বলছিলাম - সভ্য লোকদের উচিত অসভ্য যারা তাদের সভ্য রূপে গড়ে তুলে সমাজর বাসিন্দা হিসাবে পরিচিতি দান করা । আর শিক্ষিত লোকদের উচিত অশিক্ষিত লোকদের শিক্ষিত করে গড়ে তোলে অন্ধকারকে আলোকিত করা । এ কথাগুলো উঠে এসেছিলো - যাঁরা জীবনের ডাইরী লিখেন তাঁদের উদ্দেশ্যকে প্রকাশ করতে গিয়ে ।
আসলে যাঁরা ডাইরী বা দিনপঞ্জী লিখেন তাঁরা এসব কাজ মাথায় রেখেই লিখে যান । তাঁদের মূল উদ্দেশ্য অসভ্য সমাজের বাসিন্দাদের সভ্য সমাজের বাসিন্দা হতে সহযোগীতা করা , অশিক্ষিত লোকদের হিসাবে গড়ে উঠতে উদ্বুদ্ধ করা এবং সমাজের অনুন্নত লোকদের উন্নত রূপে প্রতিষ্ঠা পেতে সাহায্য করা । সমাজের দুষ্ট ক্ষতগুলোকে জনসম্মুখে পরিচয় করিয়ে দিয়ে সুষ্ট সমাজ বিনির্মাণে সহযোগীতা করা ।
আমার এই দিনপঞ্জী লেখার উদ্দেশ্যও তেমনি । আমার জীবনে ঘটে যাওয়া মুহূর্তগুলো সকলকে জানিয়ে আমার সকল চিন্তা - ভুল ও সঠিক সিদ্ধান্তগুলো সকলের সম্মুখে তুলে ধরে তাদের উৎকৃষ্টতম জীবন পথ অন্বেষণে সহযোগীতা করন ।
দিনপঞ্জীতে কি লিখতে পারব আমি জানিনা । তবে জানি , মানুষ দৈনিক যে চিন্তাগুলো করে , যে চিন্তাগুলো দৈনিক মানব মনে ঘুরপাক খায় , সে সব চিন্তা আর দৈনিক ঘটে যাওয়া জীবনের সাথে সম্পৃক্ত ঘটনা বা চোখে দেখা বিষয়াবলী দৈনিক লিপিবদ্ধ করনের নাম ডাইরী বা দিনপঞ্জী লেখা । তাই , আমিও চেষ্ঠা করবো আমার জীবনের দৃশ্যপটে সংঘটিত ঘটনাবলী , মনের মাঝে ভেসে উঠা চিন্তা এবং পারিপার্শিক অবস্থা নিয়ে আমার জীবনের দিনপঞ্জী সাজাতে ।
আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান । আমাদের পরিবার ছিলো একটা রক্ষণশীল পরিবার । মা , বাবা আর ছয় ভাই-বোন নিয়ে ছিলো আমাদের একটা পরিবার । আর এখন ছয় ভাই-বোনের পৃথকভাবে ছয়টা পরিবার । মা-বাবা তো নেই-ই , তাঁরা গত হয়েছেন কিছুকাল পূর্বেই ।
আমার জন্মপূর্বের কিছু ঘটনা মফজল দা’র কাহিনীতে বলেছি । আমার জন্মপূর্বের আরও কিছু ঘটনা পরবর্তীতে ক্ষেত্রবিশেষ এসে যেতে পারে । তাই , এখানে আর বলছিনা । আমার জন্মের পরবর্তী ঘটনাগুলো নিয়ে এখন আমার আলোচনা শুরু করছি ।
আলোচনার শুরুতে আমার বাবাকে নিয়ে কিছু বলতে চাই । যদিও বাবার জীবনের কিছু ঘটনা মফজল দা’র কাহিনীর সাথে বর্ণনা করেছি । আমার বাবা ছিলেন একজন শান্ত-শিষ্ঠ , ভদ্র , নম্র , পরোপকারী , ধার্মীক , পরের দুঃখে কাতর , আত্মীয়তার বন্ধন রক্ষাকারী , সৎ ও সদালাপী , বন্ধুত্ববৎসল , দাতা , উন্নয়নকর্মী ও সংঘটক ।
বাবার জীবনটা শুরু হয়েছিল শূণ্য দিয়ে । বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে গড়ে তুলেছিলেন তার সফল জীবন ।