আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!

বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

DXN জীবনের উন্নয়নে

বেকার, অস্বচ্ছল, স্বল্পবেতনধারী মানুষদের জীবন-মান উন্নয়নে একটা উৎকৃষ্টতম কর্মপদ্ধতির নাম -

DXN INTERNATIONAL DIRECT SELLING NETWদORK BUISNESS.


Dxn কি ও Dxn ব‌্যবসা কিভাবে করতে হবে? 


DXN হলো, একটা ডাইরেক্ট সেলিং ইন্টারন‌্যাশনাল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানী। দুবাইতে, মালয়েশীয়াসহ বিভিন্ন দেশে এদের ফেক্টরী আছে। বাংলাদেশেও ফেক্টরী হবে জায়গা ক্রয় করা হয়েছে। মার্চের শেষের দিকে ফেক্টরীর শুরু হচ্ছে। 


Dxn ব‌্যবসায় লেগে থাকতে হয়। টীম গঠন করতে হয়। মাসিক নিদ্রিষ্ট পরিমাণ কিছু পণ‌্য কেনাকাটা করতে হয় প্রমোশনের জন্য। সেই সাথে নতুন কাস্টমার সংগ্রহ করতে হয় পণ‌্য ক্রেতা হিসাবে তাদের কাছে নিদ্রিষ্ট পরিমাণ পণ‌্য ছাড়াও অধিক মুনাফা অর্জনে অধিক পণ‌্য বিক্রয় করা যাবে। 


প্রতিমাসে কমপক্ষে ৩/৪ শত সৌদি রিয়াল বা বাংলাদেশী ৫ থেকে ৮ হাজার টাকার নগদ মুল‌্যে পণ‌্য ক্রয় করে সেটা বিক্রি করতে হয় অথবা নিজে ব‌্যবহার করতে হয়। 


ডিএক্সএন ব‌্যবসা পৃথিবী ব‌্যাপী করা যায়।


ডিএক্সএন পণ‌্য হলো খাদ‌্য সামগ্রী ও ব‌্যবহারিক সামগ্রী যা অর্গানিক ও বিশ্বসেরা পণ‌্য হিসাবে পরিচিতি পেয়েছে। 


পৃথিবীর প্রায় ২০০ টি দেশে প্রায় দশ মিলিয়নেরও অধিক মানুষ ডিএক্সএন ব‌্যবসা চালিয়ে যাচ্ছে,  সেখানে আমিও একজন।


এ ব‌্যবসা করতে পারলে আপনার জন‌্য ভাল হবে বলে মনে করি। কারন, অনেকেই এ ব‌্যবসা করে এক একটা টীম বানিয়ে বিদেশ ছেড়ে দেশে চলে গেছে। কারন টীমের মাধ‌্যমেই তারা প্রতিমাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারছে। তাই এ ব‌্যবসা শুরু করলে ভাল হবে বলেই মনে করি। এটা একটা লাইফটাইম বিজনেস। আপনি কমপক্ষে ১০ জনের একটা টিম করে তাদের মাধ‌্যমে আপনার মত একইভাবে কাজ করে যেতে থাকলে আমি নিশ্চয়তা দিতে পারি  শুরু থেকে তো আপনি নিজে যা করবেন তার মধ‌্য দিয়ে বেশ কম ইনকামতো করবেনই, সেইসাতে আপনার টীমের মাধ‌্যমেও ইনকাম করতে পারবেন। এভাবে আপনার সর্বনিম্ন দশজনের টীম নিয়ে কাজ করে গেলে ৮ মাস পর থেকে আপনি প্রতিমাসে একলক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন।    


ভবিষ‌্যতে নেটওয়ার্ক মার্কেটিং উন্নত ইনকামের রাস্তা হিসাবে পরিগণিত হচ্ছে। তাই, জয়েন করতে চাইলে আমার মাধ‌্যমে করতে পারবেন।


এজন‌্য প্রথমে আপনাকে  ফ্রিতে Dxn ওয়েবসাইটে একটা একাউন্ট ডিস্ট্রিবিউটর হিসাবে করতে হবে।


এরপর টিম গঠনে আমি যেভাবে কাজ করতে বলব সেভাবে কাজ করতে হবে। অর্থাৎ আপনার আন্ডারে মেম্বার জয়েন করাতে হবে। আপনি যেভাবে কাজ করবেন সেভাবে তাদেরকেও কাজ করতে হবে।


আমার মাধ‌্যমে ফ্রিতে একাউন্ট করে আপনার পণ‌্য কিনতে হবে আপনার নিকটস্থ ব্রাঞ্চ থেকেই। সেটা বলে দেয়া হবে।


আপনার ক্রয়কৃত পণ‌্য কোম্পানী রের্ক্ড করেই আপনার প্রমোশন দিয়ে যাবে।


আপনার মাধ‌্যমে বাংলাদেশের যারা পণ‌্য কিনতে চায় তারা বাংলাদেশ থেকেই পণ‌্য সংগহ করতে পারবে আমাদের বাংলাদেশ ব্রাঞ্চ থেকে।


আপনি ডিস্ট্রিবিউটর হলে কোম্পানীর নির্ধারিত মুল‌্যই আপনি পণ‌্য পাবেন। সেটা কোম্পানীর নির্ধারিত মুল‌্যেই আপনাকে বিক্রি করতে হবে। 


আপপি যদি ১০০০ সৌদি রিয়ালের পণ‌্য কিনে নির্ধারিত মুল‌্যে বিক্রয় করেন, তবে প্রায় ৩০০ সৌদি রিয়াল নগদ লাভ থাকতে পারে। ঐ পণ‌্যের উপর আবার আপনার প্রমোশনাল পিভি য়ুক্ত হয়, সেই সাথে কোম্পানী প্রদত্ব কমিশনও যোগ হয়।


Dxn ব‌্যবসায় লাভ কি রকম? 


9 Ways to EARN in DXN


1. Retail Sales 

নিজে পণ‌্য বিক্রয় করে নগদ লাভ! 


2. Group Bonus 

টীম গঠন করলে টীম মেম্বারদের মাধ‌্যমে লাভ! 


3. Star group Bonus 

নীজের টীমে স্টার পদে পদোন্নতি পাওয়া সকলের মাধ‌্যমে লাভ! 


4. Development Bonus 

টীম গঠনের মাধ‌্যমে ব‌্যবসার উন্নয়ন বা প্রচার ও প্রসারের মাধ‌্যমে লাভ। 


5. Leadership Bonus 

নিজের লিডারশীপ অর্জনের মাধ‌্যমে লাভ। 


6. International Profit Sharing

আন্তর্জাতিক ভাবে ব‌্যবসা সম্প্রসারনে লাভ।  


7. Travel Seminar Incentive 

বিভিন্ন স্থানে সেমিনার করতে ভ্রমণের উপর লাভ। 


8. Handphone Set Incentive (one time) 

একবার মোবাইল ফোন পেলে সেটাও লাভ। 


9. Overseas Travel Incentive (one time)

কোম্পানী খরচে বিদেশ ভ্রমণ করলে সেটাও লাভ। 


ডিএক্সন সদস‌্য বা ডিস্ট্রিবিউটর হিসাবে আপনার মাসিক নির্ধারিত (অবশ‌্যই করনীয়) কাজ... 



ডিস্ট্রিবিউটর হিসাবে Dxn মেম্বার হবার পর আপনাকে প্রতিমাসে তিনটা কাজ করতে হবে। যথা-


১) আপনার একাউন্ট হয়ে গেলে আপনাকে প্রতিমাসে সর্বনিম্ন বাংলাদেশ থেকে ১৩০০ পিভিপি,   আর ইউরোপ, মিডল ইস্ট ইত‌্যাদি থেকে ১০০ পিভিপি পরিমাণ পণ‌্য নগদমুল‌্যে ক্রয় করতে হবে, যাতে লাগতে পারে বাংলাদেশী প্রায় ৫ থেকে ৮ হাজার টাকা এবং অন‌্যান‌্য দেশ থেকে ১০০ পিভিপি পরিমাণ মুল‌্যমানের পণ‌্য নগদ মুল‌্যে ক্রয় করতে যা লাগবে। 


উক্ত পণ‌্যগুলো আপনি নিজেও ব‌্যবহার করতে পারবেন। অথবা বিক্রিও করে দিতে পারবেন। পণ‌্যগুলো বিক্রয় করতে চাইলে কোম্পানী প্রদত্ত ক্রয়মুল‌্যে কিনে কোম্পানী প্রদত্ব বিক্রয়মুল‌্যে বিক্রি করতে পারবেন। 


২) প্রতি মাসে কমপক্ষে দুইজন কিংবা ততোধিক যত পারা যায় Dxn পণ‌্য ক্রেতা বা আপনার কাস্টমারকে আপনার টীম মেম্বার হিসাবে আপনার মতই Dxn ডিস্ট্রিবিউটর হিসাবে রেজিস্ট্রেশন করাতে হবে আপনার মতই (এখন আপনাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যা বলছি এবং যা বলব ঠিক সেভাবে অথবা আরও উত্তমভাবে বলে ও বুঝিয়ে) তাদের দ্বারা একই কাজ করাতে হবে। টীম মেম্বার আপনার যত বেশী হবে তত বেশী আপনার ব‌্যবসা ছড়াবে, ততবেশী আপনার ব‌্যবসা হবে, ততবেশী আপনি কমিশন পাবেন এবং ততবেশী দ্রুত আপনার প্রমোশন হবে।  


৩) প্রতিমাসে আপনাকে যত বেশী পারা যায় Dxn পণ‌্যক্রেতা বা কাস্টমার সংগ্রহ করতে হবে, যাতে আপনার ব‌্যবসায়ীক মুনাফা বেশী হয় (আপনার যত বেশী পণ‌্য বিক্রি হবে ততবেশী আপনার লাভ হবে ততবেশী আপনি এগিয়ে যাবেন)। 


৪) প্রতিমাসে এক দুই দিন পর পর ফেসবুক বা অনলাইনের সর্বত্র এবং অফলাইনে আপনার আশেপাশের ও পরিচিতদের মাঝে Dxn পণ‌্যগুলোর এডভার্টাইজ বা শেয়ার করতে হবে যেন তারা কাস্টমার হয়ে আপনার কাছ থেকেই Dxn পণ‌্য কিনে।


৫) আপনি ও আপনার টীমের সকল সদস‌্য এবং আপনার অধীনে গঠিত সকল টীম ও টীম মেম্বারগণ যদি এভাবে প্রতিমাসে কাজ করে যান,  তবে আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি আগামী ৮ মাস পর থেকে আপনার প্রতিমাসে ইনকাম হতে পারে ১ লক্ষ টাকার উপরে।


(প্লীজ ধৈর্য‌্য নিয়ে পুরা লেখাটি পড়ুন) #মুহাম্মদ_জাকারিয়া_শাহনগরী

*****************

#MOHAMMED_ZAKARIA

#Dxn_Sonsor_Code_821139054

#DXN_DISTRIBUTOR #SAUDI_ARABIA 

----------

#My_Personal_Website_Address-

https://www.dxnarabia.com/pws/821139054


#For_Joining_To #DXN_Global_Buisness -

https://eworld.dxn2u.com/s/accreg/en/821139054

আপনি DXN_Global_Buisness এ তিন ভাবে Income করতে পারবেন !

1) Product use করে। 

2) Product benefits share করে। 3) Team তৈরী করে। 


আপনি যে কোন দেশের যে কোন জাতিকে নিয়ে আপনার ব্যবসা করতে পারবেন। 


ডিএক্সএন পরিবেশক হতে চাইলে যে কোন দেশ থেকে নীচে দেয়া ওয়েব সাইট লিংকে প্রবেশ করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। 


অতএব, বসে না থেকে, সময় ক্ষ‌্যাপন না করে, মনটাকে স্থির করুন, সময়কে মুল‌্য দিন। তারপর DXN এ যুক্ত হয়ে কাজ শুরু করুন। 


কেননা, বসে থাকলে কখনোই স্বপ্ন পূর্ণ হবে না। সময় ক্ষ‌্যাপন করলে জীবন সময় বসে থাকবেনা। তাই, স্বপ্ন পুরণের লক্ষ‌্যে বসে না থেকে, কে কি বলল তার দিকে না তাকিয়ে, সময় ক‌্যাপন না করে, সময়ের মূল‌্য দিয়েই শুরু করুন - 

#ডিএক্সএন_গ্লোবাল_বিজনেস 


#DXN_Global_Buisness এ কাজ করতে হলে যা করতে হবে - 


১) প্রথমে একজনের রেফারেন্সে “মেম্বার সিফ” গ্রহণ করতে হবে বিনামুল‌্যে।  জয়েনকরার পর জয়েনকারী কোম্পানীর একজন ডিস্ট্রিবিউটর বা পরিবেশক হিসাবে পরিগণিত হবে। 


২)  ডিস্ট্রিবিউটর হিসাবে জয়েন হবার পর কমপক্ষে ৫ থেকে ৮ হাজার টাকার Dxn পণ‌্য ক্রয় করে আইডি এ‌্যাক্টিভ করতে হবে। সেসব পণ‌্য ডিস্ট্রিবিউটরের নীজের ব‌্যবহারের নিত্য প্রয়োজনীয় পণ্যও হতে পারে। ক্রয়কৃত পণ‌্যগুলো নিজের না লাগলেও বাইরে বিক্রি করে দেয়া যাবে। 


৩) ভবিষ‌্যত বিজনেস পরিচালনার সুবিধার দিক লক্ষ‌্য রেখে সর্ব সময়ের জন‌্য পণ‌্য স্টক রাখতে কমপক্ষে ১০০ (একশত) ডলার সমমুল‌্যের টাকা পুঁজি ইনভেষ্টে এর মনমানসিকতা থাকতে হবে।  


৪) #Dxn_এ_ডিস্ট্রিবিউটর_হিসাবে_রেজিষ্ট্রেশন করতে নীচের লিংক গিয়ে রেজিস্ট্রেশন ফরমটি যথাযতভাবে পুরণ করতে হবে।

 #Dxn_রেজিস্ট্রেশন ফরমে Sponsor_Name এর স্থানে MOHAMMED ZAKARIA এবং Sponsor Code এর স্থানে  821139054

এ নাম্বারটি উল্লেখ করতে হবে। কারন, স্পন্সর কোড ছাড়া রেজিষ্ট্রেশন হবেনা। 


৫) ডিএক্সএন ব‌্যবসায় লক্ষ লক্ষ টাকা পুঁজি লাগেনা। শুধু লাগে পণ‌্যসামগ্রীর ক্রেতা সংগ্রহে যে সময় লাগবে সে সময়টা অর্থাৎ আপনার সেই সময় টুকু, যা আপনি আড্ডা দিয়ে ও বেকার বসে থেকে, অহেতুক ভাবে অলস কাটিয়ে দিচ্ছেন। 


৫) আরও অধিক কিছু জানতে গুগলে বা ইউটিউবে গিয়ে DXN লিখে সার্চ দিতে পারেন, অথবা আমাকে ইনবক্স/ম‌্যাসেঞ্জারে ম‌্যাসেজ করে অথবা ইমু+হোয়াটসঅ্যাপ (নং -+966568231645) এ আমার সাথে যুক্ত হয়ে। 


৬) #Dxn_এ_জয়েন_করতে - 

যদি কেহ #ডিএক্সএন_পরিবেশক_হতে চান, তবে যে কোন দেশ থেকে নীচের লিংকে প্রবেশ করে আমাদের সাথে যুক্ত হতে পারেন।

 https://eworld.dxn2u.com/s/accreg/en/821139054


If anybody want to #Become_a_Dxn_Distributor, so please click here from any country 


#Joining_To_Dxn_For_Become_a_Global_Distributor >> 

https://eworld.dxn2u.com/s/accreg/en/821139054

======










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন