নতুন নতুন সংগঠন সৃষ্টি করে
নতুন নতুন কৌশল অবলম্বনের মাধ্যমে
হেফাজতে ইসলামের -
৫ই মে’র ঢাকা অবরোধ এবং
তাদের ইসলামী আন্দোলন
বাঞ্চালের অপচেষ্ঠায় সরকার
----------------------
ঢাকা অবরোধে প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষ্য নিয়ে ‘ইমাম-ওলেমা সম্মেলন ঐক্য পরিষদ’ নামের একটা ভুঁইপোড় সংগঠনের মাধ্যমে আগামী ৪ঠা মে থেকে ১০ই মে পর্যন্ত দেশের সকল কওমী মাদ্রাসা বন্ধের আহ্বান জানানোর মধ্য দিয়ে একটা নতুন কৌশলের আশ্রয় নিয়ে হেফাজতে ইসলামের ৫ই মে’র ঢাকা অবরোধ বাঞ্চালের অপচেষ্ঠা চালিয়ে যাচ্ছে সরকার।
সরকার ‘ইমাম-ওলেমা সম্মেলন ঐক্য পরিষদ’ সৃষ্টির মত নিত্যদিন নতুন নতুন সংগটন সৃষ্টির মধ্য দিয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করে এভাবে হেফাজতে ইসলামের ইসলামী আন্দোলন বাঞ্চালের চেষ্ঠা করে যাচ্ছে অবিরত। অথচ সরকার বলছে হেফাজতকে তারা ভয় করেনা। তবে কেন তাদের দমাতে সরকারের এত অপচেষ্ঠা ?
আশা করছি সরকারের সকল অপচেষ্ঠা তৌহীদী জনতার ঈমানী শক্তির কাছে পরাজিত হয়ে ৫ই মে’র ঢাকা অবরোধ সফল হবেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন