সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০৫
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
---------------------------------
আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ ।
সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ ।
আজ রবিবার , ১৩ই অগ্রহায়ণ ১৪১৮ বঙ্গাব্দ , ২ মহররম ১৪৩৩ হিজরী , ২৭ নভেম্বর ২০১১ ঈসায়ী । সৌদি আরব সময় ০৭ : ৩০ সকাল ।
প্রবাসী বাংলাদেশ , আল মদিনা , সৌদি আরব থেকে সকলকে প্রভাতী শুভেচ্ছা ।
------------------------------------------------------------------------------------
কেমন আছেন প্রবাসী বন্ধুগণ । আশা করছি সবাই ভাল । অবশ্য বলছিনা সবাই দেশে যে রকম ভাল থাকতেন , সে রকম ভাল আছেন । একটা গান শুনেছিলাম অনেকদিন আগে । ঠিক মনে নেই , তবে এ রকমই হবে -
“ ............... আমি অভিনয় করছি ........., ভাল আছি ............মুখস্থ সংলাপ বলছি ’’ ।
প্রবাসীদের জীবন ও এমনিই । আমরা অভিনয় করে যাই । শত কষ্টের মাঝেও আমাদের বলতে হয় - আমরা ভালো আছি । বাড়ি থেকে ফোনে যখন আত্মীয়-স্বজন জিজ্ঞেস করে “ কেমন আছ ? ’’ তখন কি আর বলা যায় ? বিদেশের মাঠিতে আমরা জেলে থাকি কিংবা হসপিটালে মৃত্যু যন্ত্রণায় চটপট করতে থাকলেও তাদের খুশির দিকে লক্ষ্য রেখে বলতে হয় - আমরা ভালো আছি । এটাই আমাদের নিত্যদিনের অভিনয় । ভাল থাকি আর না থাকি মুখস্থ করা এই সংলাপটি আমাদের বলতেই হয় ।
প্রবাসী বন্ধুগণ ! আমার মনে হয় আমার মত আপনারা তাই করছেন । ভাল না থাকলেও করে যাচ্ছে ভাল থাকার অভিনয় । পরিবারের সাথে বলছেন সেই মুখস্থ সংলাপ - “ আমি ভাল আছি ’’। বন্ধুগণ ! বলবেন কি ? আসলেই কি আপনারা প্রবাসে ভাল আছেন ?
গতকাল সন্ধ্যায় আহসান উদ্দিন সুমন নামের এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম । আমার কাছে কিছু টাকা পেত , তা দিতেই তার কাছে যাওয়া । বাবা মায়ের বড় ছেলে সে । খুবই সহজ সরল । বাড়ি মিরশরাই , চট্টগ্রাম , আমাদের বাড়ি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। আমার কোন আত্মীয় না হলেও কতদিন একসাথে থাকায় আত্মার আত্মীয় রূপে প্রতিষ্ঠিত। প্রায় আড়াই বছর থেকে তার সাথে পরিচয় । এক বছর পূর্বে আমরা একসাথে থাকলেও এখন দু’জন প্রায় ৫ কিলোমিটার দুরে অবস্থান করছি ।
তার কুশলাদি জিজ্ঞেস করতেই বলল - “ কেন যে ঘরের বড় হয়ে জন্মালাম ’’!
বললাম - কেন , কি হয়েছে ?
সে বলল - প্রবাসী হয়েছে সে ৮ বৎসর । এখনো দেশে যাওয়া ভাগ্যে জোটেনি । বড় ছেলে হওয়াতে তার দায়িত্ববোধ তাকে এ পর্যন্ত দেশে যেতে দেয়নি । বয়স ৩২ । বিয়ে ভাগ্যও কপালে জোটেনি এখনও । সময় গড়িয়ে যাচ্ছে । জীবনের ইচ্ছা আকান্খা সকল দায়ভারের করতলে ধ্বংস হচ্ছে । পরিবার তার জীবন সম্পর্কে ভাবছেনা ।
আমার মনে হলো তার পরিবার যদি তার জীবন নিয়ে ভাবতো , তাকে একনাগাড়ে ৮ বৎসর সৌদিতে বা প্রবাসে কাটাতে হতোনা । তারও মন চায় একবার দেশে গিয়ে তার পরিবার দেখতে , দেশের মাটির গন্ধ শুকতে , দেশর নির্মল হাওয়া গায়ে লাগাতে । বিয়ে করে সাংসারিক হতে । কিন্তু তা সে পারছেনা । দায়িত্ববোধ তাকে দেশে যেতে দিচ্ছেনা । তার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে । স্পন্সরকে ৫০০০ রিয়াল দেয়া সত্তেও আরো ২০০০ রিয়ালের জন্য তার ওয়ার্ক পারমিট দিচ্ছেনা । এমনি আরও অজস্র পেরেশানীতে চলছে তার প্রবাস জীবন । ভাল আছে কি না জিজ্ঞেস করতেই সেও বলল সেই মুখস্থ সংলাপ - “ আমি ভাল আছি ’’!
প্রবাসী বন্ধুগণ ! আমি জানি , আপনারাও হাজারো দুশ্চিন্তায় প্রবাস জীবন অতিবাহিত করছেন । যা জানতে পারছেনা আপনাদের পরিবার , আত্মীয় স্বজন । আপনারা তাদের হাসিমুখ দেখার জন্য তাদের তা জানতে দিচ্ছেন না ।
কি কোরবানী প্রবাসীদের তাদের পরিবারের জন্য , স্বদেশের জন্য । অথচ , একটি বারের জন্যও প্রবাসীদের পরিবার - আত্মীয় - স্বজন - স্বদেশ সে কোরবানী সম্পর্কে জানতে চায়না ! ভাবতে চায়না প্রবাসীদের জীবন নিয়ে ! কি বিচিত্র প্রবাসীদের পরিবার , আত্মীয় , স্বজন , স্বদেশ । দেশে যখন কোন পরিবারের সদস্য ২/১ দিনের জেলে যায় , তখন তাকে ছাড়ানোর জন্য কত কিছুই না করে । অথচ সেই পরিবারের কোন সদস্য বিদেশ নামের জেলখানায় উপনীত হয়ে বছরের পর বছর কাটিয়ে দিলেও তার মনের খবর জানার কোন লোক থাকেনা ! তাকে নিয়ে কেউ ভাবেনা !
প্রবাসী বন্ধুগণ ! মনের কথা অনেক বললাম । আগামীতে আরো বলার আশা রাখি । ভাল থাকুন সবাই । জীবনে শান্তি খুঁজে না পেলেও অপরকে শান্তি দিয়ে যান নিজ জীবনের কোরবানীর বিনিময়ে । ধরে নিন -
“ ....................................... প্রত্যেকে আমরা পরের তরে ’’ ।
প্রবাসী বাংলাদেশ , মদিনা , সৌদি আরব থেকে বিশেষ ফেইসবুক কলাম আজ এ পর্যন্তই - আপনাদের সকলের জীবন সুন্দর হোক , শান্তির শীতল ধারা বয়ে যাক সকল প্রবাসী বন্ধুর জীবনে , ধৈর্য ও সততার ভিত্তিতে সকলের জীবন হোক মাধুর্যময় - এ কামনায় সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ ।
MOHAMMED ZAKARIA SHAHNAGARI
======================================
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন