যানবাহন বিবরণ :-
চট্টগ্রাম শহর থেকে (হাটহাজারী হয়ে)-ফটিকছড়ি অথবা খাগরাছড়ির বাস যোগে অথবা সিএনজি-প্রাইভেট কার (শেয়ার) যোগে ফটিকছড়ি উপজিলা সদর (বিবিরহাট)। বিবিরহাট (হাতিরপুল) থেকে (গহিরা-হেয়াকোঁ সড়ক হয়ে)-জীপ-সিএনজি-টেক্সি-রিক্সা-প্রাইভেট কার (শেয়ার) যোগে দক্ষিণ রাঙ্গামটিয়া চৌমুহনী বাজার। এখান থেকে (প্রাইভেটভাবে) রিক্সা-সিএনজি-টেক্সি-প্রাইভেট কার যোগে ফেনুয়া চা বাগান।
সময় বিবরণ :-
চট্টগ্রাম শহর থেকে বিবিরহাট-(সর্বোচ্চ) ২ ঘন্টা। বিবিরহাট (হাতিরপুল) থেকে ফেনুয়া চা বাগান-(সর্বোচ্চ) ২ ঘন্টা। (ফিরতি পথের সময় ও অনুরূপ।) বাগানে অবস্থান-(সর্বোচ্চ) ৪ ঘন্টা।
থাকা ও খানা :-
বাগানে থাকার কোন ব্যবস্থা নেই। তবে বিবিরহাটে রাত্রিযাপনের জন্য কমদামী কিছু বোর্ডিং রয়েছে। বাগানে দুপুরের খাবারের জন্য উপজিলা সদর বিবিরহাটই উত্তম। বাগানে বেশিক্ষণ অবস্থানের জন্য দুপুরের খাবার বিবিরহাট থেখেই সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত।
কি কি দেখবেন ?
পুরোটা বাগান জুড়ে দেখতে পাবেন মহান আল্লাহর এক অপূর্ব সৃষ্টি ! মনোহর সব নৈসর্গিক দৃশ্য ! গভীর অরন্যে সরাসরি দেখা মিলতে পারে বিভিন্ন প্রজাতির পশু-পাখি-কীট-পতঙ্গের। ভাগ্য ভালো হলে বাঘের দেখাও মিলতে পারে। আরও দেখুন বাগানের চমক বিশাল চা তৈরীর ফেক্টরী। দেখুন সকল উপজাতীয়দের জীবনাচার। সবকিছুই মনের বাগানে চাষাবাদ হয়ে যাবে আজিবনের মত। বিশ্বাস না হলে ঘুরেই আসুন না একবার হে মহান পর্যটক। এত সুন্দর একটা স্থানে পৌঁছে যেন এ অদমকে একটু স্মরণ করতে মনে কার্পণ্যতা না এসে যায় ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন