অনেকদিন কবিতা লিখিনা। লিখিনা কোন মৌলিক লেখা। রাষ্ট্রীয় অসঙ্গতি আমাকে নিয়ে গিয়েছিল রাষ্ট্রচিন্তায়। গতরাত থেকে পরিবর্তন এসেছে আমার। অসঙ্গতির কথা বলা যাবেনা। যদি অসঙ্গতির কথা বলি আমাকে হত্যা করা হবে, আমার পরিবারকে হেনস্থা করা হবে। কোন অন্যায়- অনিয়মের কথা বলা যাবেনা, তাতে আমাকে কোন দলের মানুষ হিসাবে চিহ্নিত করে আমার উপর হামলা করা হবে। কি বিচিত্র দেশ ! কোথায় বাস করছি আমরা ? যেখানে বাস করছি সেখানে ভালকে ভাল আর খারাপকে খারাপ বলা যাবেনা, করা যাবেনা কোন অন্যায়ের প্রতিবাদ ! রাষ্ট্র ধ্বংসকারীদের বিরুদ্ধে লেখা যাবেন কিছুই। চাই রাষ্ট্র ধ্বংস হয়ে যাক, বোবার মত দাড়িয়ে থাকতে হবে, অন্ধের মত অন্যায় দেখে চেয়ে থাকতে হবে। হায়রে স্বাধীন বাংলাদেশ ! যে দেশে নাই সধারণ জনতার স্বাধীন মতামত দানের অধিকার, যে দেশে নাই স্বাধীনভাবে পথ চলায় কোন নিরাপত্তা সেটাই নাকি স্বাধীন বাংলাদেশ। থুথু দিই এই স্বাধীনতাকে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা
বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী
সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত
সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
বিষয় সূচী
APNAKE SHAGOTOM
সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা
অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি ।
conduit-banners
Powered by Conduit |
সোমবার, ৪ মার্চ, ২০১৩
হায়রে স্বাধীন বাংলাদেশ !
অনেকদিন কবিতা লিখিনা। লিখিনা কোন মৌলিক লেখা। রাষ্ট্রীয় অসঙ্গতি আমাকে নিয়ে গিয়েছিল রাষ্ট্রচিন্তায়। গতরাত থেকে পরিবর্তন এসেছে আমার। অসঙ্গতির কথা বলা যাবেনা। যদি অসঙ্গতির কথা বলি আমাকে হত্যা করা হবে, আমার পরিবারকে হেনস্থা করা হবে। কোন অন্যায়- অনিয়মের কথা বলা যাবেনা, তাতে আমাকে কোন দলের মানুষ হিসাবে চিহ্নিত করে আমার উপর হামলা করা হবে। কি বিচিত্র দেশ ! কোথায় বাস করছি আমরা ? যেখানে বাস করছি সেখানে ভালকে ভাল আর খারাপকে খারাপ বলা যাবেনা, করা যাবেনা কোন অন্যায়ের প্রতিবাদ ! রাষ্ট্র ধ্বংসকারীদের বিরুদ্ধে লেখা যাবেন কিছুই। চাই রাষ্ট্র ধ্বংস হয়ে যাক, বোবার মত দাড়িয়ে থাকতে হবে, অন্ধের মত অন্যায় দেখে চেয়ে থাকতে হবে। হায়রে স্বাধীন বাংলাদেশ ! যে দেশে নাই সধারণ জনতার স্বাধীন মতামত দানের অধিকার, যে দেশে নাই স্বাধীনভাবে পথ চলায় কোন নিরাপত্তা সেটাই নাকি স্বাধীন বাংলাদেশ। থুথু দিই এই স্বাধীনতাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন