আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!

রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১১

বাংলা আমার মাতৃভাষা


বাংলা আমার মাতৃভাষা 
[ মহান একুশে ফেব্রোয়ারী ও 
বায়ান্ন’র ভাষা আন্দোলনে 
মহান শহীদদের স্মরণে ] 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
-----------------------  

আমার মুখ ফুটিলো যেই ভাষাতে 
জীবন হলো ঘেরা ,
সেই যে আমার মাতৃভাষা 
সকল ভাষার সেরা । 

বাংলা মায়ের দামাল ছেলের 
রক্ত যাতে ভাসা , 
সেই যে আমার ঠোঁটে ফুটা 
আমার মাতৃভাষা । 

যেই ভাষাতে লিখন লিখি 
যেই ভাষাতে কথা বলি 
যেই ভাষাতেই জুড়াই আমার 
মনের সকল আশা , 
সেই যে আমার মুখেরই ভাষা । 
বিশ্বমাঝে স্বীকৃত যেই 
মহান বাংলা ভাষা ,
সেই যে আমার ঠোঁটের বাংলাভাষা । 

বাংলা মায়ের দামাল ছেলে 
দেখিয়েছিলো এক স্বপ্ন - আলোআশার ,
বায়ান্ন এর আটই ফাল্গুন - 
স্মৃতিস্মারক ,সেই যে আমার ভাষার ।

সেই আলোতেই পথ দেখেছি ,
সেই আশাতেই পদ রেখেছি ,
মিটলো আমার আশা , 
রক্তসাগর পাড়ি দিয়ে 
পেলাম আমার ভাষা । 

বাংলা মায়ের দামাল ছেলে 
রক্ত দিয়ে কিনেছিলো যেই ভাষা ,
সেই যে আমার মুখের বুলি 
সেই যে বাংলা ভাষা ।

আবাল - বৃদ্ধ - বণিতা - 
আর দেশের সকল চাষা 
গাত্র মাঝে বুলেট মেখে 
এনেছিলো যেই ভাষা ,
সেই যে আমার মুখের বুলি 
আমার মাতৃভাষা - 
সেই যে আমার প্রাণের ভাষা 
মহান বাংলা ভাষা । 
======================== 

মহান একুশে ফেব্রোয়ারী



মহান একুশে ফেব্রোয়ারী
 [ বায়ান্ন’র ভাষা আন্দোলনে মহান শহীদদের স্মরণে ] 
-           মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 

================================================================= 


মহান একুশে ফেব্রোয়ারী -
যেদিন এলো সর্বান্দোলনের ভিত্তি গড়ার পূর্বাভাস ,
সৃষ্টি যেদিন রাষ্ট্রভাষা বাংলা করার ইতিহাস ।
একশ’ চুয়াল্লিশ ধারা ভঙ্গ করার ঐতিহাসিক তারিখ ,
বায়ান্নতে রাষ্ট্রভাষার আন্দোলনে ছিল শুধুই বাংলা জাতি শরীক ।
যেদিন চলে রাষ্ট্রভাষা বাংলা করার আনন্দোল্লাস ,
যেদিন হলো বাংলাদেশের সর্ব সংগ্রামের প্রাণশক্তির বিকাশ ।
বাংলা জাতির মাতৃভাষার দাবী আদায়ের দিন ,
যেদিন নিজের ভাষায় কথা বলে বাংলা জাতি করলো পরের ভাষা বিলীন ।
যেদিন বাংলা জাতির মনে উদয় মাতৃভূমি মুক্ত করার দূর্জেয় মত ,
যেদিন হলো রক্ত ঢেলে কার্ফ্যু ভেঙ্গে এগিয়ে যাবার মরণ শপথ ।
যেদিন দেখা মাতৃভাষার জন্য জাতীয় ঐক্যের মূর্ত প্রতীক ,
যেদিন উদয় শোষণের বিরুদ্ধে আপোষহীন এক সংগ্রামের দিক ।
যেদিন সালাম - রফিক - জব্বার - বরকত আরও অনেকের কাছে এসেছিল যশ ,
তাঁদের স্মৃতি ধরে রাখার এক মহান শহীদ দিবস ।
বাংলা মায়ের দামাল ছেলেদের স্মরণ করার দিন ,
যেদিনটি আজ তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের বিশেষ একটা দিন ।
শহীদদের রক্তে রঞ্জিত বাংলাদেশে স্বাধীনতার রক্তীম সূর্য উঠার পূর্বদিন ,
যেদিন আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো সেই একুশকে নবরূপে করে রঙ্গীন ।
যেদিন বাংলা জাতিই ভাষার তরে প্রথম
এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করে পৃথিবীর ইতিহাসে ,
সেই দিনটিই কালান্তরে বিশ্ব দরবারে স্বীকৃতি পায়
“ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে “ !
যেদিনটির জন্য বাংলা ভাষায়ই পেলো
পৃথিবীর ছয় হাজার সাতশ’ ভাষার মধ্যে এ মহত্তম গৌরব ,
যেদিনের জন্য পৃথিবী ব্যাপী বাইশ কোটি বাংলাভাষী পাচ্ছে
যেন এক নতুন ফুলের সৌরভ !
মহান এই দিনের জন্য প্রাপ্ত কৃতিত্বের স্বীকৃতি
সেটা কেবল হয়েছে বাংলাদেশীদেরই অর্জন ,
যেদিনের জন্য বাংলাদেশীদের প্রাপ্ত এ স্বীকৃত সম্মান
বিশ্বের অন্য কোন জাতি পারেনা কভু করতে বর্জন ।

========================================================================= 

শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০১১

সেদিনের বিদায় ক্ষণে , তোমার ভাবনায়




সেদিনের বিদায় ক্ষণে 

[ মাসিক রহমানী পয়গাম সেপ্টেম্বর-২০০৪
সংখ্যায় এই কবিতাটা পূর্বে প্রকাশিত ]
================================ 


আমার চলে আসার আয়োজনে
মুখরিত আমাদের পুরো গৃহাঙ্গন ,
চারিদিকে কলরোল স্বজনদের আগমনে
আমার বিদায় ক্ষণে -
হঠাৎই সবার আনন্দের ঢেউয়ে এলো ভাঙ্গন ।
পিতা - মাতা - ভাই - বোন আর আত্মীয় - স্বজন
দাঁড়িয়ে সবে নীরব নিশ্চল
যেন পাথরে গড়া মূর্তির মতো ,
অপেক্ষায় তারা - বের হই আমিকখন
ওদিকে বিবি সন্তানের কান্নার রোল
তারা যেন আমায় চিরবিদায় দানে রত !
সেদিনই মনে হলো বড় ব্যথাতুর বিদায়ের ক্ষণ ,
টপকে পড়া নয়নজলে সকলেই করি অবগাহন ।
বিদায়র ঘন্টা যখন বেজে উঠলো মনে ,
নিরালায় গিয়ে সাক্ষাত করি বিবির সনে ।

সেইদিন আমার বিদায়ক্ষণে ,
দেখে আসা সেই প্রিয়তমার মুখ -
আজও সময় - অসময়ে পড়ে মনে ;
পানিতে টলমল তার কালো দু’টি চোখ !
যে চোখে দেখেছি সেদিন
শব্দহীন ঝর্ণার মতো টপকে আসা পানির স্রোত !
শত চেষ্টার মাঝেও পারেনি সে সেদিন
চোখের পানির স্রোতকে করতে রোধ !

শেষ বিদায়ের প্রাক্ষালে যখন
মুখ লুকাল সে আমার বুকে ,
তার চোখে টপকে আসা পানির স্রোত তখন
কেমনকরে যেন গেলো রুখে !
দীর্ঘ সময় পর আমার বুকটা খালি হলে
জামা ঠিক করতেই হাতে অনুভব হলো
প্রিয়তমা সহধর্মিনী আমায় বিদায় দেয়ার ছলে
তার চোখকে নীরব ঝর্ণা বলেই বুঝিয়ে দিলো !
=============================== 




তোমার ভাবনায় 
---------------------- 


তোমার দেখা পাবো আমি জানিনা কখন ,
দূর থেকে ভালোবাসবো - এই ছিলো কপালের লিখন ।।
তোমার আমার ভালোবাসা যেন লাইলী - মজনুর প্রেম ,
যেমনি করে জন্মেছিলো ফরহাদ - শিরীর প্রেম ।
তেমনি তোমায় ভালোবাসি পরবাসে বসে ,
একা হয়ে বসলে মনে তোমার স্মৃতি ভাসে ।
মনে আমর তখন কয় - এখন উড়াল দিই আমি ,
তোমার কাছে গিয়ে বলি - কোথায় প্রিয়া তুমি ??
যত ছিল আশা - কামনা তোমাকে ঘীরে ,
সবই যে আজ বৃথা গেলো আশার নীড়ে ।
এখন শুধু স্মৃতির ডাইরী চোখের উপর ভাসে ,
কি যে করলাম হায় আমি তোমায় ছেড়ে এসে ।
বিরহের দাবানল জ্বলে মনে প্রতিক্ষণ ,
বেদনারই সরোবর জন্মে বুকে অনুক্ষণ ।
তুমি বিনা বৃথা জীবন বুঝে নিলাম আমি ,
কবে পাবো তোমার দেখা জানো কি গো তুমি ??
আশার তরী ভাসাই আমি প্রতিদিনের প্রতিক্ষণ ,
তোমায় দেখার আরাধনা মনে জাগে সর্বক্ষণ ।
ভালোবাসার তীব্র জ্বালা পরবাসী এই মনে ,
করুন সুরে গাহে গান শুধুই তোমার স্মরণে ।
আনছান করে মনটা আমার তোমায় একবার দেখিবার ,
ধরপর করে বুকটা শুধু তোমার সাথে মিশিবার ।
বলো ওগো ! তুমি বিনা কেমনে থাকি আমি ?
বুকের জ্বালার শেষ কোথায় ? বলো ওগো তুমি ।।
====================================

সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০১১

তুমি আমার , মন মানেনা , অহর্ণিশ জ্বলছি , হওনা তুমি একটু দুঃখী , তোমার সুখে



তুমি আমার  
------------- 

আমিতো তোমায় ভালোবেসেছি ,
হৃদয়ের তন্ত্রীতে তোমার নাম লিখে ফেলেছি ।
যতই দূরে তুমি থাকোনা কেন ,
প্রতিটি ক্ষণ তুমি মোর কাছে যেন !
একরাশ ব্যথা যদি থাকে হৃদয় ঘরে ,
তোমার কথা মনে হলে যায় যে সরে !
বারবার যদি আসে জল আঁখি কোণে ,
মুছে যায় সব ,
বলি যখন কথা বিনা তারের টেলিফোনে !
একরাশ ব্যথা শুধু তুমি নেই বলে পাই ,
তুমি মোর জীবন-মরণ আর কেহ নাই ।
==========================================================



মন মানেনা  
-------------- 

মরুভূমি হয়ে যাওয়া আমারই মন ,
তোমাকেই খুঁজে ফেরে শুধু অনুক্ষণ ।।
মরুঝড়ে চাপা পড়া আমারই জীবন ;
মানে না যে আর মোর মরুভূমি মন ।।

উপরেতে যায় না দেখা চামড়া ঘেরা আমার এই শরীর ,
তারইভিতর অগ্নি-দহন , জ্বলছে সদা জীবনের এই নীড় ।
বিরহের দাবানলে জ্বলছে সারাক্ষণ -
ইটেরই ভাটার মতো আমার এই জীবন ।
দগ্ধ হওয়া জীবনখানার আহত এই মন ,
ছটফট করে তোমার লাগিই শুধুই সর্বক্ষণ ।।

বুঝাতে পারিনা হায় মনের ব্যথা ,
বলতে যে পারিনা কভু জীবনের কথা ।
ধ্বিকিধ্বিকি জ্বলে সদা আমার এই মন ,
খাঁচায় বন্ধী পাখির মতোন আমারই জীবন ।
বন্ধী আমার জীবনখানার আছে যে এক মন ,
তোমায় নিয়েই ভাবে তাহা শুধুই সারাক্ষণ ।। 
============================================================= 





অহর্ণিশ জ্বলছি  
-----------------  

অহর্ণিশ জ্বলছি শুধু - “ প্রিয়া ’’
তোমারই “ সৌরভ ’’- সেই আমি ,
আলো-আশাহীন জীবন নিয়া
তোমারই অপেক্ষায় শুধু দিবসযামী ।
মরুময় এ হৃদয় মাঝে
করছি শুধু তোমায় স্মরণ ,
তোমার ভালোবাসার কাঙ্গাল আমি
হচ্ছি শুধুই ক্ষরণ ।
আছি শুধু তোমারই জন্য - প্রিয়া
তমসাচ্ছন্ন এই জীবন নিয়া ,
তোমারই মনের প্রকোষ্ঠে রেখো আমায়
শুধু একটু ভালোবাসা দিয়া । 
========================================================








হওনা তুমি একটু দুঃখী  
------------------------- 

জলভরা চোখ আর বেদনারই মন
এই নিয়েই তোমায় করছি স্মরণ ।।
আমার এই স্মরণ যদি হয়
তোমার কান্নারই কারন ,
হবে যে তাতেই সুখী
আমারই এই মন ।।

তোমারই খুশির দিনে জানি আমারই এই মুখ
কেড়ে নিবে তোমারই মনের যত সুখ ।
যদি এতেও হয় আমার মনটা সুখী
হওনা তবে তুমি একটু দুঃখী ।
জানি সারাজীবন থাকবে সুখী তোমারই ঐ মন
আমারই একটু সুখের জন্যে
আজ না হয় কাটাও একটু ক্ষণ ।।

বিচ্ছেদরই অনলদাহে জ্বলন্ত মোর মন
চাই যে তোমার কাছে এই একটু ক্ষণ ।
দূর থেকে ছোঁয়াবিহীন তোমারই পরশ পেতে
তোমারই কথা শুনতেই রিসিভারটি রাখি কানে গেঁথে ।
হয় যদি তাতেই সুখী আমারই জীবন
একটু অসুখী তবে হোকনা তোমার মন ।। 
========================================================== 







তোমার সুখে  
---------------  

তুমি যদি সুখী হও আমি থাকলে দূরে ,
তবে তুমি সুখী হও আমি থাকি দূরে ।।

তোমার সুখে সুখী আমি তোমার দুঃখে দুঃখী ,
তোমার সুখের লাগি তাই আমি দূরে থাকি ।
এই জনমে সুখ আমার নাইবা লাগুক ,
তোমার কাছেই সুখ নিয়ে ফাগুন আসুক ।
সুখের ফাগুন থাকুক তোমার সারাজীবন ভরে ,
সেই সুখেরই আবেশ লাগবে আার জীবন ঘরে ।।

আমার যত দুঃখগুলো জীবন মাঝে গাঁথা ,
সর্বসময় দেয় আমায় মনের মাঝে ব্যথা ।
তোমার সুখের পরশ পেয়ে সকল দুঃখ আমার
নিমিষেই চলে গিয়ে সুখী হয় মন আমার ।
তাইতো সুখের তরীখানি ভীরুক তোমার জীবন তরে ,
এই যে শুধুইকামনা মোর সারাজীবন ভরে ।। 
=======================================================================



বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০১১

ঠিকানাটা তোমাকে দিলাম , শান্তি বিহীন আমি , আমার ছবি


ঠিকানাটা তোমাকে দিলাম  
  --------------------------  


আমার ঠিকানাটা তোমাকে দিলাম ।।
ঠিকানাটা যত্নে রেখো ,
একটা চিঠিই শুধু লিখো ,
তোমারই হাল জানিয়ে আমায়
প্রতিটি মাসে আাকে রেখো
খুশির ছোঁয়ায় ।
ডাকঘরে যাবো আমি প্রতিটি মাসে ,
বক্স খুলে দেখি যেন তোমার চিঠি আসে ।
নয়তো ভাববো, নও তুমি আমারই সে -
যারে নিয়ে একটা আশাই শুধু দেখেছিলাম ।।
আশায় আশায় থাকবো তোমার চিঠির পানে ,
চিঠিগুলো লিখো আমায় হৃদয় - টানে ।
যদি ডাকঘরে গিয়ে দেখি চিঠি আসেনি -
ভাববো - মনটা দিয়ে তুমি আমায় ভালোবাসনি ।
আমারই মনটা দিয়ে তোমায়
সেদিন আমি যে এক ভুল করেছিলাম ।।

============================================================== 





শান্তি বিহীন আমি    
--------------------------------------- 


এই দেশে আছি আমি
ঐ দেশে তুমি ,
মাঝখানে বড়ই ব্যবধান
রচেছেন ঐ অন্তর্যামী ।।
না দেখছ কভু আমায় তুমি
না দেখছি তোমায় আমি ,
পানির মত বহে যায়
কত সময় দামী ।।
চলছো একা একা তুমি
চলছি তেমন আমি  ,
জীবনেরই আশা সকল
হচ্ছে বিলীনকামী ।।
যেমনিভাবে জীবনতরী
ভাসিয়ে নিচ্ছো তুমি ,
তেমনিভাবে জীবনসাগর
পাড়ি দিচ্ছি আমি ।
শুধু মনের মাঝের একটা ব্যথায়
ভুগছি যে হায় শান্তিবিহীন আমি ।। 

===============================================

  


আমার ছবি 
---------------- 


যখন আমি থাকবোনা ,
কখনো ফিরে আসবোনা ,
করবে স্মরণ আমায় ;
এই জীবনের ক্ষণিক সময়ে
লিখেছি যত মনের আলাপন -
সেইসব আলাপন সামনে নিয়ে
ভাববে শুধু আমায় -
আমি এক ভবঘুরে কবি !
নশ্বর এই পৃথিবীর রঙ্গমঞ্চে
আমায় যখন দেখবে অনুপস্থিত ,
বিষাদে ভরা তোমার জীবন
যখন খুঁজবে আমায় -
লক্ষ্মী আমার প্রিয়তমা !
যত্ন করে রেখো আমার এ স্মৃতি ।
তখন কজ দিবে তায় ;
দেখবে চোখ জুড়িয়ে শুধু
আমার পাঠানো ছবি । 


=============================================