২। পোশাক আশাকে শালীনতা ধারণ করুন।
৩। অপরিচিত মোবাইল/ল্যান্ড ফোনকল গ্রহণ থেকে বিরত থাকুন।
৪। আপন পিতা, আপন ভাই, আপন মামা , আপন চাচা , স্বামী, পুত্র ব্যতিত সকল পুরুষ সঙ্গ এড়িয়ে চলুন।
৫। আপন পুরুষদের সম্মুখে শরীরের শালীনতা বজায় রাখুন।
৬। জীবনের প্রয়োজনে অনেক সময় ভিন্ন পুরুষদের বন্ধু বানাতে হয় , এই সব বন্ধুদের সাথে দুরত্ব বজায় রাখুন। এবং তাদের যে কোন কথাকে বিবেক দিয়ে বিচার করুন তারপর সিদ্ধান্ত নিন।
৭। নিজের বান্ধবীদের উপর পূর্ণ আস্থা রাখবেননা।
৮। নির্জন জায়গায় না দাড়িয়ে জনাকীর্ণ জায়গায় দাঁড়ান।
৯। কোন জায়গায় যেতে অত্যান্ত আপনজনের কাউকে সঙ্গে নিন।
১০। পথচলায় শালীনতা বজায় রাখুন , যতটুক পারা যায় শরীরের সর্বাঙ্গ ঢেকে নিন, অপরিচিতদের সাথে কর্কষ স্বরে কথা বলুন, সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকুন এবং কালো চশমা চোখে দিন।
১১। গাড়ীতে চড়াকালীন নিজের শরীরকে অন্যদের সাথে স্পর্শ করা থেকে বাঁচিয়ে রাখুন।
১২। উচ্চস্বরে আলাপ করা ও হাসি দেয়া থেকে বিরত থাকুন।
১৩। যে কোন কর্মে কথা কম বলার প্রশিক্ষণ নিন।
১৪। সম্ভব হলে লাইসেন্স যুক্ত কোন অস্ত্র সাথে রাখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন