আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০১০

নতুন বৎসরে কামনা , লেখা হোক নব জীবনের ইতিহাস , এই হোক আমাদের পণ


-: নতুন বৎসরে কামনা :-
প্রিয়া !
আবারও নতুনভাবে বছর ঘুরে আমাদের মাঝে উঁকি দিতে যাচ্ছে নতুন বছরের সোনালী দিন । আমি জানিনা , আমার জীবনের গতিপথ নতুন বৎসরের দিনগুলোতে কোনদিকে প্রবাহমান হবে ।
তোমাকে যতটুকু ভালোবেসেছি , যতটুকু ভালোবাসা তোমাকে দিতে পেরেছি , সবটুকুই ( সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা - “ ভালোবাসা , প্রেম নয় ’’ উপন্যাসের নায়ক কামালের মতো ) সরল বিশ্বাসে । জেনো , আমার ভালোবাসার সবটুকুই অকৃত্রিম , নিখাদ ভালোবাসা । যে ভালোবাসায় নেই কোন দাগ , যে ভালোবাসায় ছিলোনা ভেজালের কোন মিশ্রন । যে ভালোবাসায় ছিল , আছে স্বর্গের শান্তিমাখা সুখের পরশ ; যে ভালোবাসায় ছিলো হৃদয়ের স্বচ্ছ আবেগ । ঠিক সেই ভালোবাসাই দিতে চেয়েছি তোমাকে আমি - যে ভালোবাসার মনকে করেছি তোমাতে বিসর্জন ।
তোমার দৃষ্টিতে তোমাকে আমি ঠিক কতটুকু ভালোবাসা দিতে পেরেছি , ঠিক কতটুকু ভালোবাসা তোমাকে আমি দিয়েছি জানিনা । যতটুকু ভালোবাসা দিয়েছি , যতটুকু ভালোবাসতে পেরেছি তোমাকে , আমার মনে হয়না - তা অন্য কেউ তোমাকে দিতে পারতো । বিশ্বাস হয়না - অন্য কেউ হলে আমার মতো তোমাকে ততটুকু ভালোবাসতে পারতো ।তারপরেও যদি কখনো হয় - আমার ভালোবাসার সংসার থেকে অন্যত্র তোমার পদস্খলন ( আল্লাহ তোমাকে হিফাজাত করুন ) , তবে জেনো - আমি হবো ( সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই নায়ক ) কামালের মতো । হবে হয়তো - আমার জীবন-যাত্রা উক্ত কামালের সেই যাত্রা পথে প্রবাহমান ।
নববর্ষের নতুন যাত্রা পথে তোমার যাত্রা কদম আমার জীবন কল্যানে - তোমার কাছে এই হোক নতুন বৎসরের উষালগ্নে আমার কামনা ।
- “ তোমার সৌরভ ’’
================

-: লেখা হোক নব জীবনের ইতিহাস :-

নববর্ষের আগমন ধ্বণিতে মুখরিত বসুন্ধরা ;
বর্তমান সাল বিলীনমুখো অতীতের কোলে ,
এই ক্ষণে যোজন দূরত্বে
আমরা আজ করছি যে বসবাস -
নব পভাতের নতুন সূর্যের আলোয়
আমাদের অতীত জীবন ও মুছে যাক ,
লিখিত হোক নতুনের সমারোহে
আমাদের নব জীবনের নতুন ইতিহাস।
-     তোমার সৌরভ ’’
====================

-: এই হোক আমাদের পণ :-

তুমি আর আমি দুজনে দুজনার ,
যেন একই বৃন্তে ফোটা ফুল ;
কপোত-কপোতীর মতো থাকবো একই নীড়ে ,
হতে দেবোনা দুনার মাঝে কোন ভুল ।
উঠতে দেবোনা কোন প্রাচীর দুজনার মাঝে ,
থাকবো অনন্তকাল মোরা দুজনে দুজনার ;
বন্ধুর পথের প্রাচীর ভেঙ্গে আসবো দুজন দুজনার কাছে
করবো মোরা প্রেমের অভিষার ।
জীবন চলতি পথে
পৃথিবীর এই পান্থশালায়
এই হোক আমাদের পণ -
দুটি আত্মার একটিই ফুল দিয়ে
প্রেমের পৃথিবী গড়বো মোরা
যেভাবে ভাববে ভাবুক ভবের সর্বজন।
=============================

২টি মন্তব্য:

  1. Dada, aami tajjob hoyey giyechhi aapnal ei obishmoronio lekhar shokti dekhey. Opurbo !! Ishwar-er kachhey prarthona kori aapnakey lekhar aaro shokti debar jonnyo. Hridoy diyey ei lekha opurbo ek onubhutir srishtitey monkay romanchito korlo. God belss you. Thank you dada.
    Ajoy Kumar Chakraborty

    উত্তরমুছুন
  2. Dear Ajoy Dada !
    Pronam apnake.Apnar aei utsaho o prernadayok aei sundor comment ashar jonnoi hoyto atogulu manush amar site visit kora sotteo akhon o kew comment koreni.
    Apnake asesh dhonyobad.asha korchi amar aei site sorboda visit korte thakben.
    God bless to you too
    You are always most welcome.
    ZAKARIA

    উত্তরমুছুন