আস্তিক ও নাস্তিক
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------
আস্তিক আর নাস্তিক
এই দু’য়ে এতটা ফারাক –
যতটা ফারাক আসমান আর জমিনেতে।
আসমান – সেতো শূণ্যতার ধারক,
আর জমিন – সে ধারক সবকিছুরই।
আসমান যত বিশালই হোক
ছুঁতে পারেনা সে কিছুই,
আর জমিন – সেও তো কত বিশাল
অথচ ছুঁয়ে যায় সবকিছুই।
আস্তিক যে – তার রয়েছে অমুল্য সম্পদ বিশ্বাস
যে বিশ্বাসে অর্জন করে সে সকল কিছুই,
নাস্তিক যে – সবকিছুতেই তার অবিশ্বাস
তার অবিশ্বাসের ফলে হারায় সে সবকিছুই।
আস্তিক তার বিশ্বাসের শক্তি দিয়ে
সবার সাথে জড়িয়ে থাকে,
নাস্তিক তার অবিশ্বাসের ভারে
পীচলে পড়ে নির্জন অন্ধকার গহ্বরে।
আস্তিকের বিশ্বাস শক্তি এতই প্রবল যে
সর্বত্র সে গ্রহণযোগ্য,
নাস্তিকের অবিশ্বাস এতই ঠুনকো যে
সর্বত্রই সে অগ্রহণযোগ্য।
যে আস্তিক তার একটা বড় আশা
পৃথিবী ধ্বংসের পরও রয়েছে তার একটা ঠিকানা,
যে নাস্তিক তার এমন কোন আশা নেইযে
পৃথিবী ধ্বংসের পর সে কোথায় গিয়ে পৌঁছবে ?
আস্তিক – ঠিকানাধারী একজন পথিক,
নাস্তিক - ঠিকানাবিহীন একজন দেউলিয়া।
আস্তিক সন্দেহমুক্ত মনের একজন শান্তির মানুষ,
নাস্তিক সন্দেহযুক্ত মনের একজন অশান্ত কয়েদী।
আস্তিক শান্তির শীতল ঝর্ণাধারায় করে সদা অবগাহন,
নাস্তিক অশান্তির দাবানলে জ্বলতে থাকে সর্বক্ষণ।
আস্তিকের বিশ্বাস – প্রমাণ করে
সে স্রষ্টার সৃষ্টির সেরা মানুষ,
নাস্তিকের অবিশ্বাস – মনে করে
সে মানুষ নয়,
স্রষ্টার আঠার হাজার সৃষ্টির বাইরের অন্যকিছু !
আস্তিক যারা –
তারা তাদের বিশ্বাস দিয়ে প্রমাণ করে
তারা মানবজাতী নামে অস্থিত্বশীল একটা জাতি,
নাস্তিক যারা –
তারা তাদের অবিশ্বাস দিয়ে প্রমাণ করে
তারা নামবিহীন অস্থিত্বহারা একটা ভীন্ন কিছু।
আস্তিকের জীবন আস্থা ও বিশ্বাসে নির্ভর,
নাস্তিকের জীবন নির্ভর অনাস্থা ও অবিশ্বাসে।
যেখানে আস্থা ও বিশ্বাসের বসতি
সেখানেই আস্তিকের সুখসাম্রাজ্য,
যেখানে অনাস্থা ও অবিশ্বাসের বসতি
সেখানেই নাস্তিকের অশান্ত কানন।
আস্তিকের রয়েছে স্রষ্টাতে বিশ্বাস
তাই তারা জন্মেও বিশ্বাসী,
নাস্তিকের রয়েছে স্রষ্টাতে অবিশ্বাস
তাই তারা জন্মেও অবিশ্বাসী।
আস্তিক ধর্মকে বিশ্বাস করে
তাই তারা তাদের ধর্ম মানার কথা বলে,
নাস্তিক ধর্মকে করে অবিশ্বাস
তাই তারা ধর্ম অবমাননার ঔদ্যত্ব দেখায়।
যারা ধর্ম মানে স্রষ্টা মানে
তারাই আস্তিক তারা মানুষ,
যারা ধর্ম মানেনা স্রষ্টা মানেনা
তারাই নাস্তিক তারা অমানুষ।
যারা ধর্মের ভিতরে থেকে
নাস্তিকদের মেনে নেয় -
তারা না নাস্তিক না ধার্মীক ?
যারা নাস্তিক হয়ে
অন্যের ধর্ম ও বিশ্বাসের উপর আঘাত হানে –
তারা শুধু নাস্তিকই নয় স্রষ্টাদ্রোহী আর ধর্মদ্রোহী।
নাস্তিকদের সাথে ধার্মীকদের
নেই কোন দ্বন্ধ আর যুদ্ধ,
স্রষ্টাদ্রোহী আর ধর্মদ্রোহীর বিরুদ্ধেই
ধার্মীকদের দ্বন্ধ আর ধর্মরক্ষারযুদ্ধ।
===============