ফেইসবুকে মেধাচোরদের উৎপাত
( FACEBOOK A MEDHACHORDER UTPAT )
-----------------------------------------------
ফেইসবুকে মেধাচোরদের উৎপাত বেড়েই চলেছে । তারা অন্যজনের লেখাগুলো নিজেদের নামে প্রকাশ করে মূল লেখকদের হয়রানী করছে , তাদের ভুল / অন্যায় ধরিয়ে দেবার পরও তারা ন্যাক্কারজনক কাজটি করে যাচ্ছে । যাঁরা ফেইসবুকে লেখালেখি করছেন প্লীজ এইসব মেধাচোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এগিয়ে আসুন ।
আজ আমার কাছে তেমনি একজন ধরা পড়েছে , যে আমার কিছু লেখা তার ওয়ালে প্রকাশ করেছে । আমি তাকে মন্তব্য স্বরূপ অবহিত করলে সে আমার লেখাগুলো তার নামে প্রকাশ্য রেখে আমার মন্তব্যগুলো ডিলেট করে দেয় । রানা আহমেদ ( Rana Ahmed ) নামের এই ব্যাক্তি একজন ভাল শিক্ষিত হওয়া সত্বেও মেধাচুরির মত অপকর্মটি করে যাচ্ছে । এইভাবে আরও কয়েকজন বিভিন্ন গ্রুপে ধরা পড়েছে । এইসব মেধাচোরদের বিরুদ্ধে এ্যাকশান গ্রহণ করা উচিত বলে মনে করি ।
FACEBOOK A MEDHACHORDER UTPAT BEREI CHOLECHE , TARA ANNER LEKHAGULU NIJEDER NAME PROKASH KORE MUL LEKHOKDER HOYRANI KORCHE , TADER VUL / ANNAY DHORIEY DEBAR POR O TARA NEKKARJONOK KAJTI KORE JACCHE . JARA FACEBOOK A LELKALEKHI KORCHEN PLEASE AEISOB MEDHACHORDER BIRUDDHE BEBOSTA NITE AGIEY ASUN.
AAJ AMAR KACHE TEMNI AKJON DHORA PORECHE , JE AMAR KICHU LEKHA TAR WALL A PROKASH KORECHE .AMI TAKE MONTOBBO SHORUP ABOHITO KORLE SE AMAR LEKHAGULU TAR NAME PROKASSHO REKHE AMAR MONTOBBOGULU DELATE KORE DEY. " Rana Ahmed " NAMER AEI BEKTI AKJON VALO SHIKKHITO HOWA SOTTE O MEDHACHOURIR MOTO APOKORMOTI KORE JACCHE. AEI VABE R O KOYEKJON BIVINNO GROUP A DHORA PORECHE. AEISOB MEDHACHORDER BIRUDDHE ACTION GROHON KORA UCHIT BOLE MONE KORI .
=========================================================================