আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!

সোমবার, ২৯ আগস্ট, ২০১১

ঈদের খুশিতে

 
ঈদের খুশিতে 
মুহাম্মদ জাকারিয়া শাহ্ নগরী  
======================  
শাওয়ালেরই চাঁদ উঠেছে কালকে খুশির ঈদ , 
অতি ভোরে কাল সকালে ভাঙ্গবে মোদের নিদ । 
দলবেঁধে সব যাব হেঁটে ঈদগাহ্ ময়দান , 
একই সুরে গাইব সবে সাম্যেরই জয়গান । 
কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে সবে 
করবো নামাজ আদায় , 
আমাদের সাম্য-ঐক্যের সে মিল দেখে 
যেন পড়ে যায় অমুসলীমরা ধাঁধাঁয় । 
আজকে ঈদের দিন খুশিরই জলসায় , 
অনাথ-এতিম খুশির মাঝে এসে মোরে কাঁদায় । 
খুশির এইদিনে ধনী-গরীবে নেইতো ভেদাভেদ ( ? ) 
বস্ত্রহীনে দিচ্ছিনা চোখ করছি এ কোন প্রভেদ ! 
আজকের এই ঈদ 
শুধুই য আমার জন্যে নয় , 
আনন্দময় আজকের এইদিন 
সমগ্র মুসলীম তরে নির্ধারিত হয় । 
আজকে ঈদের দিনে তবে কেন একা খুশি হব ? 
এসো সবে - 
কাঁদে আর দুঃখে যারা তাদেরও সঙ্গে নিয়ে নেব । 
======================================= 

 

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১১

প্রেমহারা প্রেম জগতের দাস



 


প্রেমহারা প্রেম জগতের দাস 

মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
-------------------------------------- 


প্রেমহারা এক পথিক আমি 
করছি আমি প্রেম জগতেই বাস ! 
প্রেমের ফাঁদে পড়ে আমি 
করেছি মোর সুস্থ জীবন নাশ । 
একটা মেয়ে ভিড়লো পাশে 
পরিয়ে দিলো প্রেম নামেরই ফাঁস ! 
সেই থেকে আমিই হলাম 
প্রেম জগতের দাস ! 
==============================

সোমবার, ৮ আগস্ট, ২০১১

আমাদের কর্মই আমাদের পরিচয়


আমাদের কর্মই আমাদের পরিচয় 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
-------------------------

এ কোন্ বেশে মোরা সেজেছি ! 
এ কোন্ পথে মোরা চলেছি ! 
এটা তো নয় আমাদের বেশ, 
এ পথে নয় মোদের গন্তব্য শেষ। 
আমরা তো সেজেছি বিজাতীর বেশে, 
আমরা তো চলেছি নষ্টের পরিবেশে। 

আমরা তো মুসলীম, 
ইসলাম আমাদের ধর্ম - 
আমরা তো শ্রেষ্ঠজাতি, 
উপলব্ধি হোকনা মোদের তারই মর্ম। 

আমরা বিশ্বের শ্রেষ্ঠ মানবের অনুসারী, 
আমরাই তো শ্রেষ্ঠ জাতির পরিচয়ধারী। 
আমাদের বেশভূষা হবে শ্রেষ্ঠ মানবের বেশ, 
আমাদের চলার পথটি হবে সুন্দর অশেষ। 
আমাদের বেশভূষা হবে নিদাঘ - নিখাদ, 
আমাদের চলার পথটি হবে আবাদ - আজাদ। 
আমাদের বেশে কেন আজ বিজাতির খাদ ? 
আমাদের চলার পথটি কেন কনটকাকীর্ণ - অনাবাদ ? 
কেন তবে আমরা ধরেছি - বিজাতীর বেশ ? 
কেন তবে আমরা চলেছি - যে পথে নষ্টের পরিবেশ ? 

জাতিতে আমরা মুসলীম, 
ইসলাম আমাদের জীবনীতি - আমাদের ধর্ম, 
জাতীয় পরিচয় তুলে ধরাই হবে 
আমাদের জাতীয় উদ্যোগ - জাতীয় কর্ম। 

বিজাতির বেশভূষায় আমরা আর কভু সাজবোনা, 
নষ্টের পথ ধরে আমরা আর কভু চলবোনা ; 
এই তো হলো আমাদের ধর্ম, 
এই তো হলো মোদের জাতীর পরিচয় কর্ম। 
=================

রবিবার, ৭ আগস্ট, ২০১১

সেই তো আমার বন্ধু



সেই তো আমার বন্ধু 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
-------------------------- 

সেই তো আমার বন্ধু - 
আমার খুশিতে আমার আনন্দে যে হয় সমানানন্দিত, 
আমার দুঃখে আমার কষ্টে যে হয় সহমর্মী, 
আমার কান্না দেখে যার কান্নাতে হয় চোখজোড়া সিন্ধু। 

সেই তো আমার সাথী - 
আমার বিপদে যে দেয় আমায় সঙ্গ, 
আমার জীবনযুদ্ধে যে হয় আমার সহচর, 
আমার আঁধার পথে যে ধরে আমার জন্য বাতি।

সেই তো আমার দোস্ত - 
আমার অশান্তিতে যার মন হয় অশান্ত, 
আমার অসুস্থতায় যে হয় পীড়িত, 
শান্তির বাণী শুনিয়ে যে আমায় করে তুলে সুস্থ। 
সেই তো আমার সঙ্গী - 
আমার দূর্দশায় যে হয় আমার সহোদর, 
আমার বিপদ সঙ্কুল পথে যে হয় আমার সহযাত্রী, 
সঙ্গীবিহীন আমার জীবনে যে দেখায় আমায় সঙ্গদানের অঙ্গভঙ্গি। 

সেই তো আমার বন্ধু - 
যে আমার মনের সাথে করে সন্ধি, 
সেই তো আমার বন্ধু - 
যে আমার আত্মার সাথে হয় বন্ধী। 
==================


শনিবার, ৬ আগস্ট, ২০১১

ঈমান ও ঈমান্দার




ঈমান ও ঈমান্দার
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
-----------------------------


আমরা কি জানি - ঈমান কি ?
ঈমান তো একটা সুদৃঢ় বিশ্বাসের নাম,
যে বিশ্বাস দিয়ে চিনে নেয়া যায়
আল্লাহর পরিচয় আর তাঁর আদেশকৃত সকল কাম।
সাতটি বিষয়ের উপর সুদৃঢ় বিশ্বাস স্থাপনে
খুলতে হয় ঈমানের দ্বার,
আর যারা উক্ত সাত বিষয়ে সুদৃঢ় বিশ্বাস রেখে
পরিচালনা করবে তাদের জীবন তারাই ঈমান্দার।

রাসূল ( সাঃ ) বলেন -
“আল্লাহর উপর ঈমান আনা,
( অর্থাৎ আল্লাহকে তাঁর ইবাদত গুণাবলী ও
বিধান রচনা সহ স্রস্টা হিসাবে এক বা একক মানা) ;

তাঁর ফিরিস্তাগণের উপর ঈমান আনা,
(অর্থাৎ তারা নূরের সৃষ্টি আর
আল্লাহর আদেশ পালনের জন্য সদা রত - একথা মানা) ;

তাঁর কিতাব সমুহের উপর ঈমান আনা,
(বিশ্বাস করা নবী রাসূলদের উপর প্রেরীত আল্লাহর কিতাব সমুহের উপর
এবং তম্মধ্যে তাওরাত - যবুর - ইঞ্জিল - কোরআনকে উত্তম মানা) ;

তাঁর রাসুলগণের উপর ঈমান আনা,
(অর্থাৎ সকল রাসুল সত্য পথের প্রদর্শক এবং
তাঁরা আল্লাহ্ কর্তৃক প্রেরীত ধর্মদূত - এ কথা মানা) ;

শেষ দিবস বা কিয়ামত দিবসের উপর ঈমান আনা,
(অর্থাৎ এ পৃথিবী-দুনিয়া এবং তার সকল কিছুই শেষ-ধ্বংস হবে একদিন
এ মহাপ্রলয় আল্লাহ্ কর্তৃকই সংঘটিত হবে - এটাকে মানা) ;

ভালো-মন্দ সহ তক্বদীরের উপর ঈমান আনা,
(অর্থাৎ ভালো মন্দ যা ভগ্যে লেখা
সবই আল্লাহ কর্তৃক প্রদত্ত - এ কথাকে মানা) ;

মৃত্যুর পর পুণরোত্থানের উপর ঈমান আনা,
(অর্থাৎ দুনিয়ার জীবনের হিসাব নিকাশ প্রদানের জন্য
মৃত্যুর পর পুণরোজ্জিবীত হতে হবে সকলকে একদিন - এ কথা মানা)।’’

এ সকল কিছুই হলো ঈমানের ধারা,
কল্যানের পথে করবে গমণ বরণ করবে ঈমান যারা।
এ সবে বিশ্বাস করে যারা তারাই পরিচিতি পায় আল্লাহর বান্দার,
আর তারাই যে হয় আল্লাহ্ - রাসূল ভক্ত এক একজন ঈমান্দার।
====================


শুক্রবার, ৫ আগস্ট, ২০১১

কি আমাদের পরিচয় ?



কি আমাদের পরিচয় ?
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------------


আল্লাহকে বিশ্বাস করি আর আল্লাহকে মানি,
হযরত মুহাম্মদ (সঃ) কে নবী ও রাসূল বলে জানি।
কল্যান বলে মানি আল্লাহর আদেশ নিষেধকে,
সত্য বলে জানি রাসূল (সঃ) এর শিক্ষা - দীক্ষাকে।
তবে, আল্লাহর আদেশ নিষেধ জীবনে প্রয়োগ করিনা,
রাসূল (সঃ) র শিক্ষা-দীক্ষায় কখনো নিজেদের গড়িনা !

অথচ, আল্লাহর আদেশ - “হে ঈমান্দারগণ !
রুকু করো-সিজদা করো-ইবাদত করো পেতে প্রভূর মন।
আর সৎকাজ করতে থাকো, তবেই হবে লাভবান তোমরা,
অনন্তর জিহাদ করো আল্লাহর পথে-যেমন উচিত জিহাদ করা।
আল্লাহকে শক্ত করে ধরো, তিনিই তোমাদের রক্ষাকর্তা ,
তিনিই তোমাদের অতুলনীয় মুরুব্বী এবং অদ্বিতীয় সাহায্যকর্তা।
তাই-ই তোমরা গ্রহণ করো-রাসূল (সঃ) যা তোমাদের প্রদান করন,
আর তাই-ই থেকে বিরত থাকো-তিনি যা থেকে বিরত রাখেন।’’

আর রাসুল (সঃ) এর শিক্ষা - “সেই-ই তো প্রকৃত মুসলমান -
যার জবান ও হাত থেকে নিরাপদ থাকবে অন্য মুসলমান।
পারবেনা পূর্ণ ঈমান্দার হতে তোমাদের কেউ ততক্ষণ,
তোমাদের মাতা-পিতা-সন্তান-সকল মানুষ থেকে
তোমাদের নিকট আমি প্রিয় না হই যতক্ষণ।’’

এখন তবে আমাদের বিচার আমরাই করি,
শক্ত হাতে সত্যের নিক্তি ধরি -
আমরা কি ঈমান্দার, না আমরা মুসলীম ?
আর না আমরা ঈমান্দার-মুসলীম সেজে হয়েছি জালিম ?

আমরা কি আছি সে সকল শর্তে,
যাতে আমরা ঈমান্দার হতে পারি ?
আমরা কি করেছি গ্রহণ-রাসূল (সঃ)এর সেই শিক্ষা-দীক্ষা,
যাতে আমরা নিজেদের মুসলীম বলতে পারি ?

যদি আমাদের জীবন চলার পথ উপরের কোনটাই নয়,
তবে কি হবে আমাদের সনাক্তকরণ পরিচয় ?
===============================

বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১১

হে মুসলমান ! জেগে উঠো



হে মুসলমান ! জেগে উঠো
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
--------------------------


হে মুসলমান ! হে ঈমান্দার ! জেগে উঠো ঘুম থেকে,
সময় হলো নিদ্রা ভাঙ্গার সুবহে সাদিক দিন ডাকে।।

আল্লাহ্ আল্লাহ্ তসবী জপে রাত পোহালো নিদ্রাহীন -
আল্লাহ এলেন রাত্রশেষে দেখলো সকল মু’মেনীন।
হে তুমি আল্লাহরই বান্দা ! যেওনা টলে ঘুম চোখে,
কে পেরেশান আছো ভবে ? ঐ দেখো ! আল্লাহয় ডাকে।।

মসজিদেরই দরজা খুলে মু’য়াজ্জীন ঐ দিচ্ছে ডাক,
আল্লাহরই আদেশ পালনে ঐ যে মোরগ দিচ্ছে বাক !
হে তুমি আশেকে রাসূল (সঃ) ! সয্যা ছাড়ো ঘুম রেখে,
নামাজ কায়েম করো সবে, নামাজ উত্তম ঘুম থেকে।।

মু’য়াজ্জীনের ঐ আজান শুনো হে ঈমান্দার মুসলেমীন !
দেখো, আল্লাহরই আদেশ পালনে তৈরী হলো মু’মেনীন।
হে তুমি সৎ পথেরই যাত্রী ! দেখো মেলে চোখটাকে,
ভোর হলো, দোর খোল, কে এলো ঐ নাও দেখে।।

রাহমাতেরই তোহফা নিয়ে আসলো ফিরিস্তা ঐ দোরে,
ডুকতে দাও সে ফিরিস্তাকে, শান্তি - রাহমাত দিক ভরে।
হে তুমি সফলকামী ! রেখোনা চোখে ঘুম মেখে,
আল্লাহরই আদেশ পালনে তৈরী করো মনটাকে।।
===========================

বুধবার, ৩ আগস্ট, ২০১১

মোরা এ কোন্ ঈমান্দার ?



মোরা এ কোন্ ঈমান্দার ? 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
-----------------------------


আজ মোরা আছি কি সেই বিশ্বাসে ?

আল্লাহর অস্থিত্ব নিয়ে যে সন্দেহ ভাসে
মোদের মনের আকাশে !

মোরা তো মানুষের জন্যই ইবাদত করি,
লোকে যেন বলতে পারে -
মোরা তো অনেক পূণ্য করি !

পারিবারিক ভরণ-পোষণে মোরা নিজেদের গুণগান গাই,
মোরাই যেন অন্ন-বস্ত্র-বাসস্থান জোগাই !
মানবগড়া আইন দিয়ে মোরা শাষন চালাই,
যেন মানুষই করতে পারে দুনিয়ার তাবৎ ভালাই !
ফিরিস্তাদের দেই গালি প্রতি পদে আর প্রতি পলকে -
অসময়ে আজরাঈল এসে নিয়ে যায় কেন প্রিয়জনকে ?
বৃষ্টিতে ভিজায় ধান অসময়ে ঝড় এসে যদি করে সব ভন্ডুল,
বলি মোরা-মিকাঈল যে করলো এক মস্ত বড় ভুল !
যেন সব কিছু ফিরিস্তারাই নিজ ইচ্ছায় করে,
মউত-বৃষ্টি-ঝড়-তুফান এসব যেন তাঁদেরই হাতের উপরে !
তাওরাত-যবুর-ইঞ্জিল সব ধর্মগ্রন্থ অচল হয়ে গেছে কোরআন আসার পর,
সর্ব শেষে আসা স্রষ্টা প্রদত্ত ধর্মগ্রন্থেই তো তাই সৃষ্টিকে করতে হবে নির্ভর।
অথচ সেই যে কবে শৈশবে পড়েছিলাম মোরা সেই মহাগ্রন্থ আল কোরআন,
না ধরি না ছুঁই আর কভু সেটা এরপরও করি তার কতো অপমান !
কোরআনের মাহফিলে দিচ্ছি বাধা রাখছি কোরআনের আয়াত নাপাক পথে,
এ কোন্ বিশ্বাস এ কোন্ ঈমান মোদের আল্লাহর দেয়া সেই গ্রন্থটাতে ?
আল্লাহর নির্দেশ অমান্য করে মনের নির্দেশে চালাচ্ছি মোদের জীবন রথ !
ঈমান তো এনেছি রাসূলদের উপর, মানছি কি তাঁদের নির্দেশীত পথ ?
মানলে তো সেই স্বর্ণযুগের মতো অন্যায় কিছু মোরা করতামনা,
অত্যাচার-অনাচার-অবিচার আর সন্ত্রাস দিয়ে এ সমাজ মোরা ভরতামনা।
কিয়ামত দিবস কি সেটা কি মোরা জানি ?
পুনরোথ্থিত হতে হবেই মোদের সেটা কি মোরা মানি ?
জানলে তো এ ধরায় হিসাব করেই চলতাম,
আর দেখে দেখে এ ভবে পায়ের চরণ দু’টো ফেলতাম।
অথচ আজ চলছি কেমন মোরা ? বুঝেও বুঝিনা খারাপ ভালো !
বুঝিনা যে আমরা-রাত্রির আঁধারে থাকেনা সূর্যের আলো।

মোদের এ কোন বিশ্বাস তক্বদীরে ?
ভালো মন্দ কিছু ঘটলেই পেরেশান হয়ে যাই !
আল্লাহ্ যা করে ভালোর জন্যই করে
এতে যে মানুষের করার কিছুই নাই।

তবে মোদের এ কোন্ বিশ্বাস এ কোন্ ঈমান ?
কোন সে পথে মোরা আজ আগোয়ান ?
সামান্য হোঁছট খেলেই হয়ে যায় নড়বড় - মোদের ঈমানের ভিত,
অকারনে করি-অন্যায় ভাবে আনি মোরা মনের মাঝে জিত !

অবিশ্বাস সব মোদের জীবনে আশ্রয় দিয়ে
করি মোরা বিশ্বাসী জীবনকে আঁন্ধার,
সন্দেহ মনে ফেলি পায়ের কদম
তবে মোরা এ কোন্ ঈমান্দার ?
========================
  

মঙ্গলবার, ২ আগস্ট, ২০১১

আল্লাহ্ নামের জিকির কর



আল্লাহ্ নামের জিকির কর ...

[ মাহফিলে সমবেত কন্ঠে পাঠযোগ্য হামদ্ ও না’ত ।
({) বন্ধনীতে আবদ্ধ লেখাগুলো - একক কন্ঠে এবং
([) বন্ধনীতে আবদ্ধ লেখাগুলো - সমবেত কন্ঠে
পরিবেশনের নিয়মে পুরো লেখাটি লিখিত হয়েছে ]

মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
----------------------------



{আল্লাহ্ নামের জিকির করো, জিকির করো ইল্লাল্লাহ্ ;  
বলো-}

[লা ইলাহা ইল্লাল্লাহ্, লা ইলাহা ইল্লাল্লাহ্।।]

{কলেমা পড়ো মুহাম্মদের, জিকির করো ইল্লাল্লাহ্ ;
বলো-}

[লা ইলাহা ইল্লাল্লাহ্, মুহাম্মদ রাসূলুল্লাহ্,
লা ইলাহা ইল্লাল্লাহ্, লা ইলাহা ইল্লাল্লাহ্।।]

{মুখটি ভরে জপ সদা-লা ইলাহা ইল্লাল্লাহ্,
মনের মাঝে রাখো ঈমান-মুহাম্মদ রাসূলুল্লাহ্ ;
বলো-}

[লা ইলাহা ইল্লাল্লাহ্, মুহাম্মদ রাসূলুল্লাহ্,
লা ইলাহা ইল্লাল্লাহ্, লা ইলাহা ইল্লাল্লাহ্।।]

{সর্বসেরা মানুষ যিনি, তিনি সৃষ্টির সেরা মুহাম্মদ !
পেয়ারা রাসুল আল্লাহর তিনি,আমরা সকল তাঁরই উম্মত।
পেয়ারা রাসূলেরই উম্মত করলেন যিনি আমাদের
আল্লাহ্ নামেই পরিচয় তাঁর, স্রষ্টা তিনি মাখলুকাতের।
শোকর করো স্রষ্টা আল্লাহর, ওরে সকল মুহাম্মদের উম্মত
ইহকাল আর পরকালের দিশারী সে যে সৃষ্টির সেরা মুহাম্মদ !
সেই মুহাম্মদের শানে সবাই পড়োরে দরূদ ;
বলো-}

[সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লি ওয়াসাল্লিম আ’লা সাইয়্যিদিনা মুহাম্মদ ;
আস্ সালাতু আচ্ছালামু আ’লা মুহাম্মদ,
সাল্লি ওয়াসাল্লিম আ’লা হাবিবুল্লাহ্ মুহাম্মদ ।]

{হে আশরাফুল মাখলুকাত সকল জপ শুধু আল্লাহর নাম ;
শোকর আদায়েই তাঁর, করো-আল্লাহ্ আল্লাহ্ অবিরাম।
ঐ যে শোন ! ফিরিস্তারা বলছে শুধুঐ আল্লাহ্ আল্লাহ্ !
মাখলুকাত সব জপছে হারদম-লা ইলাহা ইল্লাল্লাহ্ !
বলো-}

[লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।।]

{রাসূলের হে উম্মতেরা ! বলো -}

[মুহাম্মদ রাসূলুল্লাহ্, মুহাম্মদ রাসূলুল্লাহ্,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ;
লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ্,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।।]
==========================

সোমবার, ১ আগস্ট, ২০১১

মাহে রমজান



মাহে রমজান
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------------


আসমানে ঐ চাঁদ উঠেছে এলোরে রমজান,
রাহমাত, মাগফিরাত আর নাজাতের এই মাস ;
এই মাস যিনি মোদের করলেন দান -
গাওরে সবাই এই মাসেতে তারই গুনগান।।

বড়ই ফজিলত-বরকত এ মাসেই নিহীত ,
এ মাসের মর্ম বুঝে চলবে যেজন সে-ই হবে বিজিত।
রমজানের রোজা রেখে যে জন সঠিক পথে চলবে,
রাহমাত-মাগফিরাত আর নাজাতের ফল তার জীবনে ফলবে।
এমন একটা পবিত্র মাস মাহে রমজান,
আমাদেরই মুক্তির তরে করলেন আল্লাহ দান।।

এ মাসেই নিহীত যে এক পূণ্যময় রজনী,
“ লাইলাতুল ক্বদর’’-যাকে আমরা সবে জানি।
এ রাতেরই ইবাদত হয় হাজার মাসের ইবাদত সমান,
আল কোরানেই রয়েছে তার জ্বলন্ত প্রমাণ।
আল্লাহ বলেন-“হাজার মাসের চেয়েও উত্তম মহিমান্বিত এই রাত,"
ইবাদতে থাকবে যেজন এ রাতে-সে-ই করবে বাজিমাত।
এমন একটা কল্যানের মাস মাহে রমজান,
আমাদেরই কল্যানে করলেন আল্লাহ দান।।

অবতীর্ণ হয় আল কোরআন এ মাসেরই পূণ্য রাতে,
তারও প্রমাণ মিলে যায় আল্লাহরই পাক কালামেতে।
আল্লাহ বলেন-“নিশ্চয়ই আমি করেছি (কোরআন) নাযিল,
পবিত্র এক রজনীতে’’-যে রজনী রয়েছে রমজানে শামিল।
এমন একটা পূণ্য রাত এই রমজান মাঝে,
এসেছে বছর পর নতুন শিক্ষা সাজে।
এ রাতে পড়বে যে জন আল্লাহরই কোরআন,
অশেষ কল্যান হবে তার পাবে নেকি অফুরান।
এমন পূণ্য রাতের মাস এই মাহে রমজান,
রাহমাত স্বরূপ আমাদেরই করলেন আল্লাহ দান।।

সিয়াম সাধনায় কাটাও সবে এ মাস রাত্র-দিন,
করতে যদি চাও জীবনের ত্রুটি সকল বিলীন।
এই একটা মাসই প্রশিক্ষণ দেয় ত্রুটিমুক্ত থাকার,
এ মাসই যে শ্রেষ্ঠ সময় জীবনকে নিষ্পাপ রাখার।
এমন একটা প্রশিক্ষণ মাস মাহে রমজান,
জীবন গঠনে মোদের করলেন আল্লাহ দান।।
==============================