প্রিয়া বলে ডাকবো তোমায়
-----------------------------
প্রিয়া !
হ্যাঁ , আজ থেকে এ নামেই ডাকবো তোমায় ।
উপনাম কিংবা ডাকনাম হবে তোমার “ প্রিয়া ’’।
শিল্পী !
এ নাম তো গান শুনাবে মনের মাঝে অহরহ -
তাক্ ধিনা ধিন তাক্ রিনিঝিনি কাঁকনের ছন্দে ,
রাগিনীর মধুরিমা সুর তার আচ্ছন্ন করবে আমায় ,
স্বপ্নের সমীরণ দোল খাবে নির্ঘুম আঁখিনীড়ে ,
সুখের মসনদ দোলে উঠবে শিল্পীর চৌম্বকীয় সূরের মূর্ছনায় !
তাই , এসো হে প্রিয়া ! এসো এসো ;
লাজরাঙ্গা বধুবেশে , দুই হাতে ওড়নার আঁচল টেনে ,
দাঁতের কামড় বসিয়ে তায় -
চেহারা ঈষৎ নিম্নে রেখে , পলকহীন আঁখিযুগল মুক্ত করে ,
দেখো মোর দিকে - এই য আমি
তোমার সৌরভ !
প্রিয়া প্রিয়া বলে ডকবো তোমায় ,
যতদিন এ জীবন না যাবে হারায় ।
পৃথিবীর দিগন্তে ঊষামান সূর্যের মতো সত্যি ,
চতুর্দশী চাঁদের উজ্জ্বল আলো যেমন দখা যায় রাত্রী ;
তেমনিই তুমি আমার জীবনে - নিত্য নব দ্যূতিময় প্রিয়া ,
নির্ঘুম স্বপ্নের আবেশে জড়াই শুধু তোমায় নিয়া ।
প্রিয়া প্রিয়া বলে ডকবো তোমায় ,
যতদিন রবে বহমান কর্ণফুলি - হালদা - পদ্মা - মেঘনা - যমুনা ,
থাকবো তোমার আকাশ ছুঁয়ে আমি - তোমারই সৌরভ ,
তুমি ছাড়া নেই যে আমার কোন ঠিকানা ।
প্রিয়া প্রিয়া বলে ডকবো তোমায় ,
পাছে লোকে কিছু বলে
বলবে বলুক সবে - তাতে কি হবে আমার ?
আারই প্রিয়া সে যে
যার সাথে মোর জীবন - মরণ ,
প্রিয়া বলে ডাকলে তারে
তাতে ক্ষতি কি মানুষজনার ?
প্রিয়া প্রিয়া বলে ডকবো তোমায় ,
যতদিন থাকে এই জীবনের দম ,
প্রিয়াকে প্রমের দাম দিবোনা যে কম ।
প্রিয়া প্রিয়া বলে ডকবো তোমায় ,
যদি পাশ থেকে কখনো ছিটকে পড়ো ,
তুলে নেবো প্রিয়া প্রিয়া ডেকে তোমায় -
শুধু তুমিই যে মোর জীবনে বড়ো ।
====================================================================
আমি কি করতে পারি ?
--------------------------
আমার জীবন সময় কাটেনা তোমাকে ছাড়া ,
তাই , আমি চলতে পারিনা আমার জীবন পথে ।
আমার জীবনটা কিছুই নয় তোমাকে ছাড়া ,
তাই , আমি অনুভব করি তোমায় সর্বসময় ।
অতএব , বলো তুমি আমায় -
হে আমার প্রিয়া !
এ মুহুর্তে আমি কি করতে পারি ?
==============================================================
WHAT CAN I DO ?
----------------------------
MY LIFE TIME IS NOT RUN WITHOUT YOU ,
SO , I CAN’T RUN IN MY LIFE WAY .
MY LIFE IS NOTHING WITHOUT YOU ,
SO , I FEEL YOU ALL DAY LONG .
SO , TELL ME YOU -
OH MY DEAR !
WHAT CAN I DO IN THIS TIME ?
===========================================================
তোমার ভালোবাসাতে
-----------------------
আমার মনের এই পৃথিবীটা
তোমার ভালোবাসাতেই ধন্য হলো ।
আার মনেরই আশা সকল
তোমার ছোঁয়াতেই মিঠে গেলো ।
তোমারই ভালোবাসায় মাতাল হয়ে
আমি যে হলাম টলোমলো ।।
তোমারই ভালোবাসায় আমারই জীবনে যে
সুখেরই প্লাবন বয়ে দলো ।
তোমারই ভালোবাসায় আমারই মনোমাঝে
খুশিরই জোয়ার এনে দিলো ।
তোমারই ভালোবাসায় মোর
জীবনটা হলো এলোমেলো ।।
আমারই হৃদয়ের আকাশটা যে
তোমারই ভালোবাসাতেই রঙ্গীন হলো ।
আমারই জীবনের সময়টা যে
তোমারই ভালোবাসার সঙ্গী হলো ।
তোমারই ভালোবাসায় আমি
হয়েছি যেনো এলোবেলো ।।
===========================================
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন