এক বৎসরের গ্যারন্টিযুক্ত কমদামী কম্পিউটার
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------
আমি গত তিনবৎসর আগে দেশে যেতে একটা ডেস্কটপ কম্পিউটার নিয়েছিলাম। সাথে ছিল ১৯ ইঞ্চি একটা মাল্টিমেডিয়া মণিটর ও একটা এইচপি ফেক্স-স্ক্যানার-কপিয়ার-প্রিন্টার । আমি সবকিছু নিজের ইচ্ছামত যেটা বেশ ভাল মানের সেটাই পার্টস কিনে সংযোজন করেছিলাম। যেগুলোতে আমার খরচ হয়েছিল ৩৭০০ সাউদি রিয়াল তৎকালীন বাংলাদেশী মূল্য ছিল সব মিলিয়ে প্রায় ৬৭০০০ হাজার টাকা। কেনার পর এদেশে তা ব্যবহার করেছি প্রায় সাত বৎসর। উক্ত সাত বৎসরে কোনদিন নতুন করে ফর্মেট দিতে হয়নি, কম্পিউটার ডাক্তারের কাছেও যেতে হয়নি। সে অবস্থায়ই নিয়ে গেছি দেশে। দেশে গিয়ে ব্যবহার করেছি দুইমাস। তাও কোন সমস্যা হয়নি। দুইমাস পর যখন অর্থাভাব দেখা দিল সেই সাধের কম্পিউটারটি বিক্রি করে দিবার জন্য মার্কেটে নিয়ে গেলাম। মূল্য বলা হল ১২০০০ টাকা সব মিলিয়ে। আমি আকাশ থেকে পড়লাম। যে কম্পিউটারটি তখনও সাউদি আরবে সে অবস্থায় ৩০০০ সাউদি রিয়াল বা বাংলাদেশী টাকায় প্রায় ৬০০০০ (ষাট) হাজার টাকা মূল্য , তা কিনা বাংলাদেশে যাওয়ায় ১২০০০ হাজার টাকা !
অবশ্য তখন বাংলাদেশে নতুন কম্পিউটার ১৫০০০ হাজার টাকায় বিক্রির বিজ্ঞাপণ দেখতে পেলাম পত্রিকায়। চিন্তা করতে লাগলাম। এত কম দামে কম্পিউটার কিভাবে পাওয়া যায় ? অনেক চিন্তার পর বের করতে পারলাম সমীকরণ। বাংলাদেশে সব কম্পিউটারই এক বৎসরের গ্যারান্টিযুক্ত। যদিও এক বৎসরের গ্যারান্টি দেয়া হয়, খারাপ হতে দু’দিনও লাগেনা। মেইড ইন জিনজিরার মত দোকান থেকে কিনে আনার পর যে কোন সময় সেই কম্পিউটার দূর্ঘটনায় আঘাত পেয়ে অচল হয়ে যেতে পারে। এখানেই হলো ৬০ হাজার টাকার অনুপাত ১২ হাজার টাকা হবার আসল গোমর। যখন দেখলাম আমার কম্পিউটারটা এখানে মূল্যহীন আর অর্থের খুবই প্রয়োজন , তখন অনেক কষ্টে ১৮ হাজার টাকায় ৮ বৎসরর প্রেমিকাকে অন্যের কছে বিক্রি করে দিলাম।
বন্ধুরা কেন এ লেখা লিখতে গেলাম হঠাৎ তা ভাবছেন তাই না ? তার একটা কারণ রয়েছে। বাংলাদেশের একটা বিজ্ঞাপণ দেখলাম আজ। এক বৎসরের গ্যারান্টিযুক্ত অল্প দামে কম্পিউটার বিক্রি হচ্ছে। মনে মনে কতক্ষণ হাসলাম। সেই মেইড ইন জিনজিরার হবে হয়তো। অজান্তে বিষ খাওয়ার মতো হয়তো কিনে নেবে কেউ। যখন বিষক্রিয়া আরম্ভ হবে তখন তো খবর হবেই।
আমি বর্তমানে যে কম্পিউটারটা ব্যবহার করছি তাতে খরচ হয়েছে ২৬০০ সাউদি রিয়াল। তিন বৎসর আগে দেশ থেকে আসার পর পরই কেনা হয়েছিল। আর একই কম্পিউটার রেডিমেড পাওয়া যেত তখন ৮০০ সাউদি রিয়াল। যাতে কিডনী দুইটার জায়গায় একটা , রক্তনালী লম্বার যায়গায় বাইটা, নাকের ছিদ্র দুইটা থাকলেও একটাতে নাসা জন্মাবার কারণে সর্বদাই বন্ধ। কান দুইটা থাকলেও এক কানে শ্রবণশক্তি নেই। সামনের দাঁতগুলো মুক্তার মত উজ্জল দেখালেও ভিতরের বড়দাঁতগুলো পোকাক্রান্ত। চোখ দুইটা থাকলেও একটাতে দৃষ্টিশক্তি নেই বললেই চলে। হাত দুইটা থাকলেও মানুষ মারতে গেলে এক হাতের জন্য যুদ্ধে পরাজিত হতে হয়। পাও দুইটা থাকলেও এক পা রড লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে কাপড় দিয়ে ঢেকে। মানুষের মূল্য যেমন এভাবেই কমে যায়, তেমনি কম্পিউটারের মূল্যও। বন্ধুরা , ভাবুন তো ! আপনি কম্পিউটার কিনলে বেশ দামে কিনবেন , নাকি কমদামী ? যদি কমদামে কিন্তে চান আমার কাছে আসলে একলক্ষ টাকা দামের কম্পিউটারের মতোই দেখতে একটা কম্পিউটার কিনে দেব মাত্র দশ হাজার টাকায়। মনে রাখবেন - এক বৎসরের গ্যারন্টি প্রদান করা হবে।
================
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন