাতী শুভেচ্ছা ।
-------------------------------------------------------------------------
এই মাত্র ফজরের নামাজ শেষ হলো । হাতছানি দিচ্ছে ভোরের সূর্য । শুরু হচ্ছে আরও একটি কর্মমুখর নতুন দিন । খুলছে দোকান্দারগণ দোকানের ইলেক্ট্রনিক্স সার্টার । আকাশের পূর্ব দিগন্তে ঊষামান সূর্যের আলোকরেখায় উদ্ভাসিত মদিনার রাজপথ ।
খালি হয়ে আসছে মদিনার অলিগলি । কমে আসছে প্রবাসীদের কর্মচাপ । দীর্ঘ দেড়মাস ধরে হাজিদের পদচারনায় মুখরিত মক্কা-মদিনায় ফিরে আসছে শান্ত নীরবতা । আগামী ১৫ই মহররমের পর হাজিদের চাপ আর থাকবেনা বললেই চলে । পৃথিবীর সকল দেশ থেকে আসা সৌদির মেহমান হাজিগণ ফিরে যাচ্ছেন নিজ নিজ দেশে । প্রায় অর্ধেকেরই উপর হাজি সাহেবান ইতিমধ্যেই সৌদি আরব থেকে স্বদেশে ফিরে গেছেন । বছরের ( জিলক্বদ ১৫ থেকে মহররম ১৫ ) এই দুইটা মাস মক্কা - মদিনা থাকে আল্লাহর মেহমানদের পদচারনায় মুখরিত । মাস মক্কা - মদিনা - জেদ্দা এই তিনটা শহরের প্রবাসীদের থাকতে হয় উক্ত দুইমাস বিশেষ কর্মচাপে । সকল প্রকার ব্যবসা কেন্দ্র সহ তিন শহরের অলি গলিতে কর্মসম্পাদনে নেয়া হয় অতিরিক্ত কর্মী । ২৪ ঘন্টা থাকে মক্কা - মদিনার রাস্তাঘাট জনসয়লাব । সৌদিবাসীদের চোখে ধরা দেয় পৃথিবীর সকল দেশের মানুষদের আচার ব্যবহার আর তাদের জীবনাচরণ ভিন্নতা । সৌদিবাসীদের সাথে আলাপ হয় পৃথিবীর বহুরূপী মানুষদের । মক্কা - মদিনায় নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা । আর ব্যবসায়ীদের চলে ব্যবসার জোয়ার ।
এই বৎসর মক্কা - মদীনায় ছোটখাট দূর্ঘটনা ছাড়া উল্লেখযোগ্য তেমন বড় কোন ঘটনা ঘটেনি । মক্কায় এই বৎসরের বিশেষ আকর্ষণ বিশেষ ট্রেন চালু হওয়ায় হাজিদের তেমন কষ্ট হয়নি যাতায়াতে । বিশ্বের বিভিন্ন টিভি চ্যানেল সহ মিডিয়াগুলোতে সরাসরি হজ্জ সম্প্রচার করায় পৃথিবীর দিগন্তব্যাপী মানুষগুলো হজ্জকর্ম সরাসরি দেখতে পেয়েছেন । মক্কা - মদিনার ভিতর বাহিরে আধুনিক প্রযুক্তি নির্ভর শীতাতপ নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা থাকায় হাজিগণ দুই হারাম সহ আরাফাত - মিনা - মুজদালিফায় তেমন গরম অনুভব করেননি । জামারাতে শয়তানকে পাথর মারতে ৪ তলার বিশেষ ব্যব্স্থা নেয়ায় হাজিদের পূর্বের ন্যায় তেমন কষ্ট পোহাতে হয়নি । এই বৎসর হাজিগণ আরাফাত - মুজদালিফা - মিনা সহ দুই হারামে টয়লেটের যে অসুবিধা ভোগ করেছেন , আশাকরি আগামী বৎসর তার অনেকাংশ কমে যাবে ।
সর্বাধুনিক ভিত্তিতে হাজিদের হজ্জ কর্ম সম্পাদনে মক্কা - মদিনায় নেয়া হচ্ছে আধুনিক সব আকর্ষনীয় বিশেষ ব্যবস্থা । আশা করছি আগামী হজ্জে হাজিগণ মক্কার কাবাঘর তথা সাফা মারওয়ার নিকট থেকে ট্রেনে যাতায়াত করতে পারবেন । হাজিদের সুবিধার্থে মক্কা - মদিনা যাতায়াতে নেয়া হচ্ছে আধুনিক বিশেষ প্রকল্প । উক্ত প্রকল্প চালু হলে ৩ থেকে ৪ ঘন্টায় হাজিগণ সর্বাধুনিক ট্রেনে মক্কা - মদিনায় যাতায়াত করতে পারবেন । হাজিদের সুবিধার দিকে লক্ষ্য রেখে সৌদি সরকার মক্কা - মদিনা - জেদ্দাতে সর্বাধুনিক ভিত্তিতে নিত্য নতুন সব বিশেষ বিশেষ প্রকল্প হাতে নিচ্ছে । এই বৎসর হাজিগণ যে সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারেননি , আগামী হজ্জে তার বহুলাংশ ভোগ করতে পারবেন বলে আশা করা যাচ্ছে ।
প্রবাসী বাংলাদেশ , মদিনা , সৌদি আরব থেকে বিশেষ ফেইসবুক কলাম আজ এ পর্যন্তই - রইলো সকলের জন্য শুভকামনা ।
বাংলাদেশী প্রবাসী নাগরিকদের জীবনযাত্রা সহজ ও উজ্জ্বলতর হোক , এ কামনায় - সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ ।
MOHAMMED ZAKARIA SHAHNAGARI