সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০৭
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
---------------------------------
আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ ।
সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ ।
আজ মঙ্গলবার , ১৫ই অগ্রহায়ণ ১৪১৮ বঙ্গাব্দ , ৪ মহররম ১৪৩৩ হিজরী , ২৯ নভেম্বর ২০১১ ঈসায়ী । সৌদি আরব সময় ০৬ : ৩০ সকাল ।
প্রবাসী বাংলাদেশ , আল মদিনা , সৌদি আরব থেকে সকলকে প্রভাতী শুভেচ্ছা ।
-------------------------------------------------------------------------
বন্ধুগণ !
কেমন আছেন ? মনে মনে কাল কতটুকু গালি দিয়েছেন আমায় আমার লেখাটি পড়ে ? নিশ্চয়ই অনেক তাই না ? আপনারা না বললেও আমি বুঝতে পেরেছি । ঠিক আছে বলতে হবেনা । যতই গালি দেন না কেন , আমি কিন্তু কানের বাহিরেই রাখি । তাই তো আপনাদের কিছু না বলে আবার আপনাদের সম্মুখে উপস্থিত হলাম । আজ রতন চৌধুরীর একটা গানের দু’টি লাইন দিয়েই শুরু করি কি বলেন
অনেক দিন আগে শুনা , রতন চৌধুরী গেয়েছিলেন -
“ যখন আমি থাকবোনা , কখনো ফিরে আসবোনা
আমার নাম করবে স্মরণ , মোর কন্যা রত্না - স্বপ্না । “
হ্যাঁ , আমি মনে করি যারা দেশে সন্তান - সন্ততি রেখে প্রবাসী হয়ে একাকী ঘরে অবস্থান করছেন , তাঁরা আমার মতোই প্রতি রাতে এমনই ভাবেন - আমার খবর কেহই না নিক একদিন আমার সন্তানরা বড় হয়ে আমাকে স্মরণ করবেই , যেদিন আর আমি থাকবোনা , কখনো আর ফিরবোনা ।
এইতো কয়েকদিন আগের কথা - আমার সমবয়সী এক বন্ধু রাতে ঘুমানোর পর আর পৃথিবীর মুখ দেখতে পারেননি । ঘুমের মধ্যেই তিনি প্রবাসী জীবন ইতি দিয়ে অনন্তের পথে পা বাড়ালেন । ছিলোনা তাঁর পাশে তার কোন স্বজন । দেখতে পেলোনা তাঁর অবুঝ সন্তানেরা ৬৫০০ মাইলের দূরের বাংলাদেশ থেকে তাদের বাবার নিথর দেহটিও । শুনতে পেলেন না সেই প্রবাসী বন্ধু তার ছোট্ট মেয়েটির আদুরে কন্ঠের বাবা ডাক । অনেক স্বপ্ন ছিল তাঁর , দু’মাস পর তিনি তার মেয়েকে দেখতে যাবেন । তাঁর মেয়েকে বুকে নিয়ে খেলবেন । মেয়েটিকে নিয়ে তিনি বেড়াবেন দেশে গিয়ে । আরও কতই না তিনি স্বপ্ন বুকে ধরে রেখে ছিলেন । কিন্তু তাঁর সব স্বপ্ন ভেঙ্গে দিয়ে মরণ তাঁকে নিয়ে গেল , না ফিরবার দেশে । তাঁর পারিবারিক সম্মতিতে মৃত্যুর দীর্ঘ একমাস পর জান্নাতুল বাকীতে তাঁকে চিরদিনের মতো শুইয়ে দিলাম আমরা ক’জন তাঁর প্রবাসী সাথী ।
বেশ কিছুদিন পর আমাদের এক বন্ধু ঐ বন্ধুটির বাড়ি গিয়ে আমাদের শুনায় আর এক মর্মান্তিক কাহিনী । যখন তিনি মৃত বন্ধুটির বাড়ি গিয়ে পৌছান তখন মৃত বন্ধুটির ছোট্ট মেয়েঠি তাদের ঘরে উপস্থিত বন্ধুটিকে বাবা এসেছে বাবা এসেছে বলে চিৎকার করে তাঁর দিকে দৌড়ে আসছিল । কাছে এসে জড়িয়ে ধরলো তাঁকে । বন্ধুটি নির্বাক পাথরের মত দাঁড়িয়ে থাকলেন। মেয়েটিকে কোলে তুলে নিলেন । ততক্ষণে প্রতিবেশীরা চতুর্দিক থেকে এসে ভীড় জমে গেল । মেয়েটির মা কয়েকবার মূর্ছিত হলো । ঘরে যারা ছিল শুনা গেল সকলের বিলাপধ্বণি । প্রতিবেশী সবাই এই হৃদয় বিধারক দৃশ্য সহ্য করতে পারলোনা । সবারই নয়ন জলে হলো প্লাবিত । বন্ধুটি আর স্থির থাকতে পারলেননা । বসা থেকে উঠে চলে গেলেন নির্জনে । কিভাবে তিনি এ পরিবারকে শান্তনা দিবেন ? বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি । রাত্র ঘনিয়ে এলো । ছোট্ট মেয়েটি তাঁর কোল থেকে নামতে আপত্তি জানালো । কোনমতেই মেয়েটিকে বন্ধুর কোল থেকে নামানো গেলোনা । শেষমেষ তাঁকে ঐ বাড়িতেই রাত্রে থেকে যেতে হল । ভোরে যখন মেয়েটি তখনও ঘুমে , বন্ধুটির মেয়েটির পাশ থেকে উঠে তাকে না জানিয়ে নিজেদের বাড়িতে আসতে হল ।
এভাবেই প্রবাসীদের জীবন বিনা খবরে চলে যায় অনন্তের পথে । স্বজন বিহীন বিদেশ বিভুঁই একলা ঘরে মরে পড়ে থাকে সবার অজান্তে । থাকেনা কেউ দেখিবার । কলসে পানি আর হাতে চামচ নিয়ে তাকে শেষবারের মত পানি খাওয়াতে তার শিয়রে দাঁড়ায়না কেহ । তার স্বজনেরা পারেনা দিতে তার কবরে এক মুষ্টি মাটি ।
হায়রে প্রবাসী ! অপরের সুখে তুমি দিয়ে যাচ্ছ জীবন বলি ,
পাইলেনা জীবনে তুমি কোন সুখ ,
পরের তরে জীবন উৎস্বর্গ করে যাচ্ছ সবার অজান্তে তুমি চলি ,
পরার্থেই তুমি বরণ করে নিয়েছ জনম দুঃখ ।
ধন্য তোমার জীবন , পরার্থেই এসেছো তুমি এই ধরণীর তলে ,
স্বর্গ বরণ করেছো তুমি , যোগ দিয়েছো স্বর্গবাসীর দলে !
লক্ষ সালাম তোমায় , সম্মান জানাই তোমারই পায়ে মাথা টুকে ,
গৌরান্বিত তুমি , রয়ে যাবে অনন্তকাল এই প্রবাসীর বুকে ।
প্রবাসী বন্ধুগণ !
প্রবাসী হয়েছো বলে করোনা তোমাদের মনটি ছোট ,
প্রবাসে এসে থেকোনা বসে ,
পরকল্যানেই সুখ ভেবেই কর্মে মেতে উঠ ।
কেউ খবর নেয়না বলে ভেবো না তুমি কারো নও ,
প্রবাসী সকল তোমার আপন এই কথাটি মানিয়া লও ।
প্রবাসী বাংলাদেশ , মদিনা , সৌদি আরব থেকে বিশেষ ফেইসবুক কলাম আজ এ পর্যন্তই - প্রবাসী সকল বন্ধুদের মনন ও মস্তিস্ক সুস্থ থাক । তাঁদের এককীত্ব জীবন হোক কষ্টহীন । ভরে উঠুক সকলের জীবন লক্ষ্যে পৌঁছার আনন্দে - এ কামনায় সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ ।
MOHAMMED ZAKARIA SHAHNAGARI
=======================================
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন