হে প্রিয়া ! তুমি আমার গান , তুমি আমার প্রাণ । তুমি আমার বিশ্ব , তুমি আমার নিঃস্ব । তুমি আমার নিঃশ্বাস , তুমি আমার বিশ্বাস । হে প্রিয়া ! তুমি আমার নিশানা , তুমি আমার ঠিকানা । তুমি আমার আশা , তুমি আমার বাসা । তুমি আমার কল্পনা , তুমি আমার জল্পনা । হে প্রিয়া ! তুমি আমার বাঁশী , তুমি আমার রাশি । তুমি আমার সাথী , তুমি আমার বাতি । তুমি আমার তরী , তুমি আমার ঘড়ি । হে প্রিয়া ! তুমি আমার জ্যোতি , তুমি আমার পুঁথি । তুমি আমার ভালো , তুমি আমার আলো । তুমি আমার ছন্দ , তুমি আমার মন্দ । | হে প্রিয়া ! তুমি আমার সুখ , তুমি আমার দুঃখ । তুমি আমার সাধনা , তুমি আমার যাতনা । তুমি আমার কামনা , তুমি আমার বাসনা । হে প্রিয়া ! তুমি আমার কর্ম , তুমি আমার বর্ম । তুমি আমার স্বর্গ , তুমি আমার অর্ঘ্য । তুমি আমার কবর , তুমি আমার ওজর । হে প্রিয়া ! তুমি আমার ভয় , তুমি আমার ক্ষয় । তুমি আমার জয় , তুমি আমার লয় । তুমি আমার মন , তুমি আমার ধন । হে প্রিয়া ! তুমি আমার সব , তুমি আমার রব । তুমি আমার আবাস , তুমি আমার সর্বনাশ । তুমি আমার জীবন , তুমি আমার মরণ । |
HELLO DARLING ! YOU ARE MY SONG , YOU ARE MY SOUL . YOU ARE MY WORLD , YOU ARE MY DESTITUTE . YOU ARE MY RESPIRATION , YOU ARE MY FAITH . HO DEAR ! YOU ARE MY SIGN , YOU ARE MY ADDRESS . YOU ARE MY HOPE , YOU ARE MY NEST . YOU ARE MY IMAGINATION , YOU ARE MY REPEAT . O BELOVED ! YOU ARE MY FLUTE , YOU ARE MY HEAP . YOU ARE MY FRIEND , YOU ARE MY LAMP . YOU ARE MY BOAT , YOU ARE MY CLOCK . OH MY LOVE ! YOU ARE MY SPLENDOUR , YOU ARE MY BOOK . YOU ARE MY GOOD , YOU ARE MY LIGHT . YOU ARE MY POETICAL METNE , YOU ARE MY BAD . | HELLO DARLING ! YOU ARE MY HAPPINESS , YOU ARE MY SORROW . YOU ARE MY WORSHIP , YOU ARE MY PAIN . YOU ARE MY WISH , YOU ARE MY DESIRE . HO DEAR ! YOU ARE MY WORK , YOU ARE MY ARMUR . YOU ARE MY HEAVEN , YOU ARE MY REVERENCE . YOU ARE MY GRAVE , YOU ARE MY PLEA . O BELOVED ! YOU ARE MY FEAR , YOU ARE MY DECREASE . YOU ARE MY SUCCESS , YOU ARE MY ABSORPTION . YOU ARE MY HEART , YOU ARE MY WEALTH . OH MY LOVE ! YOU ARE MY ALL , YOU ARE MY VOICE . YOU ARE MY RESIDENCE , YOU ARE MY TOTAL DESTRUCTION . YOU ARE MY LIFE , YOU ARE MY DEATH . |
দাদা, আপনার এই যাত্রা অকল্পণীয়রূপে সুন্দর। আমি জানি না আপনি বুকের কোন গভীরতা থেকে ভালোবাসার এই অসাধারন মর্মকথা খুঁজে নিয়ে আসেন। ভালোবাসার প্লাবনে সমস্ত গ্লানী ধুঁয়ে মুছে একাকার করার সঙ্কল্পকে আমার আন্তরীক শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ দাদা।
উত্তরমুছুনদাদা !
উত্তরমুছুনসুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । কামনা করি আপনার মঙ্গলময় সুন্দর ভবিষ্যত । ভালো থাকুন ।
আপনারই জাকারিয়া