সাহিত্যের নবজাগরণে নবপ্রজন্মের
ভুমিকা
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------------
পাল্টে যাচ্ছে সাহিত্যের সংজ্ঞা ।
মানুষ যতই আধুনীক হচ্ছে অতীতের স্বর্ণালী বিষয় মানুষের মন থেকে মুছে যাচ্ছে । অতীতে সাহিত্য বলতে মানুষ বুঝতো গল্প -
উপনাস - প্রবন্ধকে প্রাধান্য দিয়ে । আর এখন মনে হচ্ছে গল্প - উপনাস - প্রবন্ধ আধুনীকিকরণের ডামাডোলে বিলীন হয়ে যাচ্ছে ।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সাহিত্যের সংজ্ঞা হতে যাচ্ছে পরিবর্তিত । নতুন প্রজন্ম
ঝুঁকছে শুধুই কবিতা লিখনে , কবিতার বই প্রকাশনে । উপন্যাস - প্রবন্ধ নতুন প্রজন্মের হাতে দেখা যাচ্ছেনা ।
লেখা হয়ে বের হচ্ছেনা তাদের হাত দিয়ে সাহিত্যের মৌল বিষয় । সম্ভবতঃ নতুন প্রজন্ম
ভেবে নিয়েছে - একমাত্র কবিতাই সাহিত্যের বাহন, আর কবিতার মধ্যে শুধুমাত্র প্রেমের কবিতাই সাহিত্যের
পরিচায়ক ।
আজ ফেইসবুক ঘাটলে বুঝা যায় নতুন
প্রজন্ম সাহিত্য বলতে কোনটাকে বুঝে নিয়েছে । প্রতিদিন যে হারে কবিতার গ্রুপ সৃষ্টি
হচ্ছে সে হারে গল্প - উপন্যাস - প্রবন্ধের কোন বিষয় নিয়ে লেখালেখি চোখে পড়ছেনা ।
সৃষ্টি হচ্ছেনা এসব বিষয়ের কোন গ্রুপ । যে হারে সাহিত্যের একটি অঙ্গ " কবিতার
" প্রকাশ দেখতে পাচ্ছি , সেই হারে সাহিত্যের অনান্য অঙ্গ - " গল্প , উপন্যাস , প্রবন্ধ " ইত্যাদির প্রকাশ দেখতে পাচ্ছিনা । এমনকি সাহিত্যের এ অঙ্গগুলো
নিয়ে বর্তমান প্রজন্ম ভাবছেনা বলেই চলে । বইমেলায় যদি কবিতার বই প্রকাশ হয় ১০০ টি
তবে সাহিত্যের অন্যান্য অঙ্গসমুহের বই প্রকাশ হয় সব মিলিয়ে ২০টি অর্থাৎ বইমেলায়
পুর্নাঙ্গ সাহিত্যের শতকরা ৮০ ভাগ বই কবিতার আর ২০ ভাগ বই সাহিত্যের অন্যান্য বিষয়
সমুহের । বই মেলায় বই বিক্রিও সে রুপ - যাতে মনে হয় অবহেলা করা হচ্ছে সাহিত্যের
অন্যান্ন অঙ্গ সমুহকে ।এভাবে চলতে পারেনা ।
মানব শরীর যেমন একটি অঙ্গ নিয়ে চলতে
পারেনা , প্রয়োজন হয় সকল অঙ্গের । তেমনি
সাহিত্য শরীরও একটি অঙ্গ দিয়ে চলতে পারবেনা , প্রয়োজন হবে অন্যান্য অঙ্গেরও । কিন্ত আজ যে হারে সাহিত্যের অন্যান্য অঙ্গকে
অবহেলা করে কেবল একটি মাত্র অঙ্গ নিয়েই বর্তমান প্রজন্ম ঝুকছে , তাতে মনে হয় সাহিত্য শরীর অল্প কিছুদিনের মধ্যেই বিকল হয়ে
পড়বে ।
তাই সাহিত্যকে বিকল হওয়া থেকে রক্ষা
করণে ভাবতে হবে আমাদের । যাঁরা সাহিত্যবোদ্ধা তাঁদেরকে এগিয়ে আসতে হবে বর্তমান
প্রজন্মের সম্মুখে সাহিত্যের পূর্ণাঙ্গ রূপ তুলে ধরার জন্য । নতুন প্রজন্মকে
বুঝাতে শুধু কবিতা সৃষ্টি তথা প্রেমের কবিতা প্রকাশই সাহিত্য নয় । সাহিত্যিক হতে
হলে ধারণ করতে হবে সাহিত্যের পূর্ণাঙ্গ রূপ । সাহিত্য শরীর বাঁচাতে হলে সাহিত্যের
সব কয়টি অঙ্গকেও কবিতার মত একই ভাবে সচল রাখতে হবে । কবিতাকে যেভাবে রচনা ও প্রকাশ
করা হচ্ছে সেইভাবে গল্প - উপন্যাস - প্রবন্ধ ইতাদি রচনা ও প্রকাশে একই ভাবে চেষ্ঠা
করতে হবে ।
তবেই হবে বর্তমান প্রজন্মের মধ্য
দিয়ে সাহিত্যের নবজাগরণ ।
===============================================
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন