সারা দেশ থেকে নারী-পুরুষ নেটওয়ার্কার (নেটওয়ার্ক মার্কেটিং কর্মী) নিয়োগ.... DXN Direct Selling International Network Marketing Buisness ব্যবস্থাপনায় বিশ্ব স্বাস্থ্যসংস্থা "WHO" কর্তৃত মনোনীত ও স্বীকৃত বিশ্বব্যাপী গণস্বাস্থ্যের উন্নয়ন ও গণমানুষের সুস্বাস্থ্য রক্ষায় উৎপাদিত DXN এর স্বাস্থ্যকর পণ্যসমুহ ভেজালমুক্ত অবস্থায় বিশ্বজনতার হাতে হাতে পৌঁছানোর লক্ষ্যে এবং বিশ্বজনতাকে Dxn Buisness ব্যবস্থাপণায় যুক্ত করে তাদের আর্ত-সামাজিক কল্যান ও উন্নয়নে সমগ্র বিশ্বের সকল দেশের সকল এলাকা থেকে ডিস্ট্রিবিউটর নিয়োগের ধারাবাহিকতায় সমগ্র বাংলাদেশের ৬৪টি জেলা, ৪৯২টি উপজেলা, ৩২৮টি পৌরসভা, ৪৫৫৪টি ইউনিয়ন, ৮৭৩১৯টি গ্রাম থেকে সুস্থ মস্তিষ্কের কর্মসক্ষম ১৮ বছর বয়সোর্ধ্ব ২ জন করে পুরুষ ও নারী কে "DXN DISTRIBITOR" পদে নিয়োগ করা হচ্ছে। স্মার্ট মোবাইল ফোন অথবা কম্পিউটার কিংবা ল্যাপটপ দিয়ে অনলাইনে ই-মেইল আদান-প্রদান, ওয়েবসাইট ব্রাউজিং এবং সোসাইল মিডিয়ায় জনসংযোগ সৃষ্ঠি এবং অফলাইনে গণমানুষের সাথে মিশে তাদেরকে Dxn ও Dxn পণ্যের সাথে যুক্ত করে লাইফটাইম বিজনেস ব্যবস্থাপণায় আত্মউন্নয়ন, জনকল্যান, সমাজকল্যান, দেশজকল্যান ও বিশ্বকল্যানে আগ্রহীরা কমেন্ট বক্সে নিজ নিজ জেলার নিম্নোক্ত নাম্বার, উপজেলা, পৌরসভা/ইউনিয়ন এবং গ্রামের নাম কমেন্ট করুন। জেলা সমুহের নাম - ০১। ঢাকা (Dhaka) ০২। চট্টগ্রাম (Chittagong) ০৩। সিলেট (Sylhet) ০৪। রাজশাহী (Rajshahi) ০৫। খুলনা (Khulna) ০৬। বরিশাল (Barisal) ০৭। রংপুর (Rangpur) ০৮। ময়মনসিংহ (Mymensingh) ০৯। বগুড়া (Bogra) ১০। বান্দরবন (Bandarban) ১১। বরগুনা (Barguna) ১২। বাগেরহাট (Bagerhat) ১৩। ভোলা (Bhola) ১৪) ব্রাহ্মণবাড়িয়া (Brahmanbaria) ১৫। চাঁদপুর (Chandpur) ১৬। চুয়াডাঙ্গা (Chuadanga) ১৭। কুমিল্লা (Comilla) ১৮। কক্সবাজার (Cox's Bazar) ১৯। দিনাজপুর (Dinajpur) ২০। ফরিদপুর (Faridpur) ২১। ফেনী (Feni) ২২। গাইবান্ধা (Gaibandha) ২৩। গাজীপুর (Gazipur) ২৪। গোপালগঞ্জ (Gopalganj) ২৫। হবিগঞ্জ (Habiganj) ২৬। জয়পুরহাট (Jaipurhat) ২৭। জামালপুর (Jamalpur) ২৮। যশোর (Jessore) ২৯। ঝালকাঠী (Jhalakathi) ৩০। ঝিনাইদাহ (Jhinaidah) ৩১। খাগড়াছড়ি (Khagrachari) ৩২। কিশোরগঞ্জ (Kishoreganj) ৩৩। কুড়িগ্রাম (Kurigram) ৩৪। কুষ্টিয়া (Kushtia) ৩৫। লক্ষ্মীপুর (Lakshmipur) ৩৬। লালমনিরহাট (Lalmonirhat) ৩৭। মাদারীপুর (Madaripur) ৩৮। মাগুরা (Magura) ৩৯। মানিকগঞ্জ (Manikganj) ৪০। মেহেরপুর (Meherpur) ৪১। মৌলভীবাজার (Moulavibazar) ৪২। মুন্সীগঞ্জ (Munshiganj) ৪৩। নওগাঁ (Naogaon) ৪৪। নারায়ণগঞ্জ (Narayanganj) ৪৫। নরসিংদী (Narsingdi) ৪৬। নাটোর (Natore) ৪৭। নওয়াবগঞ্জ (Nawabgonj) ৪৮। নেত্রকোনা (Netrokona) ৪৯। নীলফামারী (Nilphamari) ৫০। নোয়াখালী (Noakhali) ৫১। নড়াইল (Norail) ৫২। পাবনা (Pabna) ৫৩। পঞ্চগড় (Panchagarh) ৫৪। পটুয়াখালী (Patuakhali) ৫৫। পিরোজপুর (Pirojpur) ৫৬। রাজবাড়ী (Rajbari) ৫৭। রাঙ্গামাটি (Rangamati) ৫৮। সাতক্ষীরা (Satkhira) ৫৯। শরীয়তপুর (Shariotpur) ৬০। শেরপুর (Sherpur) ৬১। সিরাজগঞ্জ (Sirajgonj) ৬২। সুনামগঞ্জ (Sunamganj) ৬৩। টাঙ্গাইল (Tangail) ৬৪। ঠাকুরগাও (Thakurgaon) *** বিস্তারিত জানতে আমাদের SUCCESS WAY MONEY BUILDERs TEAM গ্রুপে জয়েন হয়ে Dxn বিষয়ক সকল টপিক পোষ্ট দেখুন প্লীজ। নীচের গ্রুপ লিংকে ক্লিক করে আমাদের গ্রুপ এ জয়েন করুন - https://www.facebook.com/groups/team4moneymakers/
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা
বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী
সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত
সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
বিষয় সূচী
APNAKE SHAGOTOM
সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা
অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি ।
conduit-banners
Powered by Conduit |
সোমবার, ২ আগস্ট, ২০২১
দেশ-বিদেশের সকল এলাকা থেকে ডিস্ট্রিবিউটর নিয়োগ
বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
DXN জীবনের উন্নয়নে
বেকার, অস্বচ্ছল, স্বল্পবেতনধারী মানুষদের জীবন-মান উন্নয়নে একটা উৎকৃষ্টতম কর্মপদ্ধতির নাম -
DXN INTERNATIONAL DIRECT SELLING NETWদORK BUISNESS.
Dxn কি ও Dxn ব্যবসা কিভাবে করতে হবে?
DXN হলো, একটা ডাইরেক্ট সেলিং ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানী। দুবাইতে, মালয়েশীয়াসহ বিভিন্ন দেশে এদের ফেক্টরী আছে। বাংলাদেশেও ফেক্টরী হবে জায়গা ক্রয় করা হয়েছে। মার্চের শেষের দিকে ফেক্টরীর শুরু হচ্ছে।
Dxn ব্যবসায় লেগে থাকতে হয়। টীম গঠন করতে হয়। মাসিক নিদ্রিষ্ট পরিমাণ কিছু পণ্য কেনাকাটা করতে হয় প্রমোশনের জন্য। সেই সাথে নতুন কাস্টমার সংগ্রহ করতে হয় পণ্য ক্রেতা হিসাবে তাদের কাছে নিদ্রিষ্ট পরিমাণ পণ্য ছাড়াও অধিক মুনাফা অর্জনে অধিক পণ্য বিক্রয় করা যাবে।
প্রতিমাসে কমপক্ষে ৩/৪ শত সৌদি রিয়াল বা বাংলাদেশী ৫ থেকে ৮ হাজার টাকার নগদ মুল্যে পণ্য ক্রয় করে সেটা বিক্রি করতে হয় অথবা নিজে ব্যবহার করতে হয়।
ডিএক্সএন ব্যবসা পৃথিবী ব্যাপী করা যায়।
ডিএক্সএন পণ্য হলো খাদ্য সামগ্রী ও ব্যবহারিক সামগ্রী যা অর্গানিক ও বিশ্বসেরা পণ্য হিসাবে পরিচিতি পেয়েছে।
পৃথিবীর প্রায় ২০০ টি দেশে প্রায় দশ মিলিয়নেরও অধিক মানুষ ডিএক্সএন ব্যবসা চালিয়ে যাচ্ছে, সেখানে আমিও একজন।
এ ব্যবসা করতে পারলে আপনার জন্য ভাল হবে বলে মনে করি। কারন, অনেকেই এ ব্যবসা করে এক একটা টীম বানিয়ে বিদেশ ছেড়ে দেশে চলে গেছে। কারন টীমের মাধ্যমেই তারা প্রতিমাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারছে। তাই এ ব্যবসা শুরু করলে ভাল হবে বলেই মনে করি। এটা একটা লাইফটাইম বিজনেস। আপনি কমপক্ষে ১০ জনের একটা টিম করে তাদের মাধ্যমে আপনার মত একইভাবে কাজ করে যেতে থাকলে আমি নিশ্চয়তা দিতে পারি শুরু থেকে তো আপনি নিজে যা করবেন তার মধ্য দিয়ে বেশ কম ইনকামতো করবেনই, সেইসাতে আপনার টীমের মাধ্যমেও ইনকাম করতে পারবেন। এভাবে আপনার সর্বনিম্ন দশজনের টীম নিয়ে কাজ করে গেলে ৮ মাস পর থেকে আপনি প্রতিমাসে একলক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন।
ভবিষ্যতে নেটওয়ার্ক মার্কেটিং উন্নত ইনকামের রাস্তা হিসাবে পরিগণিত হচ্ছে। তাই, জয়েন করতে চাইলে আমার মাধ্যমে করতে পারবেন।
এজন্য প্রথমে আপনাকে ফ্রিতে Dxn ওয়েবসাইটে একটা একাউন্ট ডিস্ট্রিবিউটর হিসাবে করতে হবে।
এরপর টিম গঠনে আমি যেভাবে কাজ করতে বলব সেভাবে কাজ করতে হবে। অর্থাৎ আপনার আন্ডারে মেম্বার জয়েন করাতে হবে। আপনি যেভাবে কাজ করবেন সেভাবে তাদেরকেও কাজ করতে হবে।
আমার মাধ্যমে ফ্রিতে একাউন্ট করে আপনার পণ্য কিনতে হবে আপনার নিকটস্থ ব্রাঞ্চ থেকেই। সেটা বলে দেয়া হবে।
আপনার ক্রয়কৃত পণ্য কোম্পানী রের্ক্ড করেই আপনার প্রমোশন দিয়ে যাবে।
আপনার মাধ্যমে বাংলাদেশের যারা পণ্য কিনতে চায় তারা বাংলাদেশ থেকেই পণ্য সংগহ করতে পারবে আমাদের বাংলাদেশ ব্রাঞ্চ থেকে।
আপনি ডিস্ট্রিবিউটর হলে কোম্পানীর নির্ধারিত মুল্যই আপনি পণ্য পাবেন। সেটা কোম্পানীর নির্ধারিত মুল্যেই আপনাকে বিক্রি করতে হবে।
আপপি যদি ১০০০ সৌদি রিয়ালের পণ্য কিনে নির্ধারিত মুল্যে বিক্রয় করেন, তবে প্রায় ৩০০ সৌদি রিয়াল নগদ লাভ থাকতে পারে। ঐ পণ্যের উপর আবার আপনার প্রমোশনাল পিভি য়ুক্ত হয়, সেই সাথে কোম্পানী প্রদত্ব কমিশনও যোগ হয়।
Dxn ব্যবসায় লাভ কি রকম?
9 Ways to EARN in DXN
1. Retail Sales
নিজে পণ্য বিক্রয় করে নগদ লাভ!
2. Group Bonus
টীম গঠন করলে টীম মেম্বারদের মাধ্যমে লাভ!
3. Star group Bonus
নীজের টীমে স্টার পদে পদোন্নতি পাওয়া সকলের মাধ্যমে লাভ!
4. Development Bonus
টীম গঠনের মাধ্যমে ব্যবসার উন্নয়ন বা প্রচার ও প্রসারের মাধ্যমে লাভ।
5. Leadership Bonus
নিজের লিডারশীপ অর্জনের মাধ্যমে লাভ।
6. International Profit Sharing
আন্তর্জাতিক ভাবে ব্যবসা সম্প্রসারনে লাভ।
7. Travel Seminar Incentive
বিভিন্ন স্থানে সেমিনার করতে ভ্রমণের উপর লাভ।
8. Handphone Set Incentive (one time)
একবার মোবাইল ফোন পেলে সেটাও লাভ।
9. Overseas Travel Incentive (one time)
কোম্পানী খরচে বিদেশ ভ্রমণ করলে সেটাও লাভ।
ডিএক্সন সদস্য বা ডিস্ট্রিবিউটর হিসাবে আপনার মাসিক নির্ধারিত (অবশ্যই করনীয়) কাজ...
ডিস্ট্রিবিউটর হিসাবে Dxn মেম্বার হবার পর আপনাকে প্রতিমাসে তিনটা কাজ করতে হবে। যথা-
১) আপনার একাউন্ট হয়ে গেলে আপনাকে প্রতিমাসে সর্বনিম্ন বাংলাদেশ থেকে ১৩০০ পিভিপি, আর ইউরোপ, মিডল ইস্ট ইত্যাদি থেকে ১০০ পিভিপি পরিমাণ পণ্য নগদমুল্যে ক্রয় করতে হবে, যাতে লাগতে পারে বাংলাদেশী প্রায় ৫ থেকে ৮ হাজার টাকা এবং অন্যান্য দেশ থেকে ১০০ পিভিপি পরিমাণ মুল্যমানের পণ্য নগদ মুল্যে ক্রয় করতে যা লাগবে।
উক্ত পণ্যগুলো আপনি নিজেও ব্যবহার করতে পারবেন। অথবা বিক্রিও করে দিতে পারবেন। পণ্যগুলো বিক্রয় করতে চাইলে কোম্পানী প্রদত্ত ক্রয়মুল্যে কিনে কোম্পানী প্রদত্ব বিক্রয়মুল্যে বিক্রি করতে পারবেন।
২) প্রতি মাসে কমপক্ষে দুইজন কিংবা ততোধিক যত পারা যায় Dxn পণ্য ক্রেতা বা আপনার কাস্টমারকে আপনার টীম মেম্বার হিসাবে আপনার মতই Dxn ডিস্ট্রিবিউটর হিসাবে রেজিস্ট্রেশন করাতে হবে আপনার মতই (এখন আপনাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যা বলছি এবং যা বলব ঠিক সেভাবে অথবা আরও উত্তমভাবে বলে ও বুঝিয়ে) তাদের দ্বারা একই কাজ করাতে হবে। টীম মেম্বার আপনার যত বেশী হবে তত বেশী আপনার ব্যবসা ছড়াবে, ততবেশী আপনার ব্যবসা হবে, ততবেশী আপনি কমিশন পাবেন এবং ততবেশী দ্রুত আপনার প্রমোশন হবে।
৩) প্রতিমাসে আপনাকে যত বেশী পারা যায় Dxn পণ্যক্রেতা বা কাস্টমার সংগ্রহ করতে হবে, যাতে আপনার ব্যবসায়ীক মুনাফা বেশী হয় (আপনার যত বেশী পণ্য বিক্রি হবে ততবেশী আপনার লাভ হবে ততবেশী আপনি এগিয়ে যাবেন)।
৪) প্রতিমাসে এক দুই দিন পর পর ফেসবুক বা অনলাইনের সর্বত্র এবং অফলাইনে আপনার আশেপাশের ও পরিচিতদের মাঝে Dxn পণ্যগুলোর এডভার্টাইজ বা শেয়ার করতে হবে যেন তারা কাস্টমার হয়ে আপনার কাছ থেকেই Dxn পণ্য কিনে।
৫) আপনি ও আপনার টীমের সকল সদস্য এবং আপনার অধীনে গঠিত সকল টীম ও টীম মেম্বারগণ যদি এভাবে প্রতিমাসে কাজ করে যান, তবে আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি আগামী ৮ মাস পর থেকে আপনার প্রতিমাসে ইনকাম হতে পারে ১ লক্ষ টাকার উপরে।
(প্লীজ ধৈর্য্য নিয়ে পুরা লেখাটি পড়ুন) #মুহাম্মদ_জাকারিয়া_শাহনগরী
*****************
#MOHAMMED_ZAKARIA
#Dxn_Sonsor_Code_821139054
#DXN_DISTRIBUTOR #SAUDI_ARABIA
----------
#My_Personal_Website_Address-
https://www.dxnarabia.com/pws/821139054
#For_Joining_To #DXN_Global_Buisness -
https://eworld.dxn2u.com/s/accreg/en/821139054
আপনি DXN_Global_Buisness এ তিন ভাবে Income করতে পারবেন !
1) Product use করে।
2) Product benefits share করে। 3) Team তৈরী করে।
আপনি যে কোন দেশের যে কোন জাতিকে নিয়ে আপনার ব্যবসা করতে পারবেন।
ডিএক্সএন পরিবেশক হতে চাইলে যে কোন দেশ থেকে নীচে দেয়া ওয়েব সাইট লিংকে প্রবেশ করে আমাদের সাথে যুক্ত হতে পারেন।
অতএব, বসে না থেকে, সময় ক্ষ্যাপন না করে, মনটাকে স্থির করুন, সময়কে মুল্য দিন। তারপর DXN এ যুক্ত হয়ে কাজ শুরু করুন।
কেননা, বসে থাকলে কখনোই স্বপ্ন পূর্ণ হবে না। সময় ক্ষ্যাপন করলে জীবন সময় বসে থাকবেনা। তাই, স্বপ্ন পুরণের লক্ষ্যে বসে না থেকে, কে কি বলল তার দিকে না তাকিয়ে, সময় ক্যাপন না করে, সময়ের মূল্য দিয়েই শুরু করুন -
#ডিএক্সএন_গ্লোবাল_বিজনেস
#DXN_Global_Buisness এ কাজ করতে হলে যা করতে হবে -
১) প্রথমে একজনের রেফারেন্সে “মেম্বার সিফ” গ্রহণ করতে হবে বিনামুল্যে। জয়েনকরার পর জয়েনকারী কোম্পানীর একজন ডিস্ট্রিবিউটর বা পরিবেশক হিসাবে পরিগণিত হবে।
২) ডিস্ট্রিবিউটর হিসাবে জয়েন হবার পর কমপক্ষে ৫ থেকে ৮ হাজার টাকার Dxn পণ্য ক্রয় করে আইডি এ্যাক্টিভ করতে হবে। সেসব পণ্য ডিস্ট্রিবিউটরের নীজের ব্যবহারের নিত্য প্রয়োজনীয় পণ্যও হতে পারে। ক্রয়কৃত পণ্যগুলো নিজের না লাগলেও বাইরে বিক্রি করে দেয়া যাবে।
৩) ভবিষ্যত বিজনেস পরিচালনার সুবিধার দিক লক্ষ্য রেখে সর্ব সময়ের জন্য পণ্য স্টক রাখতে কমপক্ষে ১০০ (একশত) ডলার সমমুল্যের টাকা পুঁজি ইনভেষ্টে এর মনমানসিকতা থাকতে হবে।
৪) #Dxn_এ_ডিস্ট্রিবিউটর_হিসাবে_রেজিষ্ট্রেশন করতে নীচের লিংক গিয়ে রেজিস্ট্রেশন ফরমটি যথাযতভাবে পুরণ করতে হবে।
#Dxn_রেজিস্ট্রেশন ফরমে Sponsor_Name এর স্থানে MOHAMMED ZAKARIA এবং Sponsor Code এর স্থানে 821139054
এ নাম্বারটি উল্লেখ করতে হবে। কারন, স্পন্সর কোড ছাড়া রেজিষ্ট্রেশন হবেনা।
৫) ডিএক্সএন ব্যবসায় লক্ষ লক্ষ টাকা পুঁজি লাগেনা। শুধু লাগে পণ্যসামগ্রীর ক্রেতা সংগ্রহে যে সময় লাগবে সে সময়টা অর্থাৎ আপনার সেই সময় টুকু, যা আপনি আড্ডা দিয়ে ও বেকার বসে থেকে, অহেতুক ভাবে অলস কাটিয়ে দিচ্ছেন।
৫) আরও অধিক কিছু জানতে গুগলে বা ইউটিউবে গিয়ে DXN লিখে সার্চ দিতে পারেন, অথবা আমাকে ইনবক্স/ম্যাসেঞ্জারে ম্যাসেজ করে অথবা ইমু+হোয়াটসঅ্যাপ (নং -+966568231645) এ আমার সাথে যুক্ত হয়ে।
৬) #Dxn_এ_জয়েন_করতে -
যদি কেহ #ডিএক্সএন_পরিবেশক_হতে চান, তবে যে কোন দেশ থেকে নীচের লিংকে প্রবেশ করে আমাদের সাথে যুক্ত হতে পারেন।
https://eworld.dxn2u.com/s/accreg/en/821139054
If anybody want to #Become_a_Dxn_Distributor, so please click here from any country
#Joining_To_Dxn_For_Become_a_Global_Distributor >>
https://eworld.dxn2u.com/s/accreg/en/821139054
======
মঙ্গলবার, ৭ জুন, ২০১৬
শেষ নিঃশ্বাস
লোক দেখানো মোহাব্বাত
একটা সুশৃন্খল ও সুসভ্য জাতি গঠনে সুশিক্ষায় শিক্ষিত মানুষদের যতবেশী প্রয়োজন তার চেয়ে বেশী প্রয়োজন বিবেকবান মানুষের।
তাই বলতে হয়, একটা সুশৃন্খল ও সুসভ্য জাতি গঠনে সুশিক্ষায় শিক্ষিত মানুষদের যতবেশী প্রয়োজন তার চেয়ে বেশী প্রয়োজন বিবেকবান মানুষের।
স্বাগতম রমজানুল মোবারক - ২০১৬, সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা
শুরু হয়ে গেল রহমত - মাগফিরাত - নাজাতের মহিমাম্বিত মাস রমজানুল মোবারক। যে মাসের ক্বদরের রাতে অবতীর্ণ হয়েছিল মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন। যে মাসের একটি রজনীকে (ক্বদরের রাতকে) করা হয়েছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। যে মাসের একটি রাত্রে প্রত্যেক কাজের জন্যে ফিরিশতাগণ ও রূহ্ অবতীর্ণ হয় তাঁদের পালনকর্তার নির্দেশক্রমে। যে মাসের একটা রজনীতে (ক্বদরের রাতে) শান্তি অব্যাহত থাকে ফজরের পূর্বমুহুর্ত পর্যন্ত।
বুধবার, ১ জুন, ২০১৬
কষ্ট রাতের নষ্ট জীবন - মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬
প্রবাসীদের মৃত্যু যেখানে হয় সেখানেই তাদের দাফন করা উচিত
তাই আমি মনে করি প্রবাসীরা যদি প্রবাসেই মৃত্যুবরণ করে তবে তাকে অন্যের অনুগ্রহের পাত্র না করে প্রবাসেই দাফন করা উচিত। আমিও একজন প্রবাসী তাই আমি আমার পকেটে (মানীব্যাগে) একটা চিরকুট ও দাফন করার মত ব্যায়ভার রেখেছি যাতে আমি যেখানেই মৃত্যুবরণ করি সেখানেই আমাকে আমার নিজস্ব খরছে দাফন করা হয়,
Attention please !
Assalamualaykum.
I am a Muslim and Bangladeshi, I have no - my family, any known and relative persons, neighbors friends now.So when and where i will die, please keep my dead body in the burial of a muslim burial-ground with the accordingly as a rule of islam and with this please my death news publish 1st pages of some prime news papers and tv channels of bangladesh.
All of my dead body's spent will be limited valuable of my a gold things which is saved in my money bag.
So please ! this gold sale for my all of spent of my dead body.
Thanks to all for everything
Mohammed Zakaria Shahnagari
রবিবার, ২২ মে, ২০১৬
পেশাদার প্রেমের কবিতা লেখক এবং অপেশাদার প্রেমের কবিতা লেখক দু'জনেই জীবনের বাঁচার তাগিদে প্রেমের কবিতা লিখে
আমি তো মনে করি, একজন প্রফেশনাল প্রেমের কবিতা লেখক যেমন প্রেমের কবিতা লিখে জীবনে বেঁচে থাকার তাগিদে অর্থ উপার্জন করে তেমনি আমি অপেশাদার লেখক হিসাবে প্রেমের কবিতা লিখি বেঁচে থাকার তাগিদে মনের সুখ উপার্জনের জন্য। সুতরাং পেশাদার প্রেমের কবিতা লেখক এবং অপেশাদার প্রেমের কবিতা লেখকদের মধ্যে আমি অমিল খুঁজে পাইনা এ কারণেই যে, দুজনেই জীবনের বাঁচার তাগিদে প্রেমের কবিতা লিখে। তবে কেন .... ?
বুধবার, ১১ মে, ২০১৬
দেশ হারালো একজন স্বনামধন্য ও দেশবরেন্য আলেম কে, আর আমরা হারালাম আমাদের স্বজন একজন প্রিয়জনকে
শনিবার, ৭ মে, ২০১৬
ছাত্রীর শরীরের সবকাপড় খুলে নিল ছাত্রলীগের দুইকর্মী
মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬
আমরা অনেক নিরাপদ আছি: স্বরাষ্ট্রমন্ত্রী
জনাব সুবিধাপ্রাপ্ত মন্ত্রী !
আপনাদের ছয় দিক (উপর, নীচ, ডান, বাম, সম্মুখ, পীছন) এর নিরাপত্তা বেষ্টনী উঠিয়ে নিয়ে আপনারা সুবিধা বঞ্চিত সাধারণ জনগণ হিসাবে চলাফেরা শুরু করুন, তারপর দেখুন আপনারা কতটা নিরাপদ ?
বিস্তারিত দেখতে ক্লিক করুন ...
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬
শুভ বাংলা নববর্ষ
শুভ বাংলা নববর্ষ
এই নতুন বৎসরের প্রথম দিনে সূচিত হোক সবার জীবনে সুন্দরের যাত্রা। আর সকলের ভবিষ্যত জীবন হোক কল্যান, শান্তি ও মানবতার আলোয় আলোকিত এবং ভবিষ্যত জীবনের চলার পথ হোক মসৃণ ও উন্নত। সকলের চিন্তা ও মননে উদ্ভাসিত হোক মানবিক কল্যান। মানবতার তরে নব বলে বলিয়ান হয়ে নতুন রূপে ধরা দিক সকলের আপন বিবেক। সকলের হৃদয় পরিণত হোক দেশপ্রেমের ভান্ডারে। ভরপুর হোক সকলের মন সকলের প্রতি ভালোবাসায়।
বৈশাখ এসেছে আজ
খুশির বারতা নিয়ে পান্তা-ইলিশ খাওয়ানোর লাগি
ধনীর সন্তানদের ঘরে,
অভুক্ত পথসন্তানদের কাছে এসেছে বৈশাখ
পান্তা-ইলিশ দেখে আসা মুখের লালায়
জটর জ্বালা নিবারণের তরে।
হে জীর্ণ কায়ার পথশিশু !
দশহাজার টাকার একটা ইলিশ কিনে অপচয় করতে জাত যায়না, কিন্তু দশ হাজার টাকা সাহায্য দানের মাধ্যমে একটা জীবন বাঁচাতে জাত চলে যায়। তাই ...
তোমাদের শরীর গঠন ও জীবন বাঁচাতে তোমাদের তারা এক টাকা দিতে পারবেনা। কিন্তু তারা চল্লিশ হাজার টাকায় ইলিশ কিনে স্ফূর্তিতে উন্মাদ হয়ে নাচতে পারবে।
তাই তোমরা একটা কাজ করতে পার এসব অপচয়কারীদের অর্থ চিন্তাই করে ছিনিয়ে নিয়ে তোমাদের অভাব পুরণ কর। এতে আইনের দিক দিয়ে অপরাধ হলে ও মানবিক দিক দিয়ে হবে উত্তম।
যারা তোমাদের মৃতপ্রায় শরীর দেখেও না দেখান ভান করে চল্লিশ হাজার টাকায় ইলিশ কিনে স্ফূর্তিতে মত্ত হয়, তাদের কাছ থেকে ধন-সম্পদ কেড়ে নিতে মানবিক আইনে কোন বাধা নেই।
তারাই ১লা বৈশাখে হাজার টাকার ইলিশ কিনে খায় ও খাইতে পারে, নীরন্ন-বুভুক্ষ শিশুদের ক্ষুধার চোটে আসা চোখের জল দেখেও যাদের চোখে জল ঝরেনা। এইসব জরাজীর্ণ দেহের শিশুদের দেখেও যাদের অন্তর তোলপাড় দিয়ে উঠেনা। যাদের হাত দিয়ে ঝরে পড়ে হাজার হাজার টাকার নষ্ট খাদ্য তাদের হাত দিয়ে কিভাবে বের হবে এদের বেঁচে থাকার জন্য একমুঠো অন্যের জন্য সামান্য টাকা ?
কোন এক ভিক্ষুক বলেছিলেন - আপনারা যখন চল্লিশ হাজার টাকা দিয়ে ইলিশ কিনতে যান তখন আমরা ভিক্ষুকরা নির্বাক চেয়ে থাকি। মুখে পড়ে লালা। আহ যদি এই ইলিশটি একদিন আমি খেতে পারতাম। এই ইচ্ছার বশঃবর্তী হয়ে আপনাদের পিছু নিই। নির্জন স্থানে গিয়ে কাগজ কুড়ানো ঝুড়ি থেকে জং ধরা ছুরিটা নিয়ে যখন আপনাদের পিঠে ঠেকাই তখন আপনারা অসহায় হয়ে পড়েন। আর ঠিক তখনি আপনারা মনে করেন এ কোন গজব আপতিত হলো আমার উপর ? এভাবেই শুর হয় আপনার আর আমার দুটি মানুষের দুইভাবে বর্ষবরণ। কি সুন্দর বিবেক বর্ষবরণীয় আপনাদের মত মানুষদের !
বিবেকহীন মানুষ পশুর সমতুল্য।
বিজাতি ও নাস্তিক্যবাদী সংস্কৃতির আড়ালে হারিয়ে গেছে স্বদেশী সংস্কৃতি ও সভ্যতা।
পহেলা বৈশাখ পালনের নামে আমরা আজ যা করছি তা বিজাতীয় সংস্কৃতিকে আমদানী করে আমাদের জাতীয় সংস্কৃতিকে ধ্বংস করারই নামান্তর। যা সম্পূর্ণরূপে আমাদের বিবেকহীনতার পরিচয়।
তাই এই নববর্ষে বিজাতীয় সংস্কৃতিকে আমদানী না করে দেশীয় সংস্কৃতির মাধ্যমে নববর্ষ উদযাপন করব, এই হোক আমাদের অঙ্গীকার –
এ প্রত্যাশায় আবারও সকলকে শুভেচ্ছা।
**************************
******************
অশুভ নববর্ষ !
সকলকে অমঙ্গল প্রদীপের শুভেচ্ছা।
এখন আসুন জানিয়ে দেই - কেন আমি এমন ব্যাঙ্গাত্বক শুভেচ্ছা জানালাম ?
কারণ হলো - প্রতিবছর আমরা শুভ নববর্ষ বলে মঙ্গল প্রদীপের শুভেচ্ছা জানাই। কিন্তু তার ফলে আমরা প্রতিবছরই দেখি বছরটা উল্টাভাবে আমাদের সামনে ধরা দিতে, যেমন প্রতিটি নতুন বছর অশুভ সব কর্ম দিয়ে আমাদেরকে পরিচালিত করে। ফলে আমাদের কোন মঙ্গল তো হয় ই না, অমঙ্গল সব কর্মে আমাদের জাতীয় জীবনকে করে তোলে বিষাক্ত।
যেমন ইলিশ দিয়ে পান্তা ভাত খাওয়ার কথাই ধরুণ- সেদিন খবরে দেখলাম দেড় কেজী ওজনের এক হালী ইলিশের দাম মাত্র চল্লিশ হাজার টাকা। একটা ইলিশ কিন্তে গেলে দশ হাজার টাকা বিক্রেতাকে দিতে হবে। এখন বলুন তো এই টাকা কিভাবে দিবেন ? চুরি করে, ঘুষ খেয়ে, চিন্তাই করে,ডাকাতি করে, রাহাজানী করে, পকেট কেটে, খুন করে ছাড়া এতটাকা কিভাবে আসবে ? একজন চাকরীজীবি কি পারবে দশ হাজার টাকায় ইলিশ কিনে পান্তাভাত খেতে ? হ্যা পারবে তারাই যারা উপরোক্ত অপরাধ গুলো করে টাকা উপার্জন করতে পারবে। একজন সৎ ব্যবসায়ীও কিন্তু দশ হাজার টাকায় ইলিশ কিনে পান্তা ভাত খেতে পারবেনা। পথশিশুদের কথা নাই বা বললাম। এই হলো গজবীয় শুভেচ্ছার আমার আজকের বাণী।
তাই আমার পক্ষ থেকে বিবেকহীন সকলের জন্য এই গজবীয় শুভেচ্ছার বানী। যাতে বিপরীতমুখী হয়ে অর্থাৎ শুভ সব কর্ম ও সকল প্রকার মঙ্গল নিয়ে নতুন বছরটি আমাদের কাছে ধরা দেয়।
তাই সবাই বলুন,
জয় বাংলা !
শুভ নববর্ষকে অশুভ শুভেচ্ছা দিয়ে কররে সবাই হামলা।
জয় বাংলা !
নববর্ষের গজবীয় শুভেচ্ছা সামলা।
রবিবার, ৯ আগস্ট, ২০১৫
Dsore.com: আমি এক পরাজিত সৈনিক
বুধবার, ৩ জুন, ২০১৫
পরীক্ষায় A+ না পেয়ে আত্মহত্যাকারী আরাফাত শাওন এর সুইসাইড নোটের চুম্বকীয় অংশ (এ সমাজের মানুষগুলোর জন্য, সন্তানদের মা-বাবাগুলোর জন্য, রাজনীতিবিদদের জন্য এবং শিক্ষা ব্যবস্থাপকদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা)
শুক্রবার, ৬ মার্চ, ২০১৫
আসছে ফাগুনে দেখা হবে...
প্রেমকাব্যে অনীহা
মিথ্যার মাঝে মানুষ সারা জীবন বসবাস করতে পারেনা
যেদিন জীবন প্রদীপ নিভে যাবে
রবিবার, ১ মার্চ, ২০১৫
অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস
অনেকবার চেষ্ঠা করেছি আমার জীবনের দৈনন্দিন ঘটনাগুলো নিয়ে ডাইরী লিখে যাবো। কিন্তু দু’একদিন লিখেই আবার তা বন্ধ করে দিতে হয়েছে। আলস্যতা বলেন আর বিরক্তিতাই বলেন এক অজানা প্রতিবন্ধকতায় যেন আমার ডাইরী লেখা প্রতিবারই বন্ধ হয়ে যেতো। তাই এ পর্যন্ত আর আমার ডাইরী লেখা হয়ে উঠেনি।
কিন্তু উচিত ছিল দৈনিক লিখতে না পারলেও অন্ততঃ দু’একদিন পর পর হলেও যদি জীবনের ঘটনাগুলো লিপিবদ্ধ করা হতো হয়তো বেশ কিছু লেখা এতোদিনে ডাইরী হিসেবে জমা হয়ে যেতো। এমন হয়ে যেতো কয়েকটা বই ও। বেশী না যদি দু’তিন দিন পর পর এক পৃষ্ঠায় একটা করে স্বপ্নের বিবরণ লেখা হতো তবে এতোদিনে পাঁচশো’ এর অধিক স্বপ্নের বই প্রকাশ হয়ে যেতো।
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪
রিয়ালের পাহাড়ে...
রিয়ালের পাহাড়েমুহাম্মদ জাকারিয়া শাহনগরী----------------------
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০১৪
অবৈধ - সন্ত্রাসী - স্বৈরশাসক আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে সফল হতে বিএনপির প্রতি ১০টি প্রয়োজনীয় টিপস।
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪
প্রসঙ্গ : Selfie ...
প্রসঙ্গ : Selfie ...
‘সেলফি’কে অক্সফোর্ড অভিধানে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে, একটি ছবি (আলোকচিত্র) যা নিজেরই তোলা নিজের প্রতিকৃতি, সাধারণত স্মার্টফোন বা ওয়েবক্যামে ধারণ করা এবং যে কোনো সামাজিক মাধ্যমে আপলোড (তুলে দেয়া) করা।
[ ইং. selfie]" - (http://www.ebangladictionary.org/37684)
-----------------------------------------------------
সত্যি বলছি selfie কি আমি জানতাম না কিছুদিন আগেও। মাত্র কয়েকমাস ধরে ফেইসবুক দর্পণে প্রদর্শিত selfie শব্দটি আমাকে বেশ নাড়া দেয়। ভাবছিলাম কিভাবে জানব এই selfie সম্পর্কে। সময়ও পাচ্ছিলামনা। কিন্ত আজ একটা সেলফি দেখে মনে তরঙ্গায়িত selfie সম্পর্কে জানার কৌতহল বেড়ে গেল। আর দেরী করলামনা। গুগুল মামার পাছায় লাত্থি মেরে বললাম slfie সম্পর্কে জানাও। সে আর দেরী করলনা। প্রথমেই ধরিয়ে দিল উইকিপিডিয়ার আয়না। উইকিপিডিয়ার আয়নায় যেভাবে দেখি selfie কে -
-----------------------------------------------
"নিজস্বী বা সেলফি (সেল্ফি) হলো আত্ম প্রতিকৃতি আলোকচিত্র, যা সাধারণত হাতে-ধরা ডিজিটাল ক্যামেরা বা ক্যামেরা ফোন ব্যবহার করে নেয়া হয়। বর্তমানে অত্যন্ত পরিচিত একটা শব্দ। Selfie শব্দটি প্রথম এসেছে Selfish থেকে। Selfie অর্থ হল প্রতিকৃতি। ‘সেলফি’কে অক্সফোর্ড অভিধানে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে, একটি ছবি (আলোকচিত্র) যা নিজেরই তোলা নিজের প্রতিকৃতি, সাধারণত স্মার্টফোন বা ওয়েবক্যামে ধারণ করা এবং যে কোনো সামাজিক মাধ্যমে আপলোড (তুলে দেয়া) করা।
সেলফির ইতিহাস খুব অদ্ভুত। যতদুর জানা যায় ইতিহাস এর প্রথম সেলফি তোলা হয়েছিলো ১৮৩৯ সালে। রবার্ট কর্ণিলিয়াস নামের একজন ফোটোগ্রাফার প্রথম সেলফি প্রকাশ করেন। ১৯০০ সালে Kodak Brownie box camera বাজারে আসার পর সেলফি তোলা বেশ জনপ্রিয়তা লাভ করে। বহনে সহজ এই ক্যামেরার সাহায্যে আয়নার মাধ্যমে সেলফি তোলার প্রচলন শুরু হয় তখন থকেই। তবে সেলফি শব্দটি প্রথম ব্যাবহৃত হয় ২০০২ সালের ১৩ই সেপ্টেম্বর অস্ট্রেলিয়ান এক অনলাইন ফোরামে।
ফেসবুক এর আগের সময়টায় মাইস্পেস বেশ জনপ্রিয় ছিল। এবং সে কারনেই সেলফি সর্ব প্রথম জনপ্রিয়তা পায় সেখানেই। তারপর ফেসবুক জনপ্রিয় হওয়ার পর অনেক দিন পর্যন্ত সেলফি নিম্ন রুচির পরিচায়ক ছিল। [কারন তখন বেশিরভাগ সেলফি গুলো বাথরুমের আয়নার সামনে তোলা হত।] তবে শুরু থেকেই ইমেজ শেয়ারিং সাইট ফ্লিকার এ জনপ্রিয় ছিলো সেলফি। তবে তখনকার দিনের সব সেলফি গুলোই টিন এজ মেয়েরা আপলোড করত। প্রাথমিক অবস্থায় তরুণদের মধ্যে সেলফি অধিক জনপ্রিয়তা পেলেও বর্তমানে এটি সমাজের সকল স্তরে গ্রহণযোগ্যতা পেয়েছে। ২০১২ সালের শেষের দিকে টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে ‘সেলফি’ শব্দটি বছরের আলোচিত সেরা দশ শব্দের অন্যতম শব্দ হিসাবে বিবেচিত হয়। ২০১৩ সালের জরিপ অনুযায়ী অস্ট্রেলিয়ান মহিলাদের দুই তৃতীয়াংশই (যাদের বয়স ১৮-৩৫) ফেসবুকে শেয়ারের উদ্দেশে সেলফি তুলেছেন। স্মার্টফোন এবং ক্যামেরা প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং এর জরিপ প্রতিবেদন বলছেঃ ১৮-২৪ বছর বয়েসি মানুষের তোলা ছবির ৩০% ই সেলফি। ২০১৩ সালে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির অনলাইন ভার্সনে ‘সেলফি’ শব্দটি নতুন সংযোজিত হয়। স্মার্টফোনের কল্যানে গত এক বছরে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে সেলফি তুমুল জনপ্রিয় হয়ে উঠে।
বর্তমানে সেলফি উভয় লিঙ্গের মানুষের মাঝেই জনপ্রিয়তা লাভ করেছে। অনেক সমাজ বিজ্ঞানীদের মতে সেলফির উত্থান ঘটে মূলত ‘পর্ণ সংস্কৃতিতে’ ব্যাবহারের মাধ্যমে। নিজেদের শরীর সুন্দর ভাবে প্রদর্শনের মধ্যমে অন্যকে আকৃষ্ট করার জন্যই মহিলারা সেলফি তুলতো। নিজেকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করায় ছিল তখন সেলফির মূল উদ্দেশ্য। যত বেশি আকর্ষণীয় হবে সেই সেলফি তত বেশি উন্নত। তবে আকর্ষণী নয় এমন সেলফি ব্যাপকতা পায় ২০১০ সালের পরবর্তী সময়ে।"- (http://bn.wikipedia.org/…/%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B2%E0%A6…)
-----------------------------------------------
"স্মার্টফোন বা ট্যাবলেট হাতে নিয়ে নিজেই নিজের ছবি তোলা—এই হলো সেলফি, এ যুগের জনপ্রিয় এক ধারা৷ ফেসবুক ভেসে যায় এই সেলফিতেই৷ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তৈরি করেছে ‘গ্লোবাল সেলফি’৷ ১৩১টি দেশ ও অঞ্চল থেকে ৩৬ হাজারের বেশি মানুষের তোলা সেলফি দিয়ে নাসা তৈরি করেছে মহাকাশ থেকে দেখা পৃথিবীর মানচিত্র৷ পৃথিবীর এই মানচিত্রে মোজাইক পদ্ধতিতে বসানো হয়েছে মানুষের ছবিগুলো৷"- (http://www.prothom-alo.com/…/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0…)
-----------------------------------------------
"সেলফি তুলতে গিয়ে কিছু মর্মান্তিক পরিণতি !
পুরো বিশ্বেই সেলফি জ্বর চলছে। বিভিন্ন ভঙ্গিমায়, নানা ঢঙে, বিভিন্ন স্থানে এবং অনেক কিছু সাথে নিয়ে সেলফি তুলে ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটারে দেয়ার হিড়িক পড়ে গিয়েছে। কে কতো ইউনিকভাবে সেলফি তুলে এইসকল সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করতে পারে তা নিয়ে বলতে গেলে যুদ্ধই লেগে যায়।
সেলফিটাকে আমরা ফান এলিমেন্ট হিসেবেই নিয়ে থাকি। কিন্তু এই সেলফির পরিণতি কতোটা করুন হতে পারে তা সম্পর্কে কি আমরা জ্ঞান রাখি? একটু অন্যধরণের সেলফি তুলতে গিয়ে পুরো বিশ্বে অনেক তরুণ তরুণীর মৃত্যু হয়েছে। হয়েছে অনেক অঘটনের অবতারণা...
------------------------------------------------------
---------------------------------
"২০১৪ সালকে ‘ইয়ার অব দ্য সেলফি’ বা ‘সেলফির বছর’ বলে আখ্যায়িত করেছে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট টুইটার।
এটা এখন সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে তুমুল জনপ্রিয় একটি বিষয়ে পরিণত হয়েছে।
আর এই ‘সেলফি’ পরিণত হয়েছে পৃথিবীর অন্যতম জনপ্রিয় বা বহুল ব্যবহৃত একটি শব্দে।
শুধু টুইটারেই এই সেলফি শব্দটি ব্যবহৃত হয়েছে ৯ কোটি ২০ লক্ষ বার – যা গত বছরেরতুলনায় ১২ গুণ বেশি।
বিবিসিট্রেন্ডিং এক রিপোর্টে বলছে, বৈশ্বিক ‘ট্রেন্ড’ হিসেবেও সেলফি এখন জনপ্রিয়তার শীর্ষে ।
সেলফির এখন নানা প্রকারভেদও তৈরি হয়ে গেছে।
বিবিসি ট্রেন্ডিং বলছে, সবচেয়ে অভিনব কয়েকটির মধ্যে আছে ‘চুল-টানা-ভিডিও সেলফি’, ‘নো-মেকআপ’ অর্থাৎ মেকআপবিহীন অবস্থায় তোলা সেলফি, আর মিশরের বিক্ষোভকারীরা হোসনি মুবারকের সেলফির প্রতিক্রিয়ায় চালু করেছিলেন ‘সেলফির-জবাবে-সেলফি’!
সুতরাং সেলফি-র উপদ্রবে যারা বিরক্ত – তারা আগামী বছর এই উন্মাদনা কোথায় পৌঁছাবে তা নিয়ে দুর্ভাবনায় থাকতেই পারেন।" - (http://www.bbc.co.uk/…/2014/12/141210_pg_2014_year_of_the_s…)
------------------------------------------