সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ ।
আজ মঙ্গলবার , ১৬ই অগ্রহায়ণ ১৪১৮ বঙ্গাব্দ , ৫ মহররম ১৪৩৩ হিজরী , ৩০ নভেম্বর ২০১১ ঈসায়ী । সৌদি আরব সময় ০৭ : ৪৫ সকাল ।
প্রবাসী বাংলাদেশ , আল মদিনা , সৌদি আরব থেকে সকলকে প্রভাতী শুভেচ্ছা ।
-------------------------------------------------------------------------
বন্ধুগণ !
আজকের দিনটা কিভাবে শুরু করলেন আপনারা ? ঘুম থেকে উঠে একটা সুন্দর হাসি দেয়ার মাধ্যমে নাকি মুখটা মলীন করে ? যদি মুখটা মলীন করে দিনের যাত্রা শুরু করেন , তবে বলবো আপনার দিবসযাত্রা শুভ হয়নি । আর যদি আপনি সুন্দর একটা হাসি দেয়ার মাধ্যমে ঘুম থেকে উঠে থাকেন , তবে বলবো আপনার দিবসযাত্রা সূচিত হয়েছে শুভদিক উম্মোচনের মধ্য দিয়ে কারণ , হাসি - নির্মল মনের বহিঃপ্রকাশ , মুক্তমনের দর্পণ , সুখী জীবনের দেয়ালিকা আর সকালের হাসি - পুরাটা দিনের শুভময় সফরসঙ্গী । আশা করছি সবাই আজ সুন্দর হাসি দেয়ার মাধ্যমে দিবসযাত্রার সূচনা করেছেন ।
গতকালের বৃষ্টিস্নাতা রজনীর পর শীতাক্রান্ত মদিনাবাসী । রহমতের সওগাত পুরা রাতের তুমুল বৃষ্টি নিয়ে এসেছে মদিনায় গা হিম হয়ে যাওয়া শীতের প্রকোপ । এই শীতার্থ রজনীতে আমার ইটিং পার্টনার ধরে বসল তার হজ্জ করতে আসা শাশুরকে দেখতে যাবে । তখনও ডিনারের রান্না শেষ হয়নি । রাত হয়েছিলো ১২টা । বললাম - বসেন খেয়েই বের হওয়া ভাল হবে । দশমিনিটের মধ্যে রান্না শেষ হলো । দুজনে খাওয়া দাওয়া শেষ করে যখন বের হওয়ার জন রেডি , তখন পার্টনার বললো - আপনি বের হয়ে গাড়ি দেখেন , আমি বাসায় গিয়ে দু’টি গায়ের চাদর আছে সেগুলি নিয়ে নিই , হাজিদের প্রয়োজন হতে পারে। পার্টনার চলে গেলে আমি কোট গায়ে জড়িয়ে শীতার্থ রজনী ভেদ করে বেরিয়ে পড়লাম । স্থানীয় সময় তখন রাত সাড়ে ১২টা । বাইরে যখন বের হলাম মনে হলো হঠাৎ যেন আমার শরীরে কেউ বরাফ জড়িয়ে দিলো ! চলতে শুরু করলাম । কিছুদূর যেতেই পেছন থেকে পুলিশের একটা গাড়ী আমাকে অনুসরণ করলো । আস্তে করে গাড়ীটা আমার গায়ে লাগিয়ে দিলো । “ হাত ইকামা ! ’’ বাছ্ ! কি আর করা , বের করে দিতে হলো “ রেসিডেন্স পারমিট ’’ তাদেরকে । “ হয়েন রো ? ’’ মনে মনে বললাম , তোদের জ্বালায় আর পারিনা । আমি যেখানেই যাই তোদের কি ? “ রো বাগালা ! ’’ পাঁচ মিনিট ধরে দেখলো আমার রেসিডেন্ট পারমিটটি । মিথ্যার আশ্রয় নিতে বাধ্য হলাম আমি । মুদি দোকানে যাচ্ছি বলতেই ছেরে দেয়া হলো আমাকে ।
সৌদি আরবে ঘটমান বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ইদানিং চেক হচ্ছে বেশী । তাই সৌদি আরবে বসবাসকারী প্রবাসী বন্ধুদের অনুরোধ করবো - আপনারা পথ চলতে , কথা বলতে সাবধান হোন । বিশেষ করে যেখানেই যান না কেন রাত ১২টার পুর্বেই বাসায় ফিরতে চেষ্টা করুন । আলাপের সময় লাগামহীন আলাপ থেকে বিরত থাকুন । সকল প্রকার অবৈধ কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন , অন্যকেও বাঁচতে সাহায্য করুন । কোন প্রকার রাজনৈতিক আলাপ করবেননা । বিশেষ করে বহির্বিশ্বের সাথে সৌদি আরবের সম্পর্ক নিয়ে যে কোন আলাপ থেকে বিরত থাকুন । আপনার পিছনে বা আশে পাশে ঘুরছে ছদ্ধবেশে আইন শৃন্খলা রক্ষাকারী কর্মী । তাই রুমের বাহিরে বের হতেই সাবধানতা অবলম্বন করুন।
সৌদি আরব ছাড়াও যাঁরা প্রবাসী আছেন , পথ চলতে সাবধানতা অবলম্বন করুন । আপনি যে দেশে আছেন সে দেশের আইন শৃন্খলা মেনে চলুন । অবলম্বন করুন আপনার লক্ষ্য কে । আপনি প্রবাসী হয়েছেন আপনার পারিবারিক স্বচ্ছলতার জন্য , স্বদেশের অর্থনীতির চাকাকে গতিবেগ দেয়ার জন্য - এটাই আপনার লক্ষ্য ও উদ্দেশ্য । এ ছাড়া আর কোন লক্ষ্য নিয়ে আপনি প্রবাসী হননি । তাই অন্য কোন লক্ষ্য নয় । দেশ ত্যাগকালীন যে লক্ষ্যে আপনি বহির্বিশ্বে পা রেখেছেন , একমাত্র সে লক্ষ্য নিয়েই প্রবাস জীবন কাটাতে থাকুন । শ্রম দিয়ে সৎপথে আয় করুন , সকল প্রকার কুপথ থেকে নিজেকে সরিয়ে রাখুন ।
প্রবাসী বাংলাদেশ , মদিনা , সৌদি আরব থেকে বিশেষ ফেইসবুক কলাম আজ এ পর্যন্তই - প্রবাসী সকল বন্ধুদের জীবন - মন সুস্থ থাক , নিরাপদ থাক - এ কামনায় সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ ।
MOHAMMED ZAKARIA SHAHNAGARI
======================================
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন