এমন একটা লেখা চাই ...
( এ লেখাটি Zinnat Jhinuk নামের একজন পাঠকবন্ধুকে উৎসর্গ করলাম । আমার গতকালের লেখার উপর উক্ত বন্ধুর একটা মন্তব্য না পেলে আমার আজকের এ লেখার সৃষ্টি হতোনা । তাই উক্ত বন্ধুকে জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা )
- মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
---------------------------------------------------
কাল একটা লেখা পোষ্ট
করেছিলাম -
যারা প্রেমপূঁজারী লেখাটা
তাদের ভালো লেগেছিলো ,
আর যারা সমাজের বাস্তবতা
নিয়ে ভাবেন লেখাটা তাদের ভালো লাগেনি ।
উক্ত লেখার উপর এক
পাঠকবন্ধুর মন্তব্য ছিলো -
(মন্তব্যটি এখানে হুবহু তুলে
ধরছিনা )
আমি থেকে বেরিয়ে আমাদের সাথে
আসুন ,
আমাকে নিয়ে না লিখে আমাদের
নিয়ে লিখুন ,
তাকে নিয়ে না ভেবে তাদের
নিয়ে ভাবুন !
ভাবনায় পড়ে গেলাম পাঠকের
মন্তব্যে -
কি লিখবো এর প্রতিউত্তর ?
শুধুই বললাম চেষ্ঠা করবো ।
ঠিকই তো ! অবাস্তব প্রেম
নিয়ে আর কতো লেখালেখি ?
বাস্তবতার দিকে দৃষ্টি দিতে
কেন এতো কার্পণ্যতা ?
প্রেম কি ? শুধুই নর-নারীর
প্রতি আকর্ষণ ?
লেখালেখির বিষয় কি ? শুধুই
অবাস্তব প্রেমের কল্পনা ?
নাড়া দিয়ে গেলো মনে প্রিয়
পাঠকের মন্তব্য ;
ইদানিং লক্ষ্য করছি ,
লেখালেখি যেন হয়ে উঠেছে
কেবলই নর-নারীর প্রতি
আকর্ষণের দূর্বার আবেগ বিশ্লেষণ !
মানব প্রেম তাতে হচ্ছেনা
প্রদর্শিত ,
যাবতীয় লেখালেখি আমি এবং
তুমিতে পরিণত ।
আমাদের নিয়ে কে লিখবে ?
ভাবনাবহুল একটা প্রশ্ন !
তাদের নিয়ে কে লিখবে, যারা
অসহায় ?
তাদের প্রতি কে প্রেম নিবেদন
করবে , যারা প্রেমাকাঙ্খী ?
তাদের কথা কে বলবে , যারা
অত্যাচারিত - নিপীড়িত ?
তাদের মুখপাত্র কে হবে ,
যারা মুখ-বধির ?
অনেক কষ্টে প্রিয় পাঠকের
মন্তব্য উপলব্ধি করলাম ;
অবাস্তব প্রেমের মহাসমুদ্রে
গা না ভাসিয়ে
বাস্তব প্রেমসাগরে অবগাহন
করুন ,
রোমান্টিক প্রেমের কল্পনায় উন্মাদ
নাহয়ে
মানব প্রেমের কারাগারে বন্দী
হোন ,
লেখার মাঝে কল্পনা নয়
চারিপাশের বাস্তবতাকে তুলে
ধরুন ,
লেখার মধ্য দিয়ে অসহায়দের
সঙ্গী হোন ,
লেখনীতে মানবপ্রেমের ভাষা
ফুটিয়ে তুলুন ,
লেখার মাধ্যমেই তৈরী করুন
অন্যায় - অত্যাচার -
নিপীড়নের বিরুদ্ধে সোচ্ছার কন্ঠ ,
লেখালেখিতে তুলে ধরুন
মুখ-বধিরদের মনের আকুলতা ,
লেখার ভাবনায় শুধু আমি তুমি
নয়
ভাবুন আমাদের - তাহাদের -
তাহাকে নিয়েও ।
প্রিয় পাঠকের মনের ভাষা
বুঝতে পারলাম ;
এমন একটা লেখা চাই -
যাতে প্রদর্শিত হবে অসহায়দের
বুকফাটা আর্তনাদ ,
যাতে ফুটে উঠবে মানব প্রেমের
অবিস্মরণীয় রূপ ,
যাতে বলা হবে অন্যায় -
অত্যাচার - নিপীড়নের বিরুদ্ধে শাণিত সংলাপ ,
যাতে প্রচার হবে মুখ-বধিদের
মনের আরাধনা
প্রিয় পাঠকের আর্জি বুঝতে
পারলাম ;
এমন একটা লেখা চাই -
যা প্রমাণ করবে - লেখক শুধু
লেখকই নন অসহায়দের সহায়-সঙ্গী ,
যা প্রদর্শন করবে - লেখকের
ভিতরকার মানবপ্রেম ,
যা বলবে - লেখক অত্যাচার -
অনাচার - নিপীড়নর বিরুদ্ধে অকুতুভয় সৈনিক ,
যা প্রচার করবে - লেখক
মুখ-বধিদের মুখপাত্র ।
পাঠকের তাগাদা সম্পর্কে
জানতে পারলাম ;
এমন একটা লেখা চাই -
যে লেখা হবে - সমাজের
অনিয়মের বিরুদ্ধে সোচ্ছার প্রতিবাদ ,
যে লেখা হবে - অত্যাচার -
অনাচার - নিপীড়ন - অবিচার উৎপাটনের ষ্টিম রোলার ,
যে লেখা হবে - মুখ-বধিদের
মুখের বুলি ,
যে লেখা হবে - শোষক শ্রেনীর
শোষণের বিরুদ্ধে শানিত তলোয়ার ।
প্রিয় পাঠকের মনের কথা জানতে
পারলাম ;
এমন একটা লেখা চাই -
যে লেখার বিষয় হবে - অসহায়
মানুষদের নিয়ে ,
যে লেখার বিষয় হবে - মানব
প্রেম নিয়ে ,
যে লেখার বিষয় হবে - সকল
প্রকার অন্যায়ের নির্মূলে ,
যে লেখার বিষয় হবে - শোষকর
শোষণের বিরুদ্ধে ।
প্রিয় পাঠকের তীক্ষ্ন দৃষ্টি
দেখতে পেলাম ;
লেখককে প্রেমপূঁজারী নয়
মানবপূঁজারী হতে হবে ,
লেখককে নিজেকে নিয়েই নয়
অন্যকে নিয়েও ভাবতে হবে ,
লেখককে কল্পনায় নয় সমাজ
সংশোধনের চিন্তায় মগ্ন হতে হবে ,
লেখককে ব্যক্তিগত জীবনই নয়
সমষ্ঠিগত জীবন নিয়েও পথ চলতে হবে ।
======================================================
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন