আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা
বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী
সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত
সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
বিষয় সূচী
APNAKE SHAGOTOM
সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা
অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি ।
conduit-banners
Powered by Conduit |
শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০১০
জোনাক যেন তুমি
তোমার চোখে ( প্যারোডি )
*******************
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০১০
প্রেমে পাগল আমি
-: প্রেমে পাগল আমি :-
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
------------------------------
আল্লাহর প্রেমে রাসুল (সঃ) পাগল ;
আমার জীবনে তুমি / YOU ARE IN MY LIFE / TUM MERE JINDEGI MEIN ( URDU) / ANTI FIL HAYATEE ( ARABI)
[ এই লেখাটি মুলতঃ আরবীতে লিখেছিলাম,
যখন আরবী শিখতেছিলাম , পরে আবার উর্দূতে
ট্রান্সলেটেট করে সৌদি আরবের উর্দু ম্যাগজিনের
কবিতার পাতায় পাঠিয়েছিলাম । আবার ভাবলাম
বাংলায় এবং ইংরেজীতেও অনুবাদ করা হোক ।
তাই বাংলা এবং ইংরেজীতেও হলো ।
এখানে বাংলার সাথে মূল আরবী এবং উর্দু দুইটাই
ইংরেজী অক্ষরে তুলে দিলাম ইংরেজী অনুবাদ সহ ।
আশা করছি আমার আরবী এবং উর্দূ টাইপ ঠিক হলে
মূল আরবী ও উর্দূ টাইপে সংশোধন করে দিব ।]
======================
-: ANTI FIL HAYATEE ( ARABI) :-