আমিতো তোমায় ভালোবেসেছি ,
হৃদয়ের তন্ত্রীতে তোমার নাম লিখে ফেলেছি ।
যতই দূরে তুমি থাকোনা কেন ,
প্রতিটি ক্ষণ তুমি মোর কাছে যেন !
একরাশ ব্যথা যদি থাকে হৃদয় ঘরে ,
তোমার কথা মনে হলে যায় যে সরে !
বারবার যদি আসে জল আঁখি কোণে ,
বলি যখন কথা বিনা তারের টেলিফোনে !
একরাশ ব্যথা শুধু তুমি নেই বলে পাই ,
তুমি মোর জীবন-মরণ আর কেহ নাই ।
==========================================================
মরুভূমি হয়ে যাওয়া আমারই মন ,
তোমাকেই খুঁজে ফেরে শুধু অনুক্ষণ ।।
মরুঝড়ে চাপা পড়া আমারই জীবন ;
মানে না যে আর মোর মরুভূমি মন ।।
উপরেতে যায় না দেখা চামড়া ঘেরা আমার এই শরীর ,
তারইভিতর অগ্নি-দহন , জ্বলছে সদা জীবনের এই নীড় ।
বিরহের দাবানলে জ্বলছে সারাক্ষণ -
ইটেরই ভাটার মতো আমার এই জীবন ।
দগ্ধ হওয়া জীবনখানার আহত এই মন ,
ছটফট করে তোমার লাগিই শুধুই সর্বক্ষণ ।।
বুঝাতে পারিনা হায় মনের ব্যথা ,
বলতে যে পারিনা কভু জীবনের কথা ।
ধ্বিকিধ্বিকি জ্বলে সদা আমার এই মন ,
খাঁচায় বন্ধী পাখির মতোন আমারই জীবন ।
বন্ধী আমার জীবনখানার আছে যে এক মন ,
তোমায় নিয়েই ভাবে তাহা শুধুই সারাক্ষণ ।।
=============================================================
অহর্ণিশ জ্বলছি
-----------------
অহর্ণিশ জ্বলছি শুধু - “ প্রিয়া ’’
তোমারই “ সৌরভ ’’- সেই আমি ,
তোমারই অপেক্ষায় শুধু দিবসযামী ।
তোমার ভালোবাসার কাঙ্গাল আমি
আছি শুধু তোমারই জন্য - প্রিয়া
তমসাচ্ছন্ন এই জীবন নিয়া ,
তোমারই মনের প্রকোষ্ঠে রেখো আমায়
শুধু একটু ভালোবাসা দিয়া ।
========================================================
হওনা তুমি একটু দুঃখী
-------------------------
এই নিয়েই তোমায় করছি স্মরণ ।।
তোমারই খুশির দিনে জানি আমারই এই মুখ
কেড়ে নিবে তোমারই মনের যত সুখ ।
যদি এতেও হয় আমার মনটা সুখী
হওনা তবে তুমি একটু দুঃখী ।
জানি সারাজীবন থাকবে সুখী তোমারই ঐ মন
আজ না হয় কাটাও একটু ক্ষণ ।।
বিচ্ছেদরই অনলদাহে জ্বলন্ত মোর মন
চাই যে তোমার কাছে এই একটু ক্ষণ ।
দূর থেকে ছোঁয়াবিহীন তোমারই পরশ পেতে
তোমারই কথা শুনতেই রিসিভারটি রাখি কানে গেঁথে ।
হয় যদি তাতেই সুখী আমারই জীবন
একটু অসুখী তবে হোকনা তোমার মন ।।
==========================================================
তোমার সুখে
---------------
তুমি যদি সুখী হও আমি থাকলে দূরে ,
তবে তুমি সুখী হও আমি থাকি দূরে ।।
তোমার সুখে সুখী আমি তোমার দুঃখে দুঃখী ,
তোমার সুখের লাগি তাই আমি দূরে থাকি ।
এই জনমে সুখ আমার নাইবা লাগুক ,
তোমার কাছেই সুখ নিয়ে ফাগুন আসুক ।
সুখের ফাগুন থাকুক তোমার সারাজীবন ভরে ,
সেই সুখেরই আবেশ লাগবে আার জীবন ঘরে ।।
আমার যত দুঃখগুলো জীবন মাঝে গাঁথা ,
সর্বসময় দেয় আমায় মনের মাঝে ব্যথা ।
তোমার সুখের পরশ পেয়ে সকল দুঃখ আমার
নিমিষেই চলে গিয়ে সুখী হয় মন আমার ।
তাইতো সুখের তরীখানি ভীরুক তোমার জীবন তরে ,
এই যে শুধুইকামনা মোর সারাজীবন ভরে ।।
=======================================================================
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন