মাসিক দীন দুনিয়া
জুলাই ২০০৪ ইংরেজী সংখ্যায় পূর্ব - প্রকাশিত )
------------------------------------
আমার চিন্তা সামগ্রিক ,
একক নয় -
তাই আমার চিন্তা সকলকে নিয়েই ,
শুধু আমাকেই নিয়ে নয় ।
আমার চিন্তা মিলনের ,
বিচ্ছেদের নয় -
তাই আমি সকলের সাথে মিলেমিশে থাকি ,
কারো থেকে বিচ্ছেদ বা পৃথক হওয়া নয় ।
আমার চিন্তা শান্তি কেন্দ্রীক ,
অশান্তিতে নয় ।
তাই আমি শান্তির জন্যেই কাজ করি ,
অশান্তিকর চিন্তার জন্য আমার এই মাথা নয় ।
আমার চিন্তা বন্ধুত্ব সৃষ্টিতে ,
বিবাদে নয় -
তাই আমি সকলের দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চেষ্ঠা করি ,
বিবাদে জড়িয়ে শান্তির বিরুদ্ধে যুদ্ধ করতে আমার জন্ম নয় ।
পরের স্বার্থ রক্ষায়ও আমার চিন্তা ,
কেবল নিজ স্বার্থেই নয় -
তাই আমি পরের স্বার্থ রক্ষায়ও দৃষ্টি দিই ,
শুধু নিজ স্বার্থ রক্ষায়ই আমার কাম্য নয় ।
আমার চিন্তা বুভুক্ষ নিরন্ন মানুষদের জন্য ,
ধনীদের জন্য নয় -
তাই আমার সকল চেষ্ঠা - বুভুক্ষ নিরন্ন মানুষদের প্রয়োজনে ,
ধনীদের জন্য আমার কোনই মাথাব্যথা নয় ।
আমার চিন্তা আত্মীয়তার বন্ধন রক্ষায় ,
ছিন্নতায় নয় -
তাই আমি আত্মীয়তার বন্ধন রক্ষার্থে সচেষ্ঠ থাকি ,
আত্মীয়দের সাথে সম্পর্কহীনতা আমার কাম্য নয় ।
আমার চিন্তা কলহমুক্ত পরিবার গঠনে ,
কলহের সুত্রপাতে নয় -
তাই কলহমুক্ত পরিবার গঠনে আমি ভূমিকা রাখি ,
পারিবারিক কলহের পরিস্থিতি কখনো আমার পছন্দ নয় ।
আমার নমনীয়তার চিন্তা আমার সরলতাতে ,
ভীরুতায় নয় -
তাই আমি শান্তির লক্ষ্যে সরলভাবে নমনীয়তাকে বরণ করি ,
কারো সাথে নমনীয় হওয়া মানে আমার ভীরুতা নয় ।
আমার চিন্তা বয়স্কদের সম্মান দানে ,
তাঁদের উপর ভয়ে নয় -
তাই আমি সম্মান রক্ষায় তাঁদের সিদ্ধান্ত নমনীয় ভাবে মেনে নিই ,
ভয়ের কারনে বয়স্কদের সাথে আমার নমনীয়তা নয় ।
আমর চিন্তা উন্নয়নের ,
অবনতির নয় -
তাই আমি উন্নয়নের কর্ম করি ,
উন্নয়নের পথে প্রতিবন্ধকতা আমার কর্ম নয় ।
আমার চিন্তা ভালো হবার উপর ,
খারাপে নয় -
তাই আমি ভালো হতে ভালো কর্ম করার চেষ্ঠা করি ,
আমার গমনাগমন কোন খারাপ পথে নয় ।
আমার চিন্তা অপচয় নিয়ন্ত্রণে ,
জন্মনিয়ন্ত্রণে নয় -
তাই আমি অপচয় করা থেকে বিরত থাকি ,
জন্মনিয়ন্ত্রণ করে মানুষ হত্যা করা আমার লক্ষ্য নয় ।
আমার চিন্তা সুশৃন্খল জীবন গঠনে ,
বিশৃন্খলতা আমার সাধনা নয় -
তাই আমি সুশৃন্খল জীবন গঠনে উদ্যোগী হই ,
বিশৃন্খলা সৃষ্ঠি করে সমাজে অশান্তি আনায়ন আমার উদ্দেশ্য নয় ।
আমার চিন্তা সৃষ্টিকর্তা তথা আল্লাহ ও তাঁর রাসুল (সঃ) এর পথ অবলম্বনে ,
তাঁদের নির্দেশ অমান্যে নয় -
তাই আমি আল্লাহ - রাসূলের (সঃ) পথ অনুসরণে নিজকে সাজাতে চেষ্ঠা করি ,
আমার সময় ব্যয় তাঁদের নির্দেশীত পথ অমান্যে নয় ।
( ঈষৎ সংশোধিত )
========================================
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন