স্বপ্নদেবীর ভালোবাসায়
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------
( ভুমিকা ঃ- আজ একটা বিচিত্র স্বপ্ন দেখি – একটা চাকরীতে জয়েন্ট করার মাধ্যমে যখন মালিকের বাসায় আমাকে থাকতে দেয়া হয়, তখন মালিকের ছোট বোনের নজর পড়ে আমার উপর ! হঠাৎ রাত্রে মেয়েটি রান্না ঘরে উপস্থিত হয় একা। এটা ওটা নেয়ার ভান করে আমার সাথে কথা বলতে চায়।
উল্লেখ্য যে, ঐ রান্নাঘরটি আমাদের উভয়ের জন্যই। রান্নাঘরের সাথেই তিন রুমের একটা ঘরে আমাকে থাকতে দেয়া হয়। এই সুযোগে মেয়েটি রান্না ঘরে আসার ছল করে আমার দরজা টুকতে থাকে। দরজা খুলতেই ডুকে ড়ে আমার রুমে। আর শুরু করে আমার সাথে কথা। অনিন্দ্য সুন্দর যেন স্বপ্নদেবী এ মেয়েটির সাথে স্বপ্নে কথোপকথনের বর্ণনাই এ কবিতার উপলক্ষ্য – মুহাম্মদ জাকারিয়া শাহনগরী )।
***********************
অপরূপা একটা মেয়ে স্বপ্নে দেখি আজ ,
গোলগাল মিষ্টিমাখা চেহারায় তার ছিল ভীষন লাজ !
“ক্যায়ফ আল হাল ইয়া হাবীবি ?’’*১
প্রশ্ন ছিল তার ,
“আলহমদুলিল্লাহ !’’*২
বলেই আমি জবাব দিলাম যার।
“ইন্তি ক্যায়ফ ?’’*৩
প্রশ্ন দিয়ে শুরু করলাম কথা ,
“আলহামদুলিল্লাহ,তাইয়্যাব !’’*৪
বলেই চোখগুলো তার নাচায় অযথা !
“লেইশ জি’তু ইন্দী ?’’*৫
প্রশ্ন করলাম আমি ,
“লেইশ হাজা সাওয়ালাক ?’’*৬
বলেই তার মুখটা গেল থামি !
“মাফি জ্বা’লান ইয়া হাবীবি।’’*৭
বুঝলাম তার মনে রাগ চলে এলো ,
“আনা আসফ্,ইছমা’-ইন্তি নিসা ওআনা ওয়াহেদ রিজ্বাল,ওনাহনু লাহাল।’’*৮
এ কথাতেই যেন মুখ থেকে তার মেঘটা সরে গেলো !
“লা,ইয়া হাবীবি,আনা মাফি জ্বা’লান,কালামাক সাহিহ্।’’*৯
এ কথাতেই দেখলাম তার পূর্বাবস্থা ফিরে এলো ,
“আনা হুব্বুক,জি’তু আনা জিয়ারাতাক শুয়াইয়া,মাফি সাই তানি।’’*১০
এভাবে এক নিঃশ্বাসেই সে তার ভালোবাসার কথা বলে গেলো !
এক স্বপ্নদেবীর সাথে আজ এভাবেই জড়ালাম ভালোবাসায় ,
চাকরীর জন্য ভাসলাম যেন আমি এক সর্বনাশায়।
*************************
নোটঃ- আরবীগুলোর বাংলা অর্থ
*১ – কেমন আছ বন্ধু ?
*২ – (ঐ)আল্লাহর প্রসংশা করছি (যিনি আমাকে উত্তম অবস্থায় রেখেছেন)।
*৩ – তুমি কেমন ?
*৪ – (ঐ)আল্লাহর প্রসংশা করছি (যিনি আমাকে উত্তম অবস্থায় রেখেছেন)। ভাল।
*৫ – আমার কাছে কেন এসেছো ?
*৬ – এ প্রশ্ন করছো কেন তুমি ?
*৭ – রাগ করোনা বন্ধু।
*৮ – আমি দুঃখিত। শোন-তুমি মেয়ে আর আমি একজন পুরুষ।আর এখন একা।
*৯ – না,বন্ধু ! আমি রাগ করিনি। তুমি ঠিক বলেছো।
*১০- আমি তোমায় ভালোবাসি।তোমায় একটু দেখতে এসেছি। আর কিছু নয়।
====================
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন