আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!

মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১

সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০৭



সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০৭ 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
--------------------------------- 

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ । 
সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ । 
আজ মঙ্গলবার , ১৫ই অগ্রহায়ণ ১৪১৮ বঙ্গাব্দ , ৪ মহররম ১৪৩৩ হিজরী , ২৯ নভেম্বর ২০১১ ঈসায়ী । সৌদি আরব সময় ০৬ : ৩০ সকাল । 
প্রবাসী বাংলাদেশ , আল মদিনা , সৌদি আরব থেকে সকলকে প্রভাতী শুভেচ্ছা । 
------------------------------------------------------------------------- 

বন্ধুগণ ! 
কেমন আছেন ? মনে মনে কাল কতটুকু গালি দিয়েছেন আমায় আমার লেখাটি পড়ে ? নিশ্চয়ই অনেক তাই না ? আপনারা না বললেও আমি বুঝতে পেরেছি । ঠিক আছে বলতে হবেনা । যতই গালি দেন না কেন , আমি কিন্তু কানের বাহিরেই রাখি । তাই তো আপনাদের কিছু না বলে আবার আপনাদের সম্মুখে উপস্থিত হলাম । আজ রতন চৌধুরীর একটা গানের দু’টি লাইন দিয়েই শুরু করি কি বলেন 

অনেক দিন আগে শুনা , রতন চৌধুরী গেয়েছিলেন - 
“ যখন আমি থাকবোনা , কখনো ফিরে আসবোনা 
আমার নাম করবে স্মরণ , মোর কন্যা রত্না - স্বপ্না । “ 

হ্যাঁ , আমি মনে করি যারা দেশে সন্তান - সন্ততি রেখে প্রবাসী হয়ে একাকী ঘরে অবস্থান করছেন , তাঁরা আমার মতোই প্রতি রাতে এমনই ভাবেন - আমার খবর কেহই না নিক একদিন আমার সন্তানরা বড় হয়ে আমাকে স্মরণ করবেই , যেদিন আর আমি থাকবোনা , কখনো আর ফিরবোনা । 
এইতো কয়েকদিন আগের কথা - আমার সমবয়সী এক বন্ধু রাতে ঘুমানোর পর আর পৃথিবীর মুখ দেখতে পারেননি । ঘুমের মধ্যেই তিনি প্রবাসী জীবন ইতি দিয়ে অনন্তের পথে পা বাড়ালেন । ছিলোনা তাঁর পাশে তার কোন স্বজন । দেখতে পেলোনা তাঁর অবুঝ সন্তানেরা ৬৫০০ মাইলের দূরের বাংলাদেশ থেকে তাদের বাবার নিথর দেহটিও । শুনতে পেলেন না সেই প্রবাসী বন্ধু তার ছোট্ট মেয়েটির আদুরে কন্ঠের বাবা ডাক । অনেক স্বপ্ন ছিল তাঁর , দু’মাস পর তিনি তার মেয়েকে দেখতে যাবেন । তাঁর মেয়েকে বুকে নিয়ে খেলবেন । মেয়েটিকে নিয়ে তিনি বেড়াবেন দেশে গিয়ে । আরও কতই না তিনি স্বপ্ন বুকে ধরে রেখে ছিলেন । কিন্তু তাঁর সব স্বপ্ন ভেঙ্গে দিয়ে মরণ তাঁকে নিয়ে গেল , না ফিরবার দেশে । তাঁর পারিবারিক সম্মতিতে মৃত্যুর দীর্ঘ একমাস পর জান্নাতুল বাকীতে তাঁকে চিরদিনের মতো শুইয়ে দিলাম আমরা ক’জন তাঁর প্রবাসী সাথী । 
বেশ কিছুদিন পর আমাদের এক বন্ধু ঐ বন্ধুটির বাড়ি গিয়ে আমাদের শুনায় আর এক মর্মান্তিক কাহিনী । যখন তিনি মৃত বন্ধুটির বাড়ি গিয়ে পৌছান তখন মৃত বন্ধুটির ছোট্ট মেয়েঠি তাদের ঘরে উপস্থিত বন্ধুটিকে বাবা এসেছে বাবা এসেছে বলে চিৎকার করে তাঁর দিকে দৌড়ে আসছিল । কাছে এসে জড়িয়ে ধরলো তাঁকে । বন্ধুটি নির্বাক পাথরের মত দাঁড়িয়ে থাকলেন। মেয়েটিকে কোলে তুলে নিলেন । ততক্ষণে প্রতিবেশীরা চতুর্দিক থেকে এসে ভীড় জমে গেল । মেয়েটির মা কয়েকবার মূর্ছিত হলো । ঘরে যারা ছিল শুনা গেল সকলের বিলাপধ্বণি । প্রতিবেশী সবাই এই হৃদয় বিধারক দৃশ্য সহ্য করতে পারলোনা । সবারই নয়ন জলে হলো প্লাবিত । বন্ধুটি আর স্থির থাকতে পারলেননা । বসা থেকে উঠে চলে গেলেন নির্জনে । কিভাবে তিনি এ পরিবারকে শান্তনা দিবেন ? বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি । রাত্র ঘনিয়ে এলো । ছোট্ট মেয়েটি তাঁর কোল থেকে নামতে আপত্তি জানালো । কোনমতেই মেয়েটিকে বন্ধুর কোল থেকে নামানো গেলোনা । শেষমেষ তাঁকে ঐ বাড়িতেই রাত্রে থেকে যেতে হল । ভোরে যখন মেয়েটি তখনও ঘুমে , বন্ধুটির মেয়েটির পাশ থেকে উঠে তাকে না জানিয়ে নিজেদের বাড়িতে আসতে হল । 
এভাবেই প্রবাসীদের জীবন বিনা খবরে চলে যায় অনন্তের পথে । স্বজন বিহীন বিদেশ বিভুঁই একলা ঘরে মরে পড়ে থাকে সবার অজান্তে । থাকেনা কেউ দেখিবার । কলসে পানি আর হাতে চামচ নিয়ে তাকে শেষবারের মত পানি খাওয়াতে তার শিয়রে দাঁড়ায়না কেহ । তার স্বজনেরা পারেনা দিতে তার কবরে এক মুষ্টি মাটি । 


হায়রে প্রবাসী ! অপরের সুখে তুমি দিয়ে যাচ্ছ জীবন বলি , 
পাইলেনা জীবনে তুমি কোন সুখ , 
পরের তরে জীবন উৎস্বর্গ করে যাচ্ছ সবার অজান্তে তুমি চলি , 
পরার্থেই তুমি বরণ করে নিয়েছ জনম দুঃখ । 

ধন্য তোমার জীবন , পরার্থেই এসেছো তুমি এই ধরণীর তলে , 
স্বর্গ বরণ করেছো তুমি , যোগ দিয়েছো স্বর্গবাসীর দলে ! 
লক্ষ সালাম তোমায় , সম্মান জানাই তোমারই পায়ে মাথা টুকে , 
গৌরান্বিত তুমি , রয়ে যাবে অনন্তকাল এই প্রবাসীর বুকে । 

প্রবাসী বন্ধুগণ ! 
প্রবাসী হয়েছো বলে করোনা তোমাদের মনটি ছোট , 
প্রবাসে এসে থেকোনা বসে , 
পরকল্যানেই সুখ ভেবেই কর্মে মেতে উঠ । 

কেউ খবর নেয়না বলে ভেবো না তুমি কারো নও , 
প্রবাসী সকল তোমার আপন এই কথাটি মানিয়া লও । 

প্রবাসী বাংলাদেশ , মদিনা , সৌদি আরব থেকে বিশেষ ফেইসবুক কলাম আজ এ পর্যন্তই - প্রবাসী সকল বন্ধুদের মনন ও মস্তিস্ক সুস্থ থাক । তাঁদের এককীত্ব জীবন হোক কষ্টহীন । ভরে উঠুক সকলের জীবন লক্ষ্যে পৌঁছার আনন্দে - এ কামনায় সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ । 

MOHAMMED ZAKARIA SHAHNAGARI 
======================================= 


সোমবার, ২৮ নভেম্বর, ২০১১

সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০৬



সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০৬ 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
--------------------------------- 

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ । 
সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ । 
আজ সোমবার , ১৪ই অগ্রহায়ণ ১৪১৮ বঙ্গাব্দ , ৩ মহররম ১৪৩৩ হিজরী , ২৮ নভেম্বর ২০১১ ঈসায়ী । সৌদি আরব সময় ০৬ : ৩০ সকাল । 
প্রবাসী বাংলাদেশ , আল মদিনা , সৌদি আরব থেকে সকলকে প্রভাতী শুভেচ্ছা । 
------------------------------------------------------------------------- 
বন্ধুগণ ! 
কেমন আছেন ? ভালো থাকা - না থাকা বিষয়ে কাল একটুখানি লিখেছিলাম । তাই আজ আর লিখছিনা । দেখা যাক কি লিখতে পারি ? কি লেখা ব্রেনে আসে ঠিক এখনও বুঝতে পারছিনা । তাই অনির্ধারিত বিষয় দিয়ে লেখা শুরু করলাম । মনে হয় ব্রেনকে একটু ধার/তেজ দিলে লেখার বিষয় উঠে আসবে । ততক্ষণ একটু ব্রেনকে স্ক্যান করে নিই , কি বলেন ? 
যা হোক কিছুতো একটা লিখতে হবে , তা অখাদ্য হোক বা সুখাদ্য । আজ ইমাজিন চ্যানেলে ধারাবাহিক নাটকের একটা পর্ব দেখলাম । তাতে দেখানো হলো - একটা পরিবারের চারটা বাচ্ছা । খাবার সময় তিনটি বাচ্ছা তাদের বাবার কথামত খেয়ে নিল । অন্য বাচ্ছাটি কফি (অখাদ্য) রান্নার কারনে খানা না খেয়ে ঘুমিয়ে গেল । মধ্যরাতে ভুখাকষ্ট বাচ্ছাটি সহ্য করতে না পেরে লুকিয়ে সে খানা খেতে শুরু করলো । তা দেখে তার বাবা তার পাশে এসে বসলো । বাচ্ছাটি তার বাবারও না খাওয়ার কথা জানতে পেরে নিজ হাতে তার বাবাকেও খাইয়ে দিল । 
বন্ধুগণ ! আমার লেখাও তেমনই অখাদ্য । যা সবার সামনে কারো পড়া হয়না , কিন্তু লুকিয়ে লুকিয়ে এই অখাদ্য পড়ে বলে আমার ধারণা । যদিও কোন মন্তব্য ধরা পড়েনা , তবুও মনে হয় আমার অখাদ্য লেখাগুলো অনেকেই চোখে ধারণ করে । যদি তা না হতো , আমার এই লেখালেখি অটোমেটিকলী বন্ধ হয়ে যেতো । 
সে যাক , গাজাখোরি গল্প অনেক বললাম । এবার দেখি কিছু লেখা যায় কিনা । আমি কুমিল্লার প্রবাসী এক বন্ধুর সাথে শেয়ারে খানা খাই । গতকাল দুপুরের রান্নার দায়িত্ব ছিল আমার । কিন্তু আমি ঘুমিয়ে পড়ি সকাল দশটায় । খবর নেই , কখন বিকেল ৪টা বেজে গেছে। বন্ধুটি এসে অনেক্ষণ দরজা ধাক্কাল , রিং দিল কয়েকবার । শেষবার রিং বাজার পর দরজা খুলতে পারলাম । সে বলল - রাতে ঘুমানোর চেষ্টা করেন । আমি বললাম পুরা রাত শুয়ে থাকলেও ঘুম আসেনা । আর নির্ঘুম শুয়ে থাকলে একমাস পর মৃত্যু অবধারিত বিভিন্ন টেনশানে । তাই কম্পিউটারে বসেই রাত পার করি । তাকে বললাম - নামাজ পড়ে আসেন আমি ততক্ষণে রান্না করে নিই । দুপুরে পাকানোর কথা ছিল মুরগী । কিন্তু সর্ট টাইমে আর মুরগী পাক হলোনা । পূর্বদিনের ডাল রান্না ছিল । তড়িঘড়ি করে ২ রিয়ালের ৪টা ডিম আর ১ রিয়ালের ধন্যপাতা এনে ফ্রাই করে লাঞ্চ সেরে ফেললাম বিকেল ৫টায় । পেঠ শান্তি হলো । পেলাম এক অশান্তির খবর । 
দীর্ঘ ৩ মাস ধরে জরুরী প্রয়োজনে ব্যাংকে একটা একাউন্ট খোলার চেষ্ঠা করছি আমরা দু’জন লোক - একজন আমি আর অন্যজন ইন্ডিয়ান কলকাতার এক বাঙ্গালী বন্ধু । কিন্তু বিভিন্ন অসুবিধা দেখিয়ে আমাদের ব্যাংক একাউন্ট ওপেন করতে চাচ্ছেনা ব্যাংক কর্তৃপক্ষ । এ পর্যন্ত ২৫ টা ব্যাংকে ধর্ণা দিয়েছি । কোনভাবেই সফল হতে পারিনি । গতকাল অন্য একটা ব্যাংকে কলকাতার বন্ধুকে পাঠিয়েছিলাম । সে টেলিফোন করে বলল - আজ হবেনা । ব্যাংকে অনেক আবেদন জমা হয়ে গেছে । ১৫ দিন পর দেখা করতে বলেছে ! শান্তির আভাস পেয়ে ও অশান্তির ছোঁয়া এসে মনটা বিষয়ে দিল । এদিকে আমরা যত আগে একাউন্ট করতে পারি তত আগেই আমাদের উদ্দেশ্য সফল হবার কথা । কিন্তু তা ততই দেরীতে চলে যাচ্ছে । আমাদের অশান্তি বাড়ছে । এই হলো বিদেশের বি-প্যাঁচ , জিলাপীর মতো এখানে শুধু প্যাঁচ আর প্যাঁচ । 
বন্ধুগণ ! মনে করেছিলাম , আজ কিছু লিখতে পারবনা । শেষ পর্যন্ত লিখেই ফেললাম আপনাদের দোয়ায় লেখা স্বরূপ একটা অখাদ্য । ভাল লাগলে পড়বেন । ভাল না লাগলে গালি দেবেননা প্লীজ । 
প্রবাসী বাংলাদেশ , মদিনা , সৌদি আরব থেকে বিশেষ ফেইসবুক কলাম আজ এ পর্যন্তই - আপনাদের সকলের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক - এ কামনায় সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ । 

MOHAMMED ZAKARIA SHAHNAGARI 
======================================= 

সেই দিন - যেই দিন



সেই দিন - যেই দিন 
মুহাম্মদ জাকারিা শাহনগরী 
-------------------------- 

একদিন সেই দিন - যেই দিন 
হয়েছিলো দেখা দু’জনার , 
বাম চোখ ছোট করে ডানচোখে দেখেছিলে 
সময়টি ছিল ভালোবাসা রচনার ।। 

ইশারায় শিষ দিয়ে জানিনা ডেকেছিলে কোন আশে 
লাজ ভয় বাদ দিয়ে বসেছিলে পাশে । 
হাওয়ার তালে উড়িয়ে চুল বলছিলে কথা , 
মুক্তোঝরা হাসিতে মোর খেয়েছিলে মাথা । 
হাত ধরে চলছিলে মানুষের মেলায় , 
সুখ লাভ হচ্ছিলো প্রেম প্রেম খেলায় । 
দেখছিলাম ইতি উতি করেছিলে চোখ মোর বন্ধ , 
বলেছিলে - আজ স্বর্ণালী দিন , এনো না মনে কোন দ্বন্ধ । 
অভিসারে করেছিলে আমায় নিয়ে প্রেমের অভিসার , 
বোকার মতো চেয়ে থেকেছি মেনেছিলাম তোমার কাছে হার । 

সাহস তোমার ছিলো সর্বনাশী 
করেছিলে আমায় নিয়ে খেলা , 
সেইদিন হয়েছিলাম আমি বিশ্ববোকা 
কাটিয়েছিলে আমায় নিয়ে সারাটা বেলা ! 

কিই না করেছিলে আমায় নিয়ে , পড়ে মনে আজও ক্ষণে ক্ষণে ; 
বুকের উপর মাথা রেখে বলেছিলে - এতেই সুখ , শান্তি এলো মনে ! 
সেই থেকে হয়েছিলো প্রেমের শুরু , 
সেইদিন তোমায় মেনেছিলাম প্রেমের গুরু । 
দিন যায় মাস যায় চলে সেই প্রেমের খেলা , 
বছর শেষে এসে যায় বসন্ত মেলা । 
বাসন্তি শাড়ীতে তোমায় লাগছিলো বেশ , 
মনেতে লাগলো দোলা করেছিলাম মোর ভালোবাসা পেশ । 
সেইদিন - যেইদিন করেছিলাম মোর ভালোবাসা পেশ , 
দিয়েছিলে ভালোবাসার এক চিরন্তন প্রতীক , মহামূল্য তাহা তুলনার অশেষ । 
============================================================ 

একদিন সত্যি হবে



একদিন সত্যি হবে 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
---------------------------- 

একদিন সত্যি হবে , আমরা স্বাধীন হবো 
মুক্ত বাংলায় বুক ফুলিয়ে জয়েরই গান গাবো ।। 

যেদিন থাকবেনা কোন অন্যায় , 
ভাসবেনা কোন লাশ সন্ত্রাসী বন্যায়। 
নেতা সব করবেনা কোন চুরি , 
জনগণ করবে তাঁদের বাহাদুরী । 
শান্তির স্বর্গভূমি মোরা দেখতে পাবো , 
শান্ত শীতল হাওয়াতে মোরা মন হারাবো ।। 

অন্যায় দমনে নামবে রাজনীতিবিদ , 
সন্ত্রাসী কবর দিয়ে দেখাবে শান্তির জিদ। 
সবুজ গালিছায় লাগবেনা আর রক্তের দাগ , 
অশান্ত এই দেশ হয়ে যাবে শান্তির বাগ। 
শান্তির সুখ মোরা দেখতে পাবো , 
নিরাপদ দেশে শান্তির নিদ্রা যাবো ।। 

নিরাপদ হবে সব চলাচল পথ , 
হয়ে যাবে সকলেরই একই মত । 
থাকবেনা ভেদাভেদ জনতার মাঝে , 
সাজবে যে এই দেশ নতুন সাজে । 
ভুখা আর থাকবেনা কেহই কভু , 
হাসিমুখ সকলের দেখতে পাবো ।। 
================================== 

রবিবার, ২৭ নভেম্বর, ২০১১

নাবিক



নাবিক 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
---------------------------- 

কুল নাই কিনার নাই চারিদিকে অথৈ পানি , 
তার মাঝে নাবিক মোরা টানি জীবনের ঘানি । 
দেশ থেকে দেশান্তর চলি আমরা জলযান নিয়ে , 
পানিতেই মোদের জীবন মরণ কর্ম মোদের এই শর্ত দিয়ে । 
কখনো মানুষ কখনো মালামাল করি পারাপার জলপথ দিয়ে , 
এইভাবে মোদের কাটছে জীবন ভাবতে পারিনা স্থলপথ নিয়ে । 
আমরা নাবিক জীবনের ভেলা ভাসাই যখন অথই সাগর বুকে , 
পরিবার মোদের ফিরে না পাবার ভয়ে দিতে চায় মোদের রুখে । 
আশার বাণী শুনিয়ে তাদের জীবন ভেলা ভাসাই , 
আশাহীন জীবন জলপথে সপি পারিবারিক সুখের আশায় । 

=================================================== 

জমিদার ঃ সেকাল ও একাল



জমিদার ঃ সেকাল ও একাল 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
------------------------------- 

জমিদার নেই আর এই দেশে সত্য , 
আধুনিক জমিদারদের উৎপাত লেগে আছে নিত্য । 
আগেকার জমিদারের নেই সেই বড় বড় কাচারি , 
আধুনিক জমিদারদের দেখা যায় আকাশ ছোঁয়া দালান সব বাহারী । 
জমিদারের নেই সেই মেয়েদের নিয়ে খেলনার মেয়াদী বিয়ে , 
আধুনিক জমিদারের চলে আজ বিলাসী স্ফূর্তি নিত্য নতুন মেয়েদের নিয়ে । 
জমিদারদের নেই আজ সেই সব লাঠিয়াল , 
আধুনিক জমিদারদের আছে সব সন্ত্রাসী কোতোয়াল। 

পুরানো সব জমিদার গিয়েছে চলে 
রয়ে গেছে তাদের অত্যাচারের নিশানা , 
আধুনিক জমিদার নিয়েছে জন্ম 
সন্ত্রাস- অত্যাচার তাদের মূল কাজ জনকল্যান তাদের বাহানা । 
==============================================================

সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০৫



সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০৫
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
--------------------------------- 

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ । 
সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ । 
আজ রবিবার , ১৩ই অগ্রহায়ণ ১৪১৮ বঙ্গাব্দ , ২ মহররম ১৪৩৩ হিজরী , ২৭ নভেম্বর ২০১১ ঈসায়ী । সৌদি আরব সময় ০৭ : ৩০ সকাল । 
প্রবাসী বাংলাদেশ , আল মদিনা , সৌদি আরব থেকে সকলকে প্রভাতী শুভেচ্ছা । 
------------------------------------------------------------------------------------

কেমন আছেন প্রবাসী বন্ধুগণ । আশা করছি সবাই ভাল । অবশ্য বলছিনা সবাই দেশে যে রকম ভাল থাকতেন , সে রকম ভাল আছেন । একটা গান শুনেছিলাম অনেকদিন আগে । ঠিক মনে নেই , তবে এ রকমই হবে - 
“ ............... আমি অভিনয় করছি ........., ভাল আছি ............মুখস্থ সংলাপ বলছি ’’ । 
প্রবাসীদের জীবন ও এমনিই । আমরা অভিনয় করে যাই । শত কষ্টের মাঝেও আমাদের বলতে হয় - আমরা ভালো আছি । বাড়ি থেকে ফোনে যখন আত্মীয়-স্বজন জিজ্ঞেস করে “ কেমন আছ ? ’’ তখন কি আর বলা যায় ? বিদেশের মাঠিতে আমরা জেলে থাকি কিংবা হসপিটালে মৃত্যু যন্ত্রণায় চটপট করতে থাকলেও তাদের খুশির দিকে লক্ষ্য রেখে বলতে হয় - আমরা ভালো আছি । এটাই আমাদের নিত্যদিনের অভিনয় । ভাল থাকি আর না থাকি মুখস্থ করা এই সংলাপটি আমাদের বলতেই হয় । 
প্রবাসী বন্ধুগণ ! আমার মনে হয় আমার মত আপনারা তাই করছেন । ভাল না থাকলেও করে যাচ্ছে ভাল থাকার অভিনয় । পরিবারের সাথে বলছেন সেই মুখস্থ সংলাপ - “ আমি ভাল আছি ’’। বন্ধুগণ ! বলবেন কি ? আসলেই কি আপনারা প্রবাসে ভাল আছেন ? 
গতকাল সন্ধ্যায় আহসান উদ্দিন সুমন নামের এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম । আমার কাছে কিছু টাকা পেত , তা দিতেই তার কাছে যাওয়া । বাবা মায়ের বড় ছেলে সে । খুবই সহজ সরল । বাড়ি মিরশরাই , চট্টগ্রাম , আমাদের বাড়ি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। আমার কোন আত্মীয় না হলেও কতদিন একসাথে থাকায় আত্মার আত্মীয় রূপে প্রতিষ্ঠিত। প্রায় আড়াই বছর থেকে তার সাথে পরিচয় । এক বছর পূর্বে আমরা একসাথে থাকলেও এখন দু’জন প্রায় ৫ কিলোমিটার দুরে অবস্থান করছি । 
তার কুশলাদি জিজ্ঞেস করতেই বলল - “ কেন যে ঘরের বড় হয়ে জন্মালাম ’’! 
বললাম - কেন , কি হয়েছে ? 
সে বলল - প্রবাসী হয়েছে সে ৮ বৎসর । এখনো দেশে যাওয়া ভাগ্যে জোটেনি । বড় ছেলে হওয়াতে তার দায়িত্ববোধ তাকে এ পর্যন্ত দেশে যেতে দেয়নি । বয়স ৩২ । বিয়ে ভাগ্যও কপালে জোটেনি এখনও । সময় গড়িয়ে যাচ্ছে । জীবনের ইচ্ছা আকান্খা সকল দায়ভারের করতলে ধ্বংস হচ্ছে । পরিবার তার জীবন সম্পর্কে ভাবছেনা । 
আমার মনে হলো তার পরিবার যদি তার জীবন নিয়ে ভাবতো , তাকে একনাগাড়ে ৮ বৎসর সৌদিতে বা প্রবাসে কাটাতে হতোনা । তারও মন চায় একবার দেশে গিয়ে তার পরিবার দেখতে , দেশের মাটির গন্ধ শুকতে , দেশর নির্মল হাওয়া গায়ে লাগাতে । বিয়ে করে সাংসারিক হতে । কিন্তু তা সে পারছেনা । দায়িত্ববোধ তাকে দেশে যেতে দিচ্ছেনা । তার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে । স্পন্সরকে ৫০০০ রিয়াল দেয়া সত্তেও আরো ২০০০ রিয়ালের জন্য তার ওয়ার্ক পারমিট দিচ্ছেনা । এমনি আরও অজস্র পেরেশানীতে চলছে তার প্রবাস জীবন । ভাল আছে কি না জিজ্ঞেস করতেই সেও বলল সেই মুখস্থ সংলাপ - “ আমি ভাল আছি ’’! 
প্রবাসী বন্ধুগণ ! আমি জানি , আপনারাও হাজারো দুশ্চিন্তায় প্রবাস জীবন অতিবাহিত করছেন । যা জানতে পারছেনা আপনাদের পরিবার , আত্মীয় স্বজন । আপনারা তাদের হাসিমুখ দেখার জন্য তাদের তা জানতে দিচ্ছেন না । 
কি কোরবানী প্রবাসীদের তাদের পরিবারের জন্য , স্বদেশের জন্য । অথচ , একটি বারের জন্যও প্রবাসীদের পরিবার - আত্মীয় - স্বজন - স্বদেশ সে কোরবানী সম্পর্কে জানতে চায়না ! ভাবতে চায়না প্রবাসীদের জীবন নিয়ে ! কি বিচিত্র প্রবাসীদের পরিবার , আত্মীয় , স্বজন , স্বদেশ । দেশে যখন কোন পরিবারের সদস্য ২/১ দিনের জেলে যায় , তখন তাকে ছাড়ানোর জন্য কত কিছুই না করে । অথচ সেই পরিবারের কোন সদস্য বিদেশ নামের জেলখানায় উপনীত হয়ে বছরের পর বছর কাটিয়ে দিলেও তার মনের খবর জানার কোন লোক থাকেনা ! তাকে নিয়ে কেউ ভাবেনা ! 
প্রবাসী বন্ধুগণ ! মনের কথা অনেক বললাম । আগামীতে আরো বলার আশা রাখি । ভাল থাকুন সবাই । জীবনে শান্তি খুঁজে না পেলেও অপরকে শান্তি দিয়ে যান নিজ জীবনের কোরবানীর বিনিময়ে । ধরে নিন - 
“ ....................................... প্রত্যেকে আমরা পরের তরে ’’ । 
প্রবাসী বাংলাদেশ , মদিনা , সৌদি আরব থেকে বিশেষ ফেইসবুক কলাম আজ এ পর্যন্তই - আপনাদের সকলের জীবন সুন্দর হোক , শান্তির শীতল ধারা বয়ে যাক সকল প্রবাসী বন্ধুর জীবনে , ধৈর্য ও সততার ভিত্তিতে সকলের জীবন হোক মাধুর্যময় - এ কামনায় সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ । 

MOHAMMED ZAKARIA SHAHNAGARI 
======================================  

শনিবার, ২৬ নভেম্বর, ২০১১

সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০৪



সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০৪ 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী  


--------------------------------- 

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ । 
সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ । 
আজ শনিবার , ১২ই অগ্রহায়ণ ১৪১৮ বঙ্গাব্দ , ১লা মহররম ১৪৩৩ হিজরী , ২৬ নভেম্বর ২০১১ ঈসায়ী । 


সৌদি আরব সময় ০৭ : ৪৫ সকাল । 
প্রবাসী বাংলাদেশ , আল মদিনা , সৌদি আরব থেকে 
সকলকে হিজরী ( আরবী ) নববর্ষ ও প্রভাতী শুভেচ্ছা । 
------------------------------------------------------------------------- 

আজ হিজরী ( আরবী ) নববর্ষের প্রথম দিন পহেলা মুহররম ১৪৩৩ হিজরী । সেইসাথে সৌদি আরবের সপ্তাহের প্রথম দিন । সৌদি আরবে সপ্তাহ গণনা হয় শনিবার থেকে । নতুন বৎসরের নতুন দিনে সকলকে জানাই একরাশ ভালোবাসা এবং একগুচ্ছ ফুলেল শুভেচ্ছা । 
খ্রীষ্টিয় নববর্ষ আমরা মুসলীমরা যেভাবে আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করি , সেভাবে হিজরী সন তথা মুসলমানদের দিন গণনার বৎসরকে মুসলীমরা পালন করিনা ! হয়তো কারো জানাও নেই হিজরী সন সম্পর্কে । যদি আমাদের মুসলীমদের তা জানা থাকতো তবে আজকের মুসলমানদের এই নববর্ষের দিনে নববর্ষ পালন করে বিশ্বকে তাক লাগিয়ে দিতাম আমরা মুসলমানরা । 
অল্প ক’দিন পর আসছে ইংরেজী খ্রীষ্টীয় নববর্ষ । যা পালনের জন্য এখন থেকেই মুসলীমরা উঠে পড়ে লেগেছেন ! থার্টি ফাস্ট নাইট উদযাপনে মুসলীম তরুণ তরুণীরা এখন থেকেই তাদের সঙ্গীদের কন্টাক্ট করছেন কোন ক্লাবে গিয়ে তারা উলঙ্গ হয়ে উম্মত্ব নৃত্যের মধ্য দিয়ে খ্রীষ্টানদের সঙ্গ দিবেন ! বাজারে শুরু হয়েছে খীষ্টীয় নববর্ষ উদযাপনে শুভেচ্ছা কার্ডের রমরমা ব্যবসা । মুসলীম প্রধান দেশ বাংলাদেশের সর্বত্র চলবে থার্টি ফাস্ট নাইটে খ্রীষ্টীয় নববর্ষ উদযাপনের নামে মুসলীম নারী পুরুষদের উলঙ্গ নৃত্য সহ বিবিধ অসামাজিক কর্মকান্ড । 
আফসোস লাগে আমরা মুসলীম জাতী নিজেদের জাত পরিচয় - সংস্কৃতি - সভ্যতা ভুলে গিয়ে বিজাতীয় সংস্কৃতি - সভ্যতাকে আঁকড়ে ধরে তাদের পরিচয়ে পরিচিতি পেতে চাই । আমাদের জন্ম পরিচয় ভুলে গিয়ে ভিন্ন পরিচয়ে তুলে ধরতে আনন্দবোধ করি ! অথচ আমরা মুসলীম এই বলে গৌরান্বিত হতেও ছাড়িনা । আমাদের কর্ম সকল খ্রীষ্টীয় আর নাম সকল মুসলীম - নাম সর্বস্ব মুসলীম আমরা আমাদের জীবন অলঙ্কৃত করে নিয়েছি খ্রীষ্টিয় সব অলঙ্কারে ! 
কথা হচ্ছিল - আমরা মুসলীম হয়ে মুসলীমদের নববর্ষ পালন করিনা , পালন করি খ্রীষ্টীয় নববর্ষ । আজকের মুসলমানদের এই নববর্ষের দিনে ফেইসবুকে কারো কোন শুভেচ্ছা বাণী পাইনা , অথচ সমাগত খ্রীষ্টীয় নববর্ষে শুভেচ্ছা বাণীতে ভরে যাবে ফেইসবুকের প্রতিটি পাতা । আর তা ভরাবে মুসলীমরাই ! কারণ , ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে সংখ্যার দিক থেকে মুসলীমরাই বেশী । এই হলো মুসলীমদের বিবেকের প্রদর্শনী ! 
যা হোক , আরব বিশ্বে যে সকল মুসলীম প্রবাসী রয়েছেন , এই নববর্ষের নতুন দিন তাদের জীবনে নিয়ে আসুক সুন্দর জীবনের প্রতিশ্রুতি । তাদের সকলের জীবন পরিচালিত হোক নতুন বৎসরের নতুন আরাধনায় । তাদের জীবন প্রস্ফুটিত হোক নতুন রূপে । তাদের জীবন আলোকিত হোক নতুন বৎসরের নতুন আলোয় । আর অন্যান্য ধর্মাবলম্বী যাঁরা প্রবাস জীবন অতিবাহিত করছেন তাদেরকে জানাচ্ছি হিজরী নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা । 
প্রবাসী বাংলাদেশ , মদিনা , সৌদি আরব থেকে বিশেষ ফেইসবুক কলাম আজ এ পর্যন্তই - আপনাদের সকলের জীবন সুন্দর ও স্বচ্ছল হোক - এ কামনায় সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ । 



MOHAMMED ZAKARIA SHAHNAGARI 
======================================= 

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১১

সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০৩



সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০৩ 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 


---------------------------------


আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ । 
সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ । 
আজ শুক্রবার , ১১ই অগ্রহায়ণ ১৪১৮ বঙ্গাব্দ , ২৯ জিলহজ ১৪৩৩ হিজরী , ২৫ নভেম্বর ২০১১ ঈসায়ী । সৌদি আরব সময় ০৬ : ৫০ সকাল । 
প্রবাসী বাংলাদেশ , আল মদিনা , সৌদি আরব থেকে 

সকলকে প্রভাতী শুভেচ্ছা ।
-------------------------------------------------------------------------

এই মাত্র ফজরের নামাজ শেষ হলো । হাতছানি দিচ্ছে ভোরের সূর্য । শুরু হচ্ছে আরও একটি কর্মমুখর নতুন দিন । খুলছে দোকান্দারগণ দোকানের ইলেক্ট্রনিক্স সার্টার । আকাশের পূর্ব দিগন্তে ঊষামান সূর্যের আলোকরেখায় উদ্ভাসিত মদিনার রাজপথ । 

খালি হয়ে আসছে মদিনার অলিগলি । কমে আসছে প্রবাসীদের কর্মচাপ । দীর্ঘ দেড়মাস ধরে হাজিদের পদচারনায় মুখরিত মক্কা-মদিনায় ফিরে আসছে শান্ত নীরবতা । আগামী ১৫ই মহররমের পর হাজিদের চাপ আর থাকবেনা বললেই চলে । পৃথিবীর সকল দেশ থেকে আসা সৌদির মেহমান হাজিগণ ফিরে যাচ্ছেন নিজ নিজ দেশে । প্রায় অর্ধেকেরই উপর হাজি সাহেবান ইতিমধ্যেই সৌদি আরব থেকে স্বদেশে ফিরে গেছেন । বছরের ( জিলক্বদ ১৫ থেকে মহররম ১৫ ) এই দুইটা মাস মক্কা - মদিনা থাকে আল্লাহর মেহমানদের পদচারনায় মুখরিত । মাস মক্কা - মদিনা - জেদ্দা এই তিনটা শহরের প্রবাসীদের থাকতে হয় উক্ত দুইমাস বিশেষ কর্মচাপে । সকল প্রকার ব্যবসা কেন্দ্র সহ তিন শহরের অলি গলিতে কর্মসম্পাদনে নেয়া হয় অতিরিক্ত কর্মী । ২৪ ঘন্টা থাকে মক্কা - মদিনার রাস্তাঘাট জনসয়লাব । সৌদিবাসীদের চোখে ধরা দেয় পৃথিবীর সকল দেশের মানুষদের আচার ব্যবহার আর তাদের জীবনাচরণ ভিন্নতা । সৌদিবাসীদের সাথে আলাপ হয় পৃথিবীর বহুরূপী মানুষদের । মক্কা - মদিনায় নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা । আর ব্যবসায়ীদের চলে ব্যবসার জোয়ার । 

এই বৎসর মক্কা - মদীনায় ছোটখাট দূর্ঘটনা ছাড়া উল্লেখযোগ্য তেমন বড় কোন ঘটনা ঘটেনি । মক্কায় এই বৎসরের বিশেষ আকর্ষণ বিশেষ ট্রেন চালু হওয়ায় হাজিদের তেমন কষ্ট হয়নি যাতায়াতে । বিশ্বের বিভিন্ন টিভি চ্যানেল সহ মিডিয়াগুলোতে সরাসরি হজ্জ সম্প্রচার করায় পৃথিবীর দিগন্তব্যাপী মানুষগুলো হজ্জকর্ম সরাসরি দেখতে পেয়েছেন । মক্কা - মদিনার ভিতর বাহিরে আধুনিক প্রযুক্তি নির্ভর শীতাতপ নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা থাকায় হাজিগণ দুই হারাম সহ আরাফাত - মিনা - মুজদালিফায় তেমন গরম অনুভব করেননি । জামারাতে শয়তানকে পাথর মারতে ৪ তলার বিশেষ ব্যব্স্থা নেয়ায় হাজিদের পূর্বের ন্যায় তেমন কষ্ট পোহাতে হয়নি । এই বৎসর হাজিগণ আরাফাত - মুজদালিফা - মিনা সহ দুই হারামে টয়লেটের যে অসুবিধা ভোগ করেছেন , আশাকরি আগামী বৎসর তার অনেকাংশ কমে যাবে । 

সর্বাধুনিক ভিত্তিতে হাজিদের হজ্জ কর্ম সম্পাদনে মক্কা - মদিনায় নেয়া হচ্ছে আধুনিক সব আকর্ষনীয় বিশেষ ব্যবস্থা । আশা করছি আগামী হজ্জে হাজিগণ মক্কার কাবাঘর তথা সাফা মারওয়ার নিকট থেকে ট্রেনে যাতায়াত করতে পারবেন । হাজিদের সুবিধার্থে মক্কা - মদিনা যাতায়াতে নেয়া হচ্ছে আধুনিক বিশেষ প্রকল্প । উক্ত প্রকল্প চালু হলে ৩ থেকে ৪ ঘন্টায় হাজিগণ সর্বাধুনিক ট্রেনে মক্কা - মদিনায় যাতায়াত করতে পারবেন । হাজিদের সুবিধার দিকে লক্ষ্য রেখে সৌদি সরকার মক্কা - মদিনা - জেদ্দাতে সর্বাধুনিক ভিত্তিতে নিত্য নতুন সব বিশেষ বিশেষ প্রকল্প হাতে নিচ্ছে । এই বৎসর হাজিগণ যে সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারেননি , আগামী হজ্জে তার বহুলাংশ ভোগ করতে পারবেন বলে আশা করা যাচ্ছে । 

প্রবাসী বাংলাদেশ , মদিনা , সৌদি আরব থেকে বিশেষ ফেইসবুক কলাম আজ এ পর্যন্তই - রইলো সকলের জন্য শুভকামনা । 

বাংলাদেশী প্রবাসী নাগরিকদের জীবনযাত্রা সহজ ও উজ্জ্বলতর হোক , এ কামনায় - সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ । 

MOHAMMED ZAKARIA SHAHNAGARI 
EMAIL : zakariashahnagari@gmail.com ====================================  

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০২



সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০ 

মুহাম্মদ জাকারিয়া শাহনগরী

---------------------------------  


আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ । 

সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ । 
আজ বৃহস্পতিবার , ১০ই অগ্রহায়ণ ১৪১৮, জিলহজ ১৪৩ , নভেম্বর ২০১১,
প্রবাসী বাংলাদেশ , আল মদিনা , সৌদি আরব সময় ০৬ : ৫০ সকাল । 


প্রবাসী বাংলাদেশ , আল মদিনা , সৌদি আরব থেকে সকলকে প্রভাতী শুভেচ্ছা । 

 -------------------------------------------------------------------------

একলা বসে শীতার্ত রজনী করেছি পার
এসেছি এখন সূর্যোদয়ের মুখোমুখি ,
অল্প পরেই দেখা দিবে লালিমাময় সূর্যের ঊষাকাল
শুরু হবে মানুষের ঢল যাত্রা হবে তাদের কর্মমুখী ।
প্রবাসের কন্টকাকীর্ন পথ ডিঙ্গিয়ে
প্রবাসী সকল করবে কর্মে অবগাহন ,
রথযানে যাত্রা তাদের সঞ্চয় করে অর্থ স্বদেশের লাগি
তাই শত কষ্টেও নেয়না তারা কোন যানবাহন ।

হে মোর প্রিয় স্বদেশবাসী !
যারা রয়েছো বিদেশ হয়েছো প্রবাসী ,
দেশের তরে দিচ্ছ আত্মত্যাগ
যদিও নিয়েছো জীবনে বিচ্ছেদের ফাঁসি ।

সকল মনোবেদনা সরে যাক তোমাদের
কর্মমুখর সময় দিয়ে ,
আনন্দমুখর হয়ে উঠুক প্রবাস জীবন
স্বদেশের কল্যান চিন্তা মাথায় নিয়ে ।
------------------------------------------------------------------
সকল প্রবাসী বাংলাদেশী নাগরিকদের কর্মযাত্রা শুভ হোক - এ কামনায় সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ ।
=========================================================

সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০১



সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০১ 

মুহাম্মদ জাকারিয়া শাহনগরী

---------------------------------




আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ । 

সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ । 
আজ সোমবার, ৭ অগ্রহায়ণ ১৪১৮, ২৫ জিলহজ ১৪৩২ ,২১ নভেম্বর ২০১১,
প্রবাসী বাংলাদেশ , আল মদিনা , সৌদি আরব সময় ০৮: ২০ সকাল । 

প্রবাসী বাংলাদেশ আল মদিনা সৌদি আরব থেকে সকলকে প্রভাতী শুভেচ্ছা । 
প্রবাসী বাংলাদেশীরা যাঁরা নাইট ডিউটি করছেন , তাঁরা এখনও কাজ ছাড়েননি । যাঁরা ডে ডিউটি করবেন তাঁরা এখনো ঘুম ছাড়েননি । অবশ্য নাইট ডিউটিতে যাঁরা গতকাল সন্ধ্যা ৬ টায় যাগ দিয়েছেন , তাঁরা এক ঘন্টা পূর্বেই কর্মস্থল ত্যাগ করে বাসায় পৌঁছে এখন গভীর ঘুমে অচেতন । যাঁরা দেশে বিবি রেখে এসেছেন তাঁদের কেহ কেহ এখনও বিবির চিন্তায় না ঘুমিয়ে বিভিন্ন মন ভুলা কর্মে আত্মনিয়োগ করে যন্ত্রণাকাতর জীবন অতিবাহিত করছেন । 
যাঁরা ডে ডিউটিতে ভোর ৬ টায় যোগ দেয়ার কথা, তাঁরা ভোর ৫ টায় ঘুম থেকে উঠে কর্মস্থলে উপস্থিত হয়ে এখন কর্ম ব্যস্থতায় ডুবে আছেন । যাঁরা গত রাত ৯ টায় কর্মে যাগ দিয়েছেন , তাঁরা সকাল ৯ টায় কর্মস্থল ত্যাগ করে বাসায় ফিরবেন । আর যাঁরা সকাল ৯টায় কর্মে যোগ দিবেন , তাঁরা এখন কর্মস্থলে যাবার প্রস্তুতি নিচ্ছেন । 
সকল প্রবাসী বাংলাদেশী নাগরিকদের কর্মযাত্রা শুভ হোক - এ কামনায় সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ ।

=============================================================