********************
প্রভাতের সূর্ষোদয়ের মতো
এমনই একদিন এসেছিলে তুমি ,
আলোকিত হয়েছিল জননীর কোল
ফুটেছিল ধরণীর তলে একটা নিষ্পাপ ফুল।
বাগানে নতুন আসা ফুলের মতো
বরণ করেছিল তোমায় আনন্দের সমারোহে ;
ঘরের প্রতিটি মানুষ -
আদরে আদরে ভরিয়ে দিয়েছিল তোমার সর্বাঙ্গ
মনে করেছিল সবাই – এইতো আকশের চাঁদ !
মৃত্যু যাতনা পেরিয়ে নবজীবন প্রাপ্ত জননী যখন
দেখল তার পাশে শোয়ে আছে নাড়ী ছেড়া ধন,
আনন্দ-খুশির মূর্ছনায় ঝলঝল করছিল জননীর মুখ
পেয়ে গেছে যেন সে ধরণীর মাঝেই স্বর্গসুখ !
স্বর্গসুখ নিয়ে এদিন তুমি এসেছিলে মায়ের কোল জুড়ে
দিয়েছিলে ভুলিয়ে মায়ের বেদনা সকল ,
আনন্দের জোয়ারে ভাসিয়ে সকলেরে
নিয়েছিলে এই পৃথিবীতে দখল ।
হেসেছিল পৃথিবী তোমার আগমনে , উঠেছিল দুলে
বরণ করেছিল তোমায় - এক নতুন আশার মুলে।
তোমার আগমনে যেভাবে হেসেছে পৃথিবী
সেভাবেই হাসতে থাকবে সদা তোমার কর্মফলে ,
তোমার আগমনে যেভাবে হয়েছে আলোকিত মায়ের মুখ
সেভাবে থাকবে আলোকিত তোমার জীবনচারে।
তোমার আগমনে সেদিন মা-জননী যেভাবে পেয়েছিল স্বর্গসুখ ,
সেভাবেই পেয়ে যাবে সুখ অনন্তকাল তোমারই কর্মগুণে।
তোমার আসার আনন্দে যেমন হয়েছিল সকলেই আত্মহারা
তেমনি সবাই থাকবে আনন্দে মাতোয়ারা
তোমার কর্মে যখন থাকবে মানবতার ধারা।
প্রথম দিনের ফুটা ফুলের মতো
জীবন হোক তোমার বরণীয় ।
প্রথম দিনের ফুটা নিষ্পাপ ফুলের মতো
জীবনাচরণ হোক তোমার – উদ্ভাসিত ।
পৃথিবীতে প্রথম দিন আগমনের মতো
সকলের মাঝে হোক তোমার উপস্থিতি,
পৃথিবীতে তোমার আগমনের আনন্দের মতো
হোক সকলেই আনন্দিত তোমায় দেখে।
তোমার জীবন হোক সেই ফুলটির মতো
যা বাগানের ফুটা সেই শ্রেষ্ট ফুল।
তোমার জীবন হোক সেই রাঙ্গা প্রভাতের সূর্যের মতো
যা দিগন্তে ঊষামান লালিলাময় প্রভাতের অরুণ রবি।
তোমার জীবনের পথচলা হোক
সেই মসৃন পথ দিয়ে দ্রুত চলার মত
যেভাবে যানজটহীন রাস্তা দিয়ে
দ্রুততার সহিত চলে যায় কোন ভিআইপির গাড়ী।
তোমার জীবনকর্ম হোক সে মানুষটির মতো
যেন মানবতার জয়ের লক্ষ্যে চলমান
মানবতার ঝান্ডাধারী এক নির্ভীক সৈনিক।
এমনই আশায় হোক তোমার এই নব পদযাত্রা ,
এমনই কর্মে হোক তোমার আগামী দিনের আয়োজন।
======================
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন