জেগে উঠো ! নিজের বিবেককে জাগিয়ে তোল।
হেফাজতে ইসলামের ১৩ দফা দাবীকে মেনে নিয়ে কনফারেন্স আয়োজনকারী বোনেরা কি বলতে চায় শোন। এইসব বোনেরাও কিন্তু এই ডিজিটাল যুগের আধুনীক সমাজের মানুষ। তারা কিভাবে আধুনীক সমাজের সাথে তাল মিলিয়ে চলছে তা দেখে নাও। তারাও নারী জাগরণ চায়।
তোমাদের সাথে তাদের এতটুকুই ফারাক , তারা নিজেদের আত্মসম্মান বজায় রেখে ,শালীনতার রূপ দিয়ে দেশকে সভ্যতার রূপ দিতে নারী জাগরণের কর্ম নিয়ে পথে নেমেছে। আর তোমরা তথাকথিত আধুনীকারা নিজেদের মান-সম্মান-ইজ্জত-আত্মসম্মান বিকিয়ে দিয়ে অশালীনতার রূপ দিয়ে দেশকে অসভ্য দেশে রূপান্তর করতে নারী জাগরণের নাম দিয়ে নারীদেরকে পুরুষদের খাদ্য হিসাবে ব্যবহার করার জন্য মাঠে নামাতে চাচ্ছ।
তোমাদের জাগরণ কোন পথে এইসব সেমিনারের আয়োজনকারী নারীদের সাথে মিশে শিখে নাও। তোমাদের প্রকৃতি অধিকার কিভাবে আদায় করবে এইসব সেমিনারের আয়োজনকারী নারীদের কাছ থেকে জেনে নাও।
-----------------------------
ছবি : সালেহ নোমান, চট্টগ্রাম (পরিবর্তন - অনলাইন পত্রিকা) থেকে
সংবাদ পড়ুন এখান থেকে -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন