- হ্যালো !
- তুমি কোথায় বলতো !
- আমি কোথায় মানে ! আপনি কে ?
- ন্যাকামী করোনা । তোমাকে ভাল করেই চিনি । মিথ্যা বলে পার পেতে পারবেনা !
- আচ্ছা ঠিক আছে , আগে আপনার পরিচয় দিন।
- আমার পরিচয় দিতে হবেনা । প্যাঁচাল বাদ দিয়ে ঈদ মোবারক জানাতে দেরী করছ কেন বলতো !
- আচ্ছা আপনি কি পাগল নাকি উন্মাদ বলেন তো ?
- জানি তো তুমি না চেনার ভান করে এভাবেই বলবে !
- আসলে সত্যিই আপনাকে আমি চিনতে পারছিনা।
- আর চিন্তে হবেনা। আচ্ছা তুমি কি আর পরিবর্তন হবেনা !
- আশ্চর্য তো ! আপনি আপনার পরিচয়টা দিচ্ছেননা কেন ? বললামনা আমি আপনাকে চিনতে পারছিনা। এভাবে আমাকে ডিস্টার্ব করবেননা তো। আপনি আমার পরিচিত কেউ হলে পরিচয়টা দেন নয়তো আমি কল অফ করছি।
- ঠিক আছে , কল অফ করবেননা প্লীজ ।
- তাহলে বলুন আপনি কে ?
- আমি আপনার একজন ফ্যান ভাবতে পারেন। ফেইসবুকে আপনার লেখা পড়ি । ভাল লাগে ।আর আপনার লেখা ভাল লাগতে লাগতে আপনাকেও ভাল লাগতে শুরু করল। যখন দেখলাম ফেইসবুকে আপনার ঈদ শুভেচ্ছা আসেনি । তখন একটু দুষ্টামী করলাম । মনে করেছিলাম ফেইসবুকে আপনার শুভেচ্ছায় আপনাকেও ঈদ শুভেচ্ছা জানাবো । কিন্তু তা না পেরে কল করে দেখলাম আপনাকে পাই কিনা ।
- ওহ সরি ! আপনার বাড়ি কোথায় জানতে পারি ?
- ঠিক আছে , সরি বলতে হবেনা , সরি তো আপনকেই বলতে হয় , আপনাকে অনেক্ষণ ডিষ্টার্ব করলাম। সো সরি, মনে কিছু নিবেননা প্লীজ। আমার বাড়ি সিলেট।
- ও তাই ! কি করেন আপনি ?
- আমি একজন কলেজ ছাত্রী ।
- কোন কলেজে পড়েন ?
- দুঃখিত এ উত্তরটি এখন দিতে পারছিনা।
- ঠিক আছে , কোন ইয়ারে ?
- ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে।
- নাইস ।
- থ্যান্কস। ওকে অনেক ডিস্টার্ব করলাম। এখন রাখি ।
- ঈদ মোবারক তো জানালেননা এখনও।
- ও তাইতো , ঈদ মোবারক।
- আপনাকেও।
- ভাল থাকবেন।
- আপনিও ভাল থাকবেন।
- আল্লাহ হাফেজ।
- আল্লাহ হাফেজ।
===========
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন