সেদিনের বিদায় ক্ষণে
[ মাসিক রহমানী পয়গাম সেপ্টেম্বর-২০০৪
সংখ্যায় এই কবিতাটা পূর্বে প্রকাশিত ]
================================
আমার চলে আসার আয়োজনে
মুখরিত আমাদের পুরো গৃহাঙ্গন ,
চারিদিকে কলরোল স্বজনদের আগমনে
আমার বিদায় ক্ষণে -
হঠাৎই সবার আনন্দের ঢেউয়ে এলো ভাঙ্গন ।
পিতা - মাতা - ভাই - বোন আর আত্মীয় - স্বজন
দাঁড়িয়ে সবে নীরব নিশ্চল
যেন পাথরে গড়া মূর্তির মতো ,
অপেক্ষায় তারা - বের হই আমিকখন
ওদিকে বিবি সন্তানের কান্নার রোল
তারা যেন আমায় চিরবিদায় দানে রত !
সেদিনই মনে হলো বড় ব্যথাতুর বিদায়ের ক্ষণ ,
টপকে পড়া নয়নজলে সকলেই করি অবগাহন ।
বিদায়র ঘন্টা যখন বেজে উঠলো মনে ,
নিরালায় গিয়ে সাক্ষাত করি বিবির সনে ।
সেইদিন আমার বিদায়ক্ষণে ,
দেখে আসা সেই প্রিয়তমার মুখ -
আজও সময় - অসময়ে পড়ে মনে ;
পানিতে টলমল তার কালো দু’টি চোখ !
যে চোখে দেখেছি সেদিন
শব্দহীন ঝর্ণার মতো টপকে আসা পানির স্রোত !
শত চেষ্টার মাঝেও পারেনি সে সেদিন
চোখের পানির স্রোতকে করতে রোধ !
শেষ বিদায়ের প্রাক্ষালে যখন
মুখ লুকাল সে আমার বুকে ,
তার চোখে টপকে আসা পানির স্রোত তখন
কেমনকরে যেন গেলো রুখে !
দীর্ঘ সময় পর আমার বুকটা খালি হলে
জামা ঠিক করতেই হাতে অনুভব হলো
প্রিয়তমা সহধর্মিনী আমায় বিদায় দেয়ার ছলে
তার চোখকে নীরব ঝর্ণা বলেই বুঝিয়ে দিলো !
===============================
তোমার ভাবনায়
----------------------
তোমার দেখা পাবো আমি জানিনা কখন ,
দূর থেকে ভালোবাসবো - এই ছিলো কপালের লিখন ।।
তোমার আমার ভালোবাসা যেন লাইলী - মজনুর প্রেম ,
যেমনি করে জন্মেছিলো ফরহাদ - শিরীর প্রেম ।
তেমনি তোমায় ভালোবাসি পরবাসে বসে ,
একা হয়ে বসলে মনে তোমার স্মৃতি ভাসে ।
মনে আমর তখন কয় - এখন উড়াল দিই আমি ,
তোমার কাছে গিয়ে বলি - কোথায় প্রিয়া তুমি ??
যত ছিল আশা - কামনা তোমাকে ঘীরে ,
সবই যে আজ বৃথা গেলো আশার নীড়ে ।
এখন শুধু স্মৃতির ডাইরী চোখের উপর ভাসে ,
কি যে করলাম হায় আমি তোমায় ছেড়ে এসে ।
বিরহের দাবানল জ্বলে মনে প্রতিক্ষণ ,
বেদনারই সরোবর জন্মে বুকে অনুক্ষণ ।
তুমি বিনা বৃথা জীবন বুঝে নিলাম আমি ,
কবে পাবো তোমার দেখা জানো কি গো তুমি ??
আশার তরী ভাসাই আমি প্রতিদিনের প্রতিক্ষণ ,
তোমায় দেখার আরাধনা মনে জাগে সর্বক্ষণ ।
ভালোবাসার তীব্র জ্বালা পরবাসী এই মনে ,
করুন সুরে গাহে গান শুধুই তোমার স্মরণে ।
আনছান করে মনটা আমার তোমায় একবার দেখিবার ,
ধরপর করে বুকটা শুধু তোমার সাথে মিশিবার ।
বলো ওগো ! তুমি বিনা কেমনে থাকি আমি ?
বুকের জ্বালার শেষ কোথায় ? বলো ওগো তুমি ।।
====================================