আমার লেখালেখির অন্তরালে ...
( পর্ব - ১ )
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
---------------------------------
কবি , কাব্য , কাব্যিকতা - এগুলোর সংজ্ঞা কি , আমি জানিনা । ছন্দরীতি , কাব্যনীতি , কবিনীতি - এগুলোর সুত্র কি , আমি বুঝিনা । কবি কে , কাব্য কি , কাব্যিকতা কোন জিনিস , সে বিষয়েও আমি কিছু জানিনা । সাহিত্য সৃষ্টির উপাদান সম্পর্কেও আমি অনভিজ্ঞ । এমনকি , ছোটকাল থেকে শোনা “ সাহিত্য ’’ শব্দটির “ সা ’’ সম্পর্কেও আমি অজ্ঞ ।
তবে , আমি শুনেছি , মানুষের উপকারী কবিতা , ছড়া , গল্প , উপন্যাস ইত্যাদিকেই বলা হয় সাহিত্য । আমি বুঝেছি , সাহিত্য নির্ভর করে - কবি , উপন্যাসিক , গল্পকার , ছড়াকার তথা লেখকদের লেখনী বা সৃষ্ঠির উপর । আমি জেনেছি , সাহিত্য সৃষ্ঠি হয় - ছন্দরীতি , কাব্যরীতি , গল্পরীতি , উপন্যাসরীতি , ছড়ারীতি , কবিনীতি , উপন্যাসিকনীতি , ছড়াকারনীতি তথা লেখকনীতির আলোকে । সাহিত্য সৃষ্ঠির উক্ত রীতিনীতি সমূহের আলোকেই সৃষ্ঠি হয় তাবৎ কবিতা , গল্প , ছড়া , উপন্যাস , প্রবন্ধ ইত্যাদি । এমনকি সৃষ্ঠি হয় মানবোপকারী এক একটা বিরল দূর্লভ কীর্তি ।
আমি কবি নই যে , কাব্যের রূপসাগরে ঝাঁপ দিয়ে শব্দকে মুক্তো বানাবো । আমি উপন্যাসিক - গল্পকার নই যে , উপন্যাস - গল্পের ফুলঝুড়িতে নিজেকে ভরবো । আমি ছড়াকার নই যে , সূর ও ছন্দে ছড়ার মালা গাঁথবো ।
তবে , আমি লিখি । লেখা দিয়ে সাধনা করি । জীবনের মনোভাব পরিস্ফুটনে লিখে চলি অবিরত । হোক না তা , ডাস্টবিনের ফেলনা আবর্জনা । তাতে কি আসে যায় ? আমার জীবন তাতে ক্ষণিকের জন্য হলেও তো আনন্দ পায় ।
সাহিত্য স্রষ্টাদের সৃষ্টিকর্মের উপর তীক্ষ্ন দৃষ্টি দিয়ে আহরিত জ্ঞানের উপর ভিত্তি করে সেটি দিয়ে কিছু কিছু কলমধারী ব্যক্তিবিশেষ মনের অজান্তে কিছু না কিছু লিখে চলেন ।
কবি - সাহিত্যিকগণ যেমন , ভাবনার জগত থেকে সৃষ্টি করেন - কবিতা , গল্প , উপন্যাস ইত্যাদি । তেমনি , কিছু লোক আপন ভাবনায় লিখে চলেন তাঁদের মনের সাজানো কথা । লিখে যান জীবনের আনন্দ - খুশি - উচ্ছলতা - আশা - ভালোবাসার বিবিধ কথন , যেগুলোকে তাঁরা বলতে পারেন না - কবিতা , গল্প , উপনাস , ছড়া ইত্যাদি ।
অনেকেই লিখেন ; অপেশাদার লেখক যাঁরা , তাঁরা মনের ভাবনাগুলো লিখে রাখেন কাগজের পীঠে । প্রকাশ করেন না । কারন , তাঁরা নিজেদের লেখাগুলো নিজেরা মূল্যায়ন করতে পারেন না । কিংবা তাঁরা নিজেদর লেখাকে পরিচিতি দিতে পারেন না । তাঁরা ভাবেন - কবিতা হিসাবে পরিচয় দিলে যদি তাঁদের লেখা মানমত না হয় । উপন্যাস হিসাবে পরিচয় দিলে যদি উপন্যাসের মানমত না হয় । গল্প হিাবে দাঁড় করালে যদি গল্পের হিসাব মত না হয় । ছড়া হিসাবে পরিচয় দিলে যদি ছড়ার মানে না হয় - এ ভয়েই তাঁরা তাঁদের লেখাগুলোকে জনসম্মুখে প্রকাশ করেন না । তবে , তাঁরা লিখে যান নিরন্তর । মনের ভাবনাগুলো প্রকাশ করেন কলমের ডগা দিয়ে কাগজের পীঠে ।
---------------------------------------------------------------
চলমান >আমার লেখালেখির অন্তরালে...( পর্ব - ২ )
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
==========================================
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন