আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!

শনিবার, ৮ জানুয়ারী, ২০১১

তোমার প্রতীক্ষায় আমি , I AM WAITING FOR YOU



তোমার প্রতীক্ষায় আমি
------------------

এখন শুধু তোমার প্রতীক্ষায় আমি।
তুমি আসবে ভালোবাসবে
টেনে নিবে কাছে , সে প্রতীক্ষায় আমি
আছি শুধু এখন -
হৃদয়ের ফুলদানীতে
সাজিয়েছি যত ফুল
দিয়ে দেবো সব
তুমি আসবে যখন।
মনের বাগিচায়
যত কল্পনার অভিষার,
সব তোমায় নিয়ে -
হৃদয়ের হাহাকার
জানি , যাবে সব চলে,
আসবে যেদিন তুমি আমার হয়ে।
দিবস - নিশিতে - সন্ধ্যা - প্রভাতে
এখন শুধু একলা থেকে
মনের বাঁশীতে তোমায় ডাকি -
তুমি আসবে যেদিন
পেলে তোমায় কাছে
শুধু দেবো একটু সোহাগ আঁকি।
এখন শুধু তোমার প্রতীক্ষায় আমি।
আশায় আশায় থেকে
গুণি শুধু প্রহরের ঘন্টা,
তুমি আসবে কখন?
এখন শুধু তোমার প্রতীক্ষায় আমি।
তুমি আসবে ভালোবাসবে
টেনে নিবে কাছে,
সে প্রতীক্ষায় আমি আছি শুধু এখন।
================



I AM WAITING FOR YOU
-----------------------------

NOW I AM EXCLUSIVELY WAITING FOR YOU.
YOU WILL COME AND LOVE
AND YOU WILL WANT ME NEAR AT HAND,
NOW I AM WAITING ONLY FOR THAT.
AT THE FLOWER-VASE OF HEART
AS MUCH AS FLOWER SET OUT,
WHENEVER YOU WILL COME
I WILL GIVE YOU ALL.
AT THE ORCHARDS OF HEART
AS MUCH AS JOURNEY OF LOVE AT IMAGINATION,
ALL’S FOR YOU -
WAILING OF HEART
I KNOW , WHICH DAY YOU WILL COME TO ME
ALL’S ARE WILL GO.
ALL DAY - NIGHT - EVENING - MORNING
NOW I CONTINUE ONLY ALONE
AT THE FLUTE OF HEART I CALLING YOU -
WHICH DAY YOU WILL COME
AND OBTAIN YOU NEAR AT ME
ONLY I WILL GIVE YOU MARK OF LOVE.
NOW I AM EXCLUSIVELY WAITING FOR YOU.
NOW I AM STAYING WITH HOPES
COUNTING ONLY BELL OF DIVISION OF DAY AND NIGHT,
WHAT TIME YOU WILL COME?
NOW I AM EXCLUSIVELY WAITING FOR YOU.
YOU WILL COME AND LOVE
AND YOU WILL WANT ME NEAR AT HAND,
NOW I AM WAITING ONLY FOR THAT.
=========================

২টি মন্তব্য:

  1. Whatever you write, you write with your heart. Your writing presents you as a simple flow of stream of truth. The outcome of your expression is so touching that it is difficult to redescribe with the way you have accomplished. Variety of ways to present a single theme is truly appreciable effort. Carry on with your mission. Success is waiting for you. Superb effort dada. Thank you.

    উত্তরমুছুন
  2. dada!
    thanks for you nice and inspired comment.and thanks for for great co-operat to me.
    god bless you

    yours
    zakaria

    উত্তরমুছুন