আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!

মঙ্গলবার, ২৬ জুন, ২০১২

ইতিহাসে ২৭শে জুন


ইতিহাসে ২৭শে জুন
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
---------------------- 

০১। ২০১১ সালের এইদিনে - চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বৃটেনের বিজ্ঞান একাডেমীর প্রদান-করা 'রাজা দ্বিতীয় চার্লসের পদক' গ্রহণ করেন।

০২। ২০১১ সালের এইদিনে - পটুয়াখালীর দুমকিতে স্বামীর বিরুদ্ধে যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন দমণ আইনে মামলা দায়ের করেছে এক নির্যাতিত স্ত্রী।

০৩। ২০১১ সালের এইদিনে - কুড়িগ্রামের বালিয়ামারিতে সীমান্ত হাট চালু হয়।

০৪। ২০১১ সালের এইদিনে - নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে টানা ৮ বছর কর্তব্য পালন শেষে ডা.সেলিনা হায়াত আইভী দায়িত্ব ছেড়ে দেন। সংবাদ সম্মেলন করে সেদিন তিনি বলেছিলেন, ‘জনগণের উপস্থিতিতে আজ আমি চেয়ার ছেড়ে দিলাম, ইনশাল্লাহ উন্নয়নের স্বার্থেই নারায়ণগঞ্জবাসী আমাকে আবারো নির্বাচিত করবেন’।

০৫। ২০০৯ সালের এইদিনে - ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেলষ্টেশনের কাছে একটি যাত্রীবাহী চলন্ত ট্রেনের কামরায় শক্তিশালী বোমা বিস্ফোরণে ১০ যাত্রী আহত। ট্রেনটি খুলনা থেকে রাজশাহী যাচ্ছিল।

০৬। ২০০৮ সালের এইদিনে - গ্রামীণফোন অফিসে একটা গুজব রটে যে, গতকাল দুটি পত্রিকাকে গ্রামীণফোন ৫০ লাখ টাকা করে ঘুষ দিয়েছে যাতে করে তারা গ্রামীণফোনের আন্দোলনের খবর পত্রিকায় প্রকাশ না করে।

০৭। ২০০৭ সালের এইদিনে - গর্ডন ব্রাউন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

০৮। ২০০৪ সালের এইদিনে - খুলনার দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক হুমায়ূন কবির বালুকে বোমা মেরে খুন করা হয়।

০৯। ১৯৯৬ সালের এইদিনে - সংগ্রামী নেত্রীর প্রতিকৃতি, সফল মানবাধিকার নেত্রী, আদিবাসি অধিকার রক্ষা আন্দোলনের অগ্রনায়িকা ও হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক , কল্পনা চাকমার মুক্তির লক্ষ্যে পার্বত্য চট্রগ্রামের আদিবাসিরা রাজপথে নেমে আসেন। তাঁদের দাবি ছিল, “এই মুহুর্তে কল্পনা চাকমার মুক্তি দাও”। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী গুলি চালায় তাঁদের শান্তিপূর্ণ সামাবেশে। এতে নিহত হয় স্কুল ছাত্র রুপম চাকমা (১৬)। বাঘাইছড়িতে সেই সমাবেশে যোগ দিতে যাবার পথে অপহৃত হয় স্কুল ছাত্র সুকেশ চাকমা, মনতোষ চাকমা এবং সমর চাকমা। ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে “জীবন মানেই সংগ্রাম” - এই দশর্নেই বিশ্বাসী কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। ওই রাতে সেনাবাহিনীর লেফট্যানেন্ট ফেরদৌস এর নেতৃত্বে ১১ জনের একটি অপহরণকারি দল কল্পনাদের বাড়ি ঘেরাও করে এবং কল্পনা চাকমাকে অপহরণ করে নিয়ে যায় । সংবাদে প্রকাশ হয় যে , ১৯৯৬ সালের ১৯ মার্চ লেফট্যানেন্ট ফেরদৌস এর নেতৃত্বে পরিচালিত হামলায় বেশ কিছু সংখ্যক জুম্মা জনগোষ্ঠী আহত হন। বহু বাড়ি-ঘরে আগুন লাগানো হয়। এই ঘটনার প্রতিবাদে কল্পনা চাকমা সেনাবাহিনী ও সরকারেরর কঠোর সমালোচনা করেন। এরপরই কল্পনা চাকমার বাড়ি আক্রমণ করে সেনাবাহিনী। তারা সেদিন কল্পনা চাকমার দুই সহোদর কালীচরণ চাকমা ও ক্ষুদিরাম চাকমাকেও অপহরণ করেছিল। কিন্তু তারা কোনরকমে সেনাবাহিনীর হাত থেকে পালিয়ে যান। তবে কল্পনা অপহরণকারিদের জালে আটকা পড়েন। জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে বাংলাদেশ সরকার ১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর কল্পনা অপহরণের ঘটনায় একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে বাধ্য হয়। বিচারপতি আবদুল জলিলের নেতৃত্বে কমিটির সদস্যরা ছিলেন চট্রগ্রামের সেইসময়কার জেলা প্রশাসক সাখাওয়াত হোসেন এবং চট্রগ্রাম বিশ্ববিবদ্যালয়ের অধ্যাপক অনুপম সেন। ১৯৯৮ সালের ২৭ ফেব্রুয়ারি কমিটি রিপোট পেশ করে সরকারের কাছে।

১০। ১৯৯১ সালের এইদিনে - বিখ্যাত ‘কমিউনিস্ট ইস্তেহারে’র প্রথম সংস্করণের একটি কপি লন্ডনে নিলামে ৬৮১০০ ডলারে বিক্রি হয়।

১১। ১৯৯১ সালের এইদিনে - শ্লোভেনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়।

১২। ১৯৯১ সালের এইদিনে - যুগোস্লাভির সরকারী বাহিনী এবং স্লোভেনিয়ার সশস্ত্র শক্তির মধ্যে বিরাটাকারের সশস্ত্র সংঘর্ষ ঘটে। এর পর যুগোস্লাভিয়ার গৃহ যুদ্ধ বাঁধে।

১৩। ১৯৯০ সালের এইদিনে - নিকারাগুয়ার সরকার-বিরোধী সশস্ত্র বাহিনী সরকারের কাছে আত্মসর্মপন করে। যার ফলে নিকারাগুয়ার গৃহ যুদ্ধের অবসান ঘটে।

১৪। ১৯৮১ সালের এইদিনে - চীনের এয়োদশ অধিবেশন পেইজিংএ শুরু হয়। অধিবেশনে সর্বসম্মতভাবে 'চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর পাটির ইতিহাসের কতকগুলো প্রশ্ন সম্পর্কে প্রস্তাব' অনুমোদিত হয়।

১৫। ১৯৮০ সালের এইদিনে - ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের ব্রাজিলিয়ান বংশোদ্ভূত বিগ হিটার টপ-অর্ডার ব্যাটসম্যান , কেভিন পিটার পিটারসেন ( ডাক নাম - কেপি, কেলভস, ক্যাপস, কেভ ) পিটার ম্যারিজবার্গ, ন্যাটাল, ব্রাজিলে জন্মগ্রহণ করেন। খেলোয়াড় জীবনে তিনি - দিশান চার্জারস, দিল্লী ডেয়ারডেভিলস, ডলফিনস, হ্যাম্পশ্যায়ার, আইসিসি বিশ্ব একাদশ, কাওয়াজুলু-ন্যাটাল, ন্যাটাল, নটিংহ্যামশ্যায়ার, রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর, সাররি ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন। তাঁর খেলার পজিশন হলো - টপ অর্ডার ব্যাটসম্যান এবং ব্যাটিং পজিশন হলো - রাইট আর্ম অফব্রেক। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই খেলোয়াড় শিক্ষাগ্রহণ করেন - ম্যারিজবার্গ কলেজ, ইউনিভার্সিটি অফ এস এ-তে। তিনি ১৯৯৭ সালে প্রথম ঘরোয়া ক্রিকেট দিয়ে ক্রিকেটাঙ্গনে প্রবেশ করেন। ইংল্যান্ড দলের ‘লম্বা, লাউড, ব্রাশ’ একমাত্র সুপার ব্যাটসম্যান পিটারসেনকেই বলা হয়ে থাকে। বিগ হিটিং, বিগ শর্ট ও দূর্দান্ত খেলার ফলশ্রুতিতে জাতীয় দলে খেলার সুযোগ পান এই কেভিন পিটার পিটারসেন।

১৬। ১৯৭৭ সালের এইদিনে - স্পানিশ ফুটবল খেলোয়াড় রাউল গনজালেস জন্মগ্রহণ করেন।

১৭। ১৯৭৭ সালের এইদিনে - জিবুতি (সাবেক ফরাসি সোমালিল্যান্ড) স্বাধীনতা লাভ করে।

১৮। ১৯৭২ সালের এইদিনে - নওমুসলীম দাউদ হার্ন্সবাই আলী (Dawud Wharnsby Ali , পূর্বের নাম- David Howard Wharnsby ) জন্মগ্রহণ করেন। এই নওমুসলীম ১৯৯৩ সালে ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায় নিজেকে প্রবিষ্ঠ করান। দাউদ হার্ন্সবাই একজন কানাডিয়ান গায়ক ও গীতিকার। ১৯৯১ সালে Three O'Clock Tea গানের মধ্যমে তিনি গানের জগতে আত্মপ্রকাশ করেন। ২০০৭ সালে তার Out Seeing The Fields এলবামে তিনি ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনকারী মানবাধিকার কর্মী "Rachel" ইসরাইলীদের দ্বারা নিহত হওয়ার স্মরণে "Rachel" নামে একটি গান করেন, যা সেই সময় অনেক জনপ্রিয়তা পায়।

১৯। ১৯৬২ সালের এইদিনে - কাস্ত্রো দাবি করেন কিউবা এমন প্রতিরোধ ব্যাবস্থা নিচ্ছে যাতে আমেরিকার কন হামলার জবাবে বিশ্ব যুদ্ধের মত পাল্টা জবাব দেয়া যায়। এতে সোভিয়েত ইউনিয়ন সাহায্য করছে।

২০। ১৯৫৭ সালের এইদিনে - ব্রিটিশ কথাসাহিত্যিক ম্যালকম লাউরি মৃত্যুবরণ করেন।

২১। ১৯৫৪ সালের এইদিনে - সোভিয়েত ইউনিয়নের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়।

২২। ১৯৫০ সালের এইদিনে - যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর তেইওয়ান প্রণালীতে প্রবেশ করে।

২৩। ১৯৪১ সালের এইদিনে - ক্রিস্তফ কিয়েশ্‌লফ্‌স্কি, পোল্যান্ডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা জন্মগ্রহণ করেন।

২৪। ১৯৪০ সালের এইদিনে - সৌভিয়েত ইউনিয়ন বলটিক সাগর বরাবরী তিনটি দেশ দখল করে নেয়।

২৫। ১৯৩৮ সালের এইদিনে - কুওমিনডাং সরকারের সামরিক কমিশনের প্রকাশিত ' জাপান-বিরোধী প্রতিরোধ যুদ্ধ বিজয়ের প্রথম বার্ষিকী সম্পর্কে প্রচার কর্মসূচিতে' উহান শহরকে রক্ষার স্লোগান উত্থাপিত হয়।

২৬। ১৯৩৫ সালের এইদিনে - চীন আর জাপানের মধ্যে ছিনথু চুক্তি স্বাক্ষরিত হয়।

২৭। ১৯২৭ সালের এইদিনে - চীনের মন্ত্রী সভায় চীনের উপর আক্রমণের সাধারণ নীতির তথাকথিত প্রাচ্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

২৮। ১৯০০ সালের এইদিনে - সেন্ট্রাল লন্ডন ইলেকট্রিক রেলওয়ে উদ্বোধন করা হয়।

২৯। ১৮৮০ সালের এইদিনে - অন্ধ ও বধির মার্কিন লেখিকা হেলেন কেলার জন্মগ্রহণ করেন।

৩০। ১৭৫৯ সালের এইদিনে - কুইবেক যুদ্ধ শুরু হয়।
====================

ইতিহাসে ২৬শে জুন


ইতিহাসে ২৬শে জুন
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------

০১। আজ ও এই তারিখে CIH বা চেরনোবিল ভাইরাস কম্পিউটার আক্রমন করে । এছাড়াও প্রতি মাসের ২৬ তারিখে আক্রমণ করতে দেখা যায় । ১৯৯৯ এর ২৬শে এপ্রিল বাংলাদেশসহ সারাবিশ্বে লক্ষ লক্ষ কম্পিউটার CIH বা চেননোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মূখীন হয়। টাইম বোমার মতো নির্দিষ্ট সময়ে এ ভাইরাসটি কম্পিউটারকে আক্রমণ করে। একই সময়ে সারাবিশ্বে ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার এটাই সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। কম্পিউটার সিস্টেমে সময় ও তারিখের জন্য ঘড়ি সেট করা আছে। ঘড়ির কাটায় ২৬শে এপ্রিল, ১৯৯৯ হওয়ার সাথে সাথে কম্পিউটারে লুকায়িত সিআইএইচ ভাইরাস বিপর্যয়ের সৃষ্টি করে। বাংলাদেশসহ বিশ্বে লক্ষ লক্ষ কম্পিউটার অচল হয়ে পড়ে । ১৯৯৮ এর জুনের শুরুতে তাইওয়ানে প্রথম সিআইএইচ ভাইরাস দেখা যায়।ভাইরাসের নির্মাতা একে স্থানীয় ইন্টারনেট কনফারেন্সে পাঠায়। তারপর তা ইন্টারনেটে বিশ্বব্যাপি ছড়ায়।
CIH ভাইরাস তৈরি করেন চেন ইং হাও –এর নামের অদ্যাক্ষর অনুযায়ী ভাইরাসটির নামকরণ করা হয়। এ ভাইরাসকে চেরনোবিল ভাইরাসও বলা হয়। এটি ২৬শে এপ্রিল বিপর্যয় ঘটায়। ১৯৮৬ সালের ২৬শে এপ্রিল রাশিয়ার চেরনোবিলে মারাত্মক পারমাণবিক বিষ্ফরণ ঘটেছিল। চেরনোবিলের ২৬শে এপ্রিলের ঘটনাকের স্মরণ করে এ ভাইরাস ২৬শে এপ্রিল কার্যকর হয় বলে একে চেরনোবিল ভাইরাস বলা হয়। একে ‘স্পেস ফিলার’ও বলে। কারণ এটি ফাইলের ভিতরের খালি জায়গা দখল করে। এর কারণে এন্টিভাইরাস ভাইরাসটি ধরতে পারেনা। এই ভাইরাসের আক্রামণ থেকে রক্ষা পাওয়ার জন্য এখনই সর্তক থাকুন । CIH ভাইরাসের লক্ষণঃ
ক. কম্পিউটারের প্রোগ্রাম রান করে না। CIH ভাইরাসের একটি ভার্সন এর জন্য দায়ী। এই ভাইরাস প্রোগ্রামের .exe ফাইলের নাম পরিবর্তন করে ফেলে।
খ. কম্পিউটার অন হচ্ছে কিন্তু সি ড্রাইভ পাওয়া যাচ্ছে না।
গ. কম্পিউটার অন করলে কিছুই দেখা যায় না।
ক্ষতিঃ এটি মাদারবোর্ডের বায়োস নষ্ট করে দেয়। হার্ডডিস্কের পার্টিশন মুছে দেয়।

০২। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস । Life Does Not Rewind' শ্লোগানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস । মাদকের ভয়াবহতা রোধে ১৯৮৭ খ্রিস্টাব্দে জাতিসংঘের ৪২তম অধিবেশনে এই তারিখে দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

০৩। আজ নির্যাতিতদের পক্ষে আন্তর্জাতিক দিবস International Day in Support of Victims of Torture দিন দুই কারণের জন্য ইউনাইটেড Nations সাধারণ বিধানসভার দ্বারা নির্বাচন করা হয়েছিল। ১৯৯৭ সালের ১২ই ডিসেম্বর জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে ২৬শে জুনকে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় , এরপর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।

০৪। ২০১১ সালের এইদিনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিঙ্গাপুর প্রবাসী আকতার হোসেনের ছেলে জিয়াদকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যায় ওয়াসিম, সাদেক, স্বপন, শাকিব গং। ওইরাতে ফতুল্লার ভূঁইগড়ে ওয়াসিম তার দ্বিতীয় স্ত্রী লাকীর বাসায় জিয়াদকে নিয়ে যায়। পরে জিয়াদের মায়ের কাছে মুক্তিপণ দাবি করে ৩ লাখ টাকা। ওয়াসিমকে চিনে ফেলায় ২৭শে জুন জিয়াদকে ঘুমের ওষুধ খাইয়ে সন্ধ্যার পর একটি তোয়ালে দিয়ে মুড়িয়ে কাঁচপুর ব্রিজের ওপর থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। ২৯শে জুন সকাল পৌনে ৮টায় শীতলক্ষ্যা নদী থেকে জিয়াদের ভাসমান লাশ উদ্ধার করে র‌্যাব।

০৫। ২০১১ সালের এইদিন দুপুরে রংপুরের বদরগঞ্জ উপজেলার রাজারামপুর কাশীগঞ্জ গ্রামে প্রকাশ্যে এক সালিশ বসে। সালিশের মধ্যে অসহায় দুই নারীকে চরিত্রহীনা অপবাদ দিয়ে তাদের হাত-পা বাঁধা হয়। শ’ শ’ মানুষের সামনে তাদের ওপর চালানো হয় মধ্যযুগীয় নির্যাতন। নির্যাতনের পর তাদের তওবা পড়ানো হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আয়নাল হকের উপস্থিতিতেই ঘটে এ ঘটনা। কিন্তু বিচার নামে চালানো এ পৈশাচিক নির্যাতনের কেউ প্রতিবাদ করেনি। বরং উল্লাসে ফেটে পড়ে অনেকে দিয়েছে হাততালি।

০৬। ২০১০ সালের এইদিনে শুধুমাত্র ঢাকায় " আমরা খাটি গরিব..." গ্রুপের পথ-শিশুদের মাঝে আম বিতরণ উৎসব হয়েছিল। ৩০শে জুন ২০১২ তারিখে পথ-শিশুদের জন্য আম উৎসব হবে ঢাকা, চট্টগ্রাম এর পাশাপাশি খুলনাতেও। " পথ-শিশুদের জন্য আম উৎসব ২০১২ " নামে এ অনুষ্ঠান পরিচালিত হবে । যেকোনো বিষয় সম্পর্কে জানতে ও সাহায্য পাঠাতে যোগাযোগ করুন :- রাকিব কিশোর - ০১১৯০১৩৭২৮৩ (ঢাকা), রোহিত হাসান কিছলু - ০১৭১৬৬১৩৭০৭ (ঢাকা), মুন্তাসির অমি - ০১৬৭০৩৪৬০০৬ (চট্টগ্রাম), এম.এইচ. শরীফ - ০১৮১৪৭৮৩৬৯২ (চট্টগ্রাম), রিফাতুল ইসলাম রাফি - ০১৭১৭১২০৮৪৬ (চট্টগ্রাম), জনী চৌধুরী - ০১৮১৮০৭৭০৮৫ (চট্টগ্রাম), শেখ ফয়সাল - ০১৮১১১৪৯৮০৪ (চট্টগ্রাম), এছাড়া সাহায্য পাঠাতে পারেন এই ব্যাংক একাউন্টে - A/c name : Rohit hasan kislu, A/c number - 110.101.97783, Dutch Bangla Bank limited “ আমরা খাঁটি গরীব ” গ্রুপ এবং পেজ-এর লিংক -
http://www.facebook.com/home.php?sk=group_185022982468
http://www.facebook.com/amra.khati.gorib

০৭। ২০০৯ সালের এইদিনে ঢাকার কারওয়ান বাজারে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে তিন ব্যবসায়ী নিহত এবং গুলিবিদ্ধ হয়ে এক ব্যবসায়ী আহত হন। চাঁদা দিতে অস্বীকৃতির জের ধরে এই হত্যাকাণ্ড চালান হয়।

০৮। ২০০৯ সালের এইদিনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে ঐতিহাসিক স্থাপনা সমুহ সংরক্ষণের জন্য আদালতের নির্দেশনা চেয়ে একটি রিট মামলা দায়ের করা হয়েছিলো । মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার্স ফোরামের নেতা অব: মে জে শফিউল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক মুনতাসির মামুন এ রিট আবেদনটি করেছিলেন।

০৯। ২০০০ সালের এইদিনে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্থায়ী সদস্যপদ লাভ করে।

১০। ১৯৯৪ সালের এইদিনে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মিশিগানের ডেট্টয়েট নগরীর সাইনাই হাসপাতালের বেডে ৬৫ বছর বয়সে দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে লেখিকা, শহীদ জননী, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী জাহানারা ইমাম ( জন্ম : মে ৩, ১৯২৯ - মৃত্যু : জুন ২৬, ১৯৯৪ ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একাত্তরে তাঁর জ্যেষ্ঠ পুত্র শফি ইমাম রুমীদেশের মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করেন এবং কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন এবং পরবর্তীতে নির্মমভাবে শহীদ হন। বিজয় লাভের পর রুমীর বন্ধুরা রুমীর মা জাহানারা ইমামকে সকল মুক্তিযোদ্ধার মা হিসেবে বরণ করে নেন৷ রুমীর শহীদ হওয়ার সূত্রেই তিনি 'শহীদ জননী'র মযার্দায় ভূষিত হন ৷ তাঁর বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি।

১১। ১৯৭৯ সালের এইদিনে কিংবদন্তীর মুষ্ঠীযোদ্ধা মোহাম্মাদ আলী অবসর গ্রহণ করেন।

১২। ১৯৭৮ সালের এইদিনে উইনিপেগ এর উদ্দেশ্যে যাত্রা করা এয়ার কানাডা ফ্লাইট ১৮৯ বিধ্বস্ত হয়।

১৩। ১৯৭৭ সালের এইদিনে এলভিস প্রিসলি শেষ কনসার্ট করেন।

১৪। ১৯৭৬ সালের এইদিনে তৎকালীন পৃথিবীর উঁচুতম ভবন সি এন টাওয়ার খুলে দেয়া হয়।

১৫। ১৯৭৫ সালের এইদিনে দেশের আভ্যন্তরীন পরিস্থিতি সামাল দিতে ইন্দিরা গান্ধী দেশে জরুরী অবস্থা ঘোষণা করেন এবং নির্বাচন স্থগিত করে দেন।

১৬। ১৯৭৪ সালের এইদিনে প্রথম বারের মত বারকোড ব্যবহার করে কোন খুচরা পন্য বিক্রয় হয়। পন্যটি ছিল চিবানোর গাম।

১৭। ১৯৬০ সালের এইদিনে সোমালিল্যান্ড ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা পায়।

১৮। ১৯৫৯ সালের এইদিনে উত্তর আমেরিকার মহাসাগরগামী জাহাজ এর জন্য সেইন্ট লরেন্স সি-ওয়ে খুলে দেয়া হয়।

১৯। ১৯৫৫ সালের এইদিনে বহরমপুর, মূর্শিদাবাদে ভারতের মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয় । সোম থেকে শনিবার ১২টা থেকে ৭টা পর্যন্ত কর্মসময় এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে এ গ্রন্থাগার।
২০। ১৯৪৮ সালের এইদিনে পশ্চিমা জোট বার্লিন এ এয়ার লিফট দেয়া শুরু করে যখন সোভিয়েত ইউনিয়ন পশ্চিম বার্লিন অবরুদ্ধ করে দেয়।

২১। ১৯৪৫ সালের এইদিনে জাতিসঙ্ঘ সনদ স্বাক্ষর হয়।

২২। ১৯৩৪ সালের এইদিনে প্রথম বারের মত ব্যবহারিক হেলিকপ্টার ফক উল্‌ফ এফ ডাব্লিউ ৬১ আকাশে উড়ে।

২৩। ১৯২৪ সালের এইদিনে আমেরিকান সৈন্যরা ডোমিনিয়ন রিপাব্লিক ত্যাগ করে।

২৪। ১৮৯৩ সালের এইদিনে ইলিনয়ের গভর্ণর মে দিবসের ঘটনায় পুলিশ হত্যা মামলায় অভিযুক্ত আটজনকেই নিরপরাধ বলে ঘোষণা দেন ।

২৫। ১৮৩৮ সালের এইদিনে উনিশ শতকের প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক , বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (জুন ২৬, ১৮৩৮- এপ্রিল ৮,১৮৯৪) বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁটালপাড়া গ্রামে । বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তাঁর অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাঁর আদিনিবাস ছিল হুগলি জেলার দেশমুখো গ্রামে। তাঁর প্রপিতামহ রামহরি চট্টোপাধ্যায় মাতামহের সম্পত্তি পেয়ে কাঁটালপাড়ায় আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। রামহরির পৌত্র যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় পুত্র বঙ্কিমচন্দ্র।

২৬। ১৮১৯ সালের এইদিনে বাই সাইকেল এর পেটেন্ট করা হয়।

২৭। ১৫৪১ সালের এইদিনে ২৬শে জুন লিমায় পিসার্‌রোর শত্রু আলমাগ্রোর পুত্র এবং তার বারো সহকারীরা পিসার্‌রোর প্রাসাদে আক্রমণ করে এবং সেখানে পিসার্‌রোকে হত্যা করে।

২৮। ১৪৮৩ সালের এইদিনে রাজা ৩য় রিচার্ড ইংল্যান্ড এর রাজা হন।

২৯। ১২৮৪ সালের এইদিনে কিংবদন্তীর হ্যামিলন এর বংশিবাদক ১৩০ শিশুকে নিয়ে হারিয়ে যান।
============