প্রেমাভিষারের কথন
----------------
প্রিয়া !
মরুভুমির উষ্ণ হাওয়ার তালে তালে দোল খেয়ে সারাদিনের কর্মে অবগাহন করা শরীর নিয়ে যখন নিদ্রাদেবীর সাথে সংগম প্রত্যাশী ঠিক তখনি তোমার মনকাড়া মুখটি ঝলসে উঠলো অক্ষি যুগলের মার্বেলে। এমতাবস্থায় কি আর করা ? নিদ্রাদেবীর সাথে সংগমের বিরতি দিয় বসে গেলাম লিখতে আমার প্রেমাভিষারের কথন। শুরুতেই জানাচ্ছি লাল গোলাপের সুরভী মাখা করাশ প্রীতি ও শুভেচ্ছা। আশা করি ভালো আছ। কামনা ও হোক তাই।
কে তুমি ওগো ! মোরে রূপের মায়ায় জড়ালে?
কে তুমি ওগো ! মন মোর কেড়ে নিলে আড়ালে?
কে তুমি ওগো ! সারাটা দিন মোর কেড়ে নিলে?
কে তুমি ওগো ! সারাটা রাত মোরে সঙ্গ দিলে?
কে তুমি ওগো ! মোর প্রতিটি মুহূর্তের সঙ্গী হলে?
কে তুমি ওগো ! মোরে কথা দিলে ভালোবাসবে বলে?
হ্যাঁ , প্রিয়া !
আমার একটি কবিতার উপরোক্ত ক’টি পংক্তি দিয়েই শুরু করছি তোমার সাথে দূর থেকে প্রেমাভিষার । আচ্ছা বলো তো -
ওগো মোর নীল নয়না !
তুমি কি করো মোর সাথে ছলনা?
বলনা - তুমি আমার হবে?
না , কিছু পর তুমি বলবে -
তোমার সাথে আর আমার হলোনা !
ওগো মোর হরিণী নয়ন !
তুমি কেন কর মোরে জ্বালাতন?
বলনা - আসলে কি তুমি আমার হবে?
না , দাও মোরে -
মিছে আশা শুধু বারবার !
ওগো মোর প্রাণহরিণী !
তুমি তো করেছো আমায় ঋণী!
কিভাবে তুমি মোর প্রাণ হরিলে?
এই মন কেন কেড়ে নিলে?
আসলে কি দিয়েছো তুমি মনটা আমায়?
না , তোমার রূপসাগরে ঝাঁপ দিতে মোরে দিয়েছ থামায়?
ওগো মোর মনবিহারী !
তুমি এ কেমন করেছ মোরে শিকারী?
তোমারই পাছে পাছে ঘুরছি আমি,
তোমারই শিকারে আছি আমি দিবস-যামী।
কেন যে তুমি দাওনা ধরা?
এ বুকে লেগেছে আজ বিশেষ খরা !
পিপাসা লেগেছে দারুন আমার মনে,
জানিনা হায় মিলবো কখন তোমার সনে।
আজকে এলাম আমি এ চিঠি হাতে নিয়ে ,
এসো মোরা মিলি দু’জনে , বললাম চিঠি হাতে দিয়ে।
আসবে কি প্রিয়া ওগো ! আমার সাথে?
রাখবে কি হাত দু’টো আমার হাতে?
বলবে কি কানে কানে ভালোবাসি?
তবে তোমায় দেব প্রেম রাশি রাশি।
বলব কথা মোরা বসে বসে,
দিব ভালোবাসা তোমার মনেতে বসে।
বসে প্রেমের আলাপ করব মোরা রসে রসে,
মিষ্টি আদর দিব আমি প্রেমের যশে।
আসবে কি প্রিয়া তুমি?
দিবে কি তব মনভূমি?
মিটাবে কি মনের আশা?
ভরাবে কি প্রেমের বাসা?
বুঝ কি চোখের ভাষা?
দেখনা চোখ মোর কি করে আশা?
দিবে কি ভালোবাসা?
মিটবে কি মোর চোখের নেশা?
তবে এসো গো প্রিয়া তুমি,
আবাদ কর মোর মনভূমি।
ভাসাব প্রমের ভেলা,
মিটাব মনের জ্বালা।
ফেলবো মোরা মনেরই শাঁস,
করব মোরা প্রেমেরই চাষ।
প্রেমের ভেলায় মোরা করব যে বাস,
ঝুলাব গলে মোদের প্রেমেরই ফাঁস।
সহেনা প্রমের জ্বালা,
রচিব মিলন মালা।
হবে যে তবে ভালোবাসা,
করব দু’জন যাওয়া আশা -
হাতে মোরা হাত রেখে,
ভালোবাসার জোড়া এঁকে।
প্রিয়া !
এই হোক আমার আজকের প্রেমাভিষারর আলাপন । আমাদের ভবিষ্যত যাত্রায় দিশারী হোক আমার এই প্রেমাভিষারের কথন । এ কামনায় -
তোমার “ সৌরভ ’’।
==========
দাদা,"সৌরভ" টি কে? আপনি নাকি? যাই হোক আমি আপনাকেই ভেবেছি। দাদা, বুঝতে পারছি না যে প্রেমের এই বিশাল সমুদ্র ওই হৃদয়ে কি ভাবে ধরে রেখেছেন। প্রতিদিন এভাবে অপূর্ব প্রেমের অভিব্যক্তি পেলে আবার প্রেমিক হবার ইচ্ছা জেগে না ওঠে এই বয়সে। হাঃ,হাঃ। অবাক ও হচ্ছি, ভালও লাগছে। ভাবছি এত লিখছেন কি করে?
উত্তরমুছুনআপনার অজয়।
দাদা !
উত্তরমুছুন"সৌরভ" আমার ডাকনাম । যা শুধু একজনের জন্যই নির্ধারিত ।আর কারো জন্যে নয় । আপনার ভাবনা সঠিক ।ধন্যবাদ ।
দাদা !
প্রেমের সমুদ্র কিনা জানিনা তবে আমার হৃদয়ের আভ্যান্তরিন প্রীতিময় পরিবেশের কিঞ্চিত পরিমাণ ভাব কলমের খোঁচায় প্রকাশ করতে পারছি । বাকি ভাবগুলো প্রকাশ করার অজ্ঞতার কারনে ভিতরেই কেঁদে মরছে । যদি নিজের ভিতরে প্রাতিষ্টানিক শিক্ষার কঞ্চিত পরিমাণ থাকতো হয়তো সবগুলো পকাশের সুযোগ পেতাম বা প্রকাশ হতো ।
দাদা !
যখন ক্লাস ফোর এ তখনই একটা মেয়ের প্রেমে কবিতা লেখা শুরু ,সেই মেয়েকে নিজের লেখা প্রথম কবিতাটি দিতে গিয়েই ধরা পড়ি ক্লাস টিচারের হাতে । এখনো স্যারের বেতের পীড়ন স্মরণ করিয়ে দেয় সেই বাল্যপ্রেমের কাহিনী ।
অবস্য স্যারের বেতের বারির যন্ত্রণা পরদিনই ভুলে গিয়েছিলাম ,যখন স্যার আমাকে মাথায় হাত বুলিয়ে বলেছিলেন তোমার লেখা আমার ভালো লেগেছে ,দোয়া করি তোমার এই ব্রেইন যেন মানুষের উপকারে লাগে ,ওই দিন থেকে স্যার আমাকে ক্লাস ফোরে বসতে দিলেন না । ক্লাস ফাইভের ছাত্রদের সাথে বসিয়ে দিয়ে বললেন ,তুমি এখানে বসতে না চাইলে ও আমি টিসির ব্যাবস্থা করে দিচ্ছি্ হাইস্কুলে চলে যাও ।
যা হোক দাদা !
আমার জীবনটায় জড়িয়ে আছে সুখ-দুঃখের অনেক কাহিনী । সময় পেলে এক এক করে সব লিখে যাব ।
হা হা হা ,প্রেম করতে ইচ্ছা জাগলে ...অনুমতি নিয়ে শুরু করুন আমার মত ।
ধন্যবাদ দাদা ,ভালো থাকুন ।
দাদা!
উত্তরমুছুনপড়ে ভীষন খুশি হলাম ও গর্ববোধ করছি। এতদিনে পরিস্কার হলো আপনার এই অসাধারন প্রচেষ্টার অর্থ। আমার জীবনে দেখা প্রেমিকদের মধ্যে নিঃসন্দেহে এক অপূর্ব প্রেমিক আপনি যে তার প্রেমের অভিজ্ঞতা স্মূতির অন্তঃস্থল থেকে উদ্ধার করে অমর করে রাখবার প্রচেষ্টায় ব্রতী হয়েছেন। শাবাশ!! আপনার সর্বমঙ্গল ও সর্বসফলতা কামনা করি।
শুভেচ্ছান্তে,
আপনার অজয়