সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ ।
আজ সোমবার , ১৪ই অগ্রহায়ণ ১৪১৮ বঙ্গাব্দ , ৩ মহররম ১৪৩৩ হিজরী , ২৮ নভেম্বর ২০১১ ঈসায়ী । সৌদি আরব সময় ০৬ : ৩০ সকাল ।
প্রবাসী বাংলাদেশ , আল মদিনা , সৌদি আরব থেকে সকলকে প্রভাতী শুভেচ্ছা ।
-------------------------------------------------------------------------
বন্ধুগণ !
কেমন আছেন ? ভালো থাকা - না থাকা বিষয়ে কাল একটুখানি লিখেছিলাম । তাই আজ আর লিখছিনা । দেখা যাক কি লিখতে পারি ? কি লেখা ব্রেনে আসে ঠিক এখনও বুঝতে পারছিনা । তাই অনির্ধারিত বিষয় দিয়ে লেখা শুরু করলাম । মনে হয় ব্রেনকে একটু ধার/তেজ দিলে লেখার বিষয় উঠে আসবে । ততক্ষণ একটু ব্রেনকে স্ক্যান করে নিই , কি বলেন ?
যা হোক কিছুতো একটা লিখতে হবে , তা অখাদ্য হোক বা সুখাদ্য । আজ ইমাজিন চ্যানেলে ধারাবাহিক নাটকের একটা পর্ব দেখলাম । তাতে দেখানো হলো - একটা পরিবারের চারটা বাচ্ছা । খাবার সময় তিনটি বাচ্ছা তাদের বাবার কথামত খেয়ে নিল । অন্য বাচ্ছাটি কফি (অখাদ্য) রান্নার কারনে খানা না খেয়ে ঘুমিয়ে গেল । মধ্যরাতে ভুখাকষ্ট বাচ্ছাটি সহ্য করতে না পেরে লুকিয়ে সে খানা খেতে শুরু করলো । তা দেখে তার বাবা তার পাশে এসে বসলো । বাচ্ছাটি তার বাবারও না খাওয়ার কথা জানতে পেরে নিজ হাতে তার বাবাকেও খাইয়ে দিল ।
বন্ধুগণ ! আমার লেখাও তেমনই অখাদ্য । যা সবার সামনে কারো পড়া হয়না , কিন্তু লুকিয়ে লুকিয়ে এই অখাদ্য পড়ে বলে আমার ধারণা । যদিও কোন মন্তব্য ধরা পড়েনা , তবুও মনে হয় আমার অখাদ্য লেখাগুলো অনেকেই চোখে ধারণ করে । যদি তা না হতো , আমার এই লেখালেখি অটোমেটিকলী বন্ধ হয়ে যেতো ।
সে যাক , গাজাখোরি গল্প অনেক বললাম । এবার দেখি কিছু লেখা যায় কিনা । আমি কুমিল্লার প্রবাসী এক বন্ধুর সাথে শেয়ারে খানা খাই । গতকাল দুপুরের রান্নার দায়িত্ব ছিল আমার । কিন্তু আমি ঘুমিয়ে পড়ি সকাল দশটায় । খবর নেই , কখন বিকেল ৪টা বেজে গেছে। বন্ধুটি এসে অনেক্ষণ দরজা ধাক্কাল , রিং দিল কয়েকবার । শেষবার রিং বাজার পর দরজা খুলতে পারলাম । সে বলল - রাতে ঘুমানোর চেষ্টা করেন । আমি বললাম পুরা রাত শুয়ে থাকলেও ঘুম আসেনা । আর নির্ঘুম শুয়ে থাকলে একমাস পর মৃত্যু অবধারিত বিভিন্ন টেনশানে । তাই কম্পিউটারে বসেই রাত পার করি । তাকে বললাম - নামাজ পড়ে আসেন আমি ততক্ষণে রান্না করে নিই । দুপুরে পাকানোর কথা ছিল মুরগী । কিন্তু সর্ট টাইমে আর মুরগী পাক হলোনা । পূর্বদিনের ডাল রান্না ছিল । তড়িঘড়ি করে ২ রিয়ালের ৪টা ডিম আর ১ রিয়ালের ধন্যপাতা এনে ফ্রাই করে লাঞ্চ সেরে ফেললাম বিকেল ৫টায় । পেঠ শান্তি হলো । পেলাম এক অশান্তির খবর ।
দীর্ঘ ৩ মাস ধরে জরুরী প্রয়োজনে ব্যাংকে একটা একাউন্ট খোলার চেষ্ঠা করছি আমরা দু’জন লোক - একজন আমি আর অন্যজন ইন্ডিয়ান কলকাতার এক বাঙ্গালী বন্ধু । কিন্তু বিভিন্ন অসুবিধা দেখিয়ে আমাদের ব্যাংক একাউন্ট ওপেন করতে চাচ্ছেনা ব্যাংক কর্তৃপক্ষ । এ পর্যন্ত ২৫ টা ব্যাংকে ধর্ণা দিয়েছি । কোনভাবেই সফল হতে পারিনি । গতকাল অন্য একটা ব্যাংকে কলকাতার বন্ধুকে পাঠিয়েছিলাম । সে টেলিফোন করে বলল - আজ হবেনা । ব্যাংকে অনেক আবেদন জমা হয়ে গেছে । ১৫ দিন পর দেখা করতে বলেছে ! শান্তির আভাস পেয়ে ও অশান্তির ছোঁয়া এসে মনটা বিষয়ে দিল । এদিকে আমরা যত আগে একাউন্ট করতে পারি তত আগেই আমাদের উদ্দেশ্য সফল হবার কথা । কিন্তু তা ততই দেরীতে চলে যাচ্ছে । আমাদের অশান্তি বাড়ছে । এই হলো বিদেশের বি-প্যাঁচ , জিলাপীর মতো এখানে শুধু প্যাঁচ আর প্যাঁচ ।
বন্ধুগণ ! মনে করেছিলাম , আজ কিছু লিখতে পারবনা । শেষ পর্যন্ত লিখেই ফেললাম আপনাদের দোয়ায় লেখা স্বরূপ একটা অখাদ্য । ভাল লাগলে পড়বেন । ভাল না লাগলে গালি দেবেননা প্লীজ ।
প্রবাসী বাংলাদেশ , মদিনা , সৌদি আরব থেকে বিশেষ ফেইসবুক কলাম আজ এ পর্যন্তই - আপনাদের সকলের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক - এ কামনায় সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ ।
MOHAMMED ZAKARIA SHAHNAGARI
=======================================
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন